ETV Bharat / bharat

রামদেবের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা বিহারের বাসিন্দার - যোগগুরু বাবা রামদেব

দেশদ্রোহিতার অভিযোগে যোগগুরু বাবা রামদেবকে গ্রেফতারের দাবি তুললেন বিহারের এক বাসিন্দা ৷ তিনি আদালতে এ নিয়ে একটি মামলাও করেছেন ৷ আগামী 7 জুন এই মামলার শুনানি হবে ৷

Complaint Has Been Registered Against Ramdev In Muzaffarpur court
রামদেবের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা বিহারের বাসিন্দার
author img

By

Published : Jun 2, 2021, 9:14 PM IST

মুজাফ্ফরপুর, 2 জুন : দেশদ্রোহিতার অভিযোগে যোগগুরু বাবা রামদেবকে গ্রেফতার করা হোক ৷ এমনই দাবি বিহারের এক বাসিন্দার ৷ সম্প্রতি রামদেবের একটি ভিডিয়ো প্রকাশ্য়ে আসে ৷ যাতে রামদেবকে অ্য়ালোপ্য়াথি চিকিৎসা পদ্ধতি নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় ৷ সেই মন্তব্য়ের প্রেক্ষিতেই রামদেবের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা উচিত বলে মনে করেন বিহারের ওই ব্যক্তি ৷ এমনকী এই আর্জি জানিয়ে আদালতেরও দ্বারস্থ হয়েছেন তিনি ৷

মামলাকারী ওই ব্যক্তির নাম জ্ঞান প্রকাশ ৷ রামদেবের বিরুদ্ধে মুখ্য বিচার বিভাগীয় বিচারকের এজলাসে মামলা করেছেন তিনি ৷ তাঁর হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন আইনজীহী সুধীর কুমার ওঝা ৷ তবে এই প্রথম নয় ৷ এর আগেও নানা ইস্যুতে বহু বিখ্যাত ব্যক্তিত্ব, রাজনীতিক, বিদেশের প্রভাবশালী ব্যক্তি এবং বলিউডের তারকাদের বিরুদ্ধে মামলা রুজু করেছেন জ্ঞান প্রকাশ ৷ যার জন্য তাঁকে নিয়ে খবরও হয়েছে বিস্তর ৷

আদালত সূত্রে খবর, কার্যনির্বাহী সিজেএম শৈলেন্দ্র রাইয়ের এজলাসে মামলাটি করা হয়েছে ৷ রামদেবের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলায় আইনের আওতায় একাধিক ধারা যোগ করেছেন মামলাকারীর আইনজীবী ৷ আগামী 7 জুন এই মামলার শুনানি হবে ৷

আরও পড়ুন : রামদেবের অ্যালোপ্যাথি মন্তব্যের প্রতিবাদে দেশজুড়ে কালা দিবস পালন ডাক্তারদের

প্রসঙ্গত, ভাইরাল হওয়া সংশ্লিষ্ট ভিডিয়োয় রামদেবকে বলতে শোনা গিয়েছিল অ্য়ালোপ্য়াথি চিকিৎসার জন্যই নাকি এত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মরছেন ৷ এমনকী, করোনার টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন যোগগুরু ৷ যা নিয়ে ইতিমধ্য়েই বিস্তর জলঘোলা হয়েছে ৷

মুজাফ্ফরপুর, 2 জুন : দেশদ্রোহিতার অভিযোগে যোগগুরু বাবা রামদেবকে গ্রেফতার করা হোক ৷ এমনই দাবি বিহারের এক বাসিন্দার ৷ সম্প্রতি রামদেবের একটি ভিডিয়ো প্রকাশ্য়ে আসে ৷ যাতে রামদেবকে অ্য়ালোপ্য়াথি চিকিৎসা পদ্ধতি নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় ৷ সেই মন্তব্য়ের প্রেক্ষিতেই রামদেবের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা উচিত বলে মনে করেন বিহারের ওই ব্যক্তি ৷ এমনকী এই আর্জি জানিয়ে আদালতেরও দ্বারস্থ হয়েছেন তিনি ৷

মামলাকারী ওই ব্যক্তির নাম জ্ঞান প্রকাশ ৷ রামদেবের বিরুদ্ধে মুখ্য বিচার বিভাগীয় বিচারকের এজলাসে মামলা করেছেন তিনি ৷ তাঁর হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন আইনজীহী সুধীর কুমার ওঝা ৷ তবে এই প্রথম নয় ৷ এর আগেও নানা ইস্যুতে বহু বিখ্যাত ব্যক্তিত্ব, রাজনীতিক, বিদেশের প্রভাবশালী ব্যক্তি এবং বলিউডের তারকাদের বিরুদ্ধে মামলা রুজু করেছেন জ্ঞান প্রকাশ ৷ যার জন্য তাঁকে নিয়ে খবরও হয়েছে বিস্তর ৷

আদালত সূত্রে খবর, কার্যনির্বাহী সিজেএম শৈলেন্দ্র রাইয়ের এজলাসে মামলাটি করা হয়েছে ৷ রামদেবের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলায় আইনের আওতায় একাধিক ধারা যোগ করেছেন মামলাকারীর আইনজীবী ৷ আগামী 7 জুন এই মামলার শুনানি হবে ৷

আরও পড়ুন : রামদেবের অ্যালোপ্যাথি মন্তব্যের প্রতিবাদে দেশজুড়ে কালা দিবস পালন ডাক্তারদের

প্রসঙ্গত, ভাইরাল হওয়া সংশ্লিষ্ট ভিডিয়োয় রামদেবকে বলতে শোনা গিয়েছিল অ্য়ালোপ্য়াথি চিকিৎসার জন্যই নাকি এত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মরছেন ৷ এমনকী, করোনার টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন যোগগুরু ৷ যা নিয়ে ইতিমধ্য়েই বিস্তর জলঘোলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.