হায়দরাবাদ, 25 জুন : দ্রৌপদী নিয়ে বিতর্কে রাম গোপাল বর্মা ৷ এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু ৷ তিনি গতকাল তাঁর মনোনয়নপত্রও জমা দিয়েছেন ৷ এদিকে তাঁকে নিয়ে পোস্ট করে বিপাকে পড়লেন চলচ্চিত্র পরিচালক রাম গোপাল বার্মা ৷ পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তেলেঙ্গানার বিজেপি নেতা গুদুর নারায়ণ রেড্ডি (Complaint Filed Against Ram Gopal Varma for Controversial Rmarks on Draupadi Murmu) ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, রাম গোপাল ভার্মা তফসিলি জাতি ও উপজাতিকে অসম্মান করেছেন ৷
রাম গোপাল রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদীকে নিয়ে একটি পোস্টে লেখেন, ‘‘যদি, দ্রৌপদী রাষ্ট্রপতি হন, তাহলে পাণ্ডব কারা ? এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, কৌরব কারা ?’’ মহাভারতের চরিত্রের সঙ্গে এই তুলনা টেনে এই পোস্ট দ্রৌপদী মুর্মু তথা আদিবাসী সম্প্রদায়কে অপমান করা, অভিযোগ বিজেপি নেতার ৷ তিনি চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে আবিদ রোড পুলিশ স্টেশনে মামলা (FIR Against RGV) দায়ের করেছেন ৷
অভিযোগকারী বিজেপি নেতা নারায়াণ রেড্ডি সংবাদ সংস্থাকে বলেন, ‘‘ওই টুইট তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষকে অসম্মান করার সমান ৷ এখানে তিনি 'রাষ্ট্রপতি দ্রৌপদী' বলেছেন ৷ যদি, তিনি শুধুমাত্র দ্রৌপদী, পাণ্ডব এবং কৌরবের নাম উল্লেখ করতেন, তাহলে আমাদের কোনও সমস্যা থাকত না ৷ রাম গোপাল বার্মার ওইরকম মন্তব্যে বিজেপি কর্মীরা ব্যথিত ৷’’
-
If DRAUPADI is the PRESIDENT who are the PANDAVAS ? And more importantly, who are the KAURAVAS?
— Ram Gopal Varma (@RGVzoomin) June 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">If DRAUPADI is the PRESIDENT who are the PANDAVAS ? And more importantly, who are the KAURAVAS?
— Ram Gopal Varma (@RGVzoomin) June 22, 2022If DRAUPADI is the PRESIDENT who are the PANDAVAS ? And more importantly, who are the KAURAVAS?
— Ram Gopal Varma (@RGVzoomin) June 22, 2022
আরও পড়ুন: Saradha Scam: টাকা নিয়েছেন, ব্ল্যাকমেলও করেছেন ! শুভেন্দুকে কাঠগড়ায় তুলে দাবি সুদীপ্তর
এ নিয়ে পুলিশের কাছে তফসিলি জাতি ও উপজাতি নৃশংসতা আইনে মামলা দায়ের করার আবেদন জানিয়েছে বিজেপি নেতা ৷ প্রসঙ্গত, ওড়িশার আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মুকে জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে, তিনিই দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন ৷