ETV Bharat / bharat

First Date Tips : প্রথম ডেটে যে যে ভুল একেবারেই করা উচিত নয় - মommon mistakes to avoid on first dates

প্রথম ডেটে বেশ কিছু সাধারণ ভুল করেই থাকেন অনেকে ৷ যার জেরেই তা পরবর্তী স্তরে এগোয় না ৷ দেখে নিন কিছু সহজ ভুল ৷ যা সর্বদা এড়িয়ে চলা উচিত (Dating Tips For Guys)৷

Common mistakes to avoid on first dates
প্রথম ডেটে যে যে ভুল একেবারেই করা উচিত নয়
author img

By

Published : May 3, 2022, 3:46 PM IST

হায়দরাবাদ : প্রথমবার তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন? বুকে একটা দুরু দুরু ভাব তো থাকেই ৷ আরও কত আবেগ একসঙ্গে এসে চেপে বসে ৷ কারণ, প্রথমদিনেই প্রিয়তমাকে হতাশ করতে চান না কেউই ৷ কথাতেই আছে ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন ৷ ডিজিটাল এই যুগে অবশ্য ডেটিং করার নানান নিয়ম কানুন তৈরি হয়েছে ৷ তবে কিছু ভুল সর্বদা এড়িয়ে চলা উচিত ৷ নাহলে প্রথমদিনেই খুব খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন আপনি (Dating Tips For Guys) ৷

  1. দেরিতে পৌঁছানো: দেরিতে পৌঁছানো এমন একটি খারাপ বার্তা হয়ে দাঁড়াতে পারে যে, প্রথম দিনেই আপনার উপর বিরূপ মনোভাব তৈরি হতে পারে উল্টোদিকের মানুষটির ৷ কারণ এটি বার্তা দেয় যে সময়ের মূল্য আপনি বোঝেন না ৷
  2. ক্রমাগত ফোন ব্যবহার করা: এটি খুব সাধারণ একটি ভুল, যা অনেকেই করে থাকেন ৷ আসলে এটা কিন্তু বার্তা দিতে পারে যে অন্যের সময়কে সম্মান করেন না ৷ ডেটিংয়ের আগে গুরুত্বপূর্ণ কাজ মিটিয়ে ফেলে তারপরই আপনার বন্ধু বা বান্ধবীটিকে সময় দিন ৷
  3. প্রচুর পরিমাণে মদ্যপান: ডেটিংয়ে হালকা মদ্য়পান সময় বিশেষে চলতে পারে ঠিকই, কিন্তু অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন ৷ ডেটিংয়ের সময় অন্য়ের কথার উপরেও মনোযোগ দিন ৷
  4. কথোপকথন হালকা রাখুন: হালকা চালের কথা বলুন ৷ কোনও গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করতে নিজের প্রথম ডেটকে জটিল এবং বোরিং করে না তোলাই ভাল ৷
  5. জোর করে হাসানোর চেষ্টা করবেন না : কিছু লোক সহজাতভাবে মজাদার ৷ কিন্তু আপনি যদি তাঁদের একজন না হন, তাহলে জোর করে হাসানোর চেষ্টা করবেন না ৷ হাস্যরস ডেটিংয়ের কোনও অপরিহার্য উপাদন নয় ৷
  6. প্রশ্ন না করা: প্রশ্ন জিজ্ঞাসা করা আসলে কোনও কেমিস্ট্রি তৈরি হচ্ছে কি না তা দেখার একটি ভাল সুযোগ । তাঁকেও প্রয়োজনীয় হালকা কিছু প্রশ্ন করুন এবং নিজেও প্রশ্ন করার সুযোগ করে দিন ৷ একে অপরকে জানলেই ভালবাসা গড়ে উঠতে পারে ৷

হায়দরাবাদ : প্রথমবার তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন? বুকে একটা দুরু দুরু ভাব তো থাকেই ৷ আরও কত আবেগ একসঙ্গে এসে চেপে বসে ৷ কারণ, প্রথমদিনেই প্রিয়তমাকে হতাশ করতে চান না কেউই ৷ কথাতেই আছে ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন ৷ ডিজিটাল এই যুগে অবশ্য ডেটিং করার নানান নিয়ম কানুন তৈরি হয়েছে ৷ তবে কিছু ভুল সর্বদা এড়িয়ে চলা উচিত ৷ নাহলে প্রথমদিনেই খুব খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন আপনি (Dating Tips For Guys) ৷

  1. দেরিতে পৌঁছানো: দেরিতে পৌঁছানো এমন একটি খারাপ বার্তা হয়ে দাঁড়াতে পারে যে, প্রথম দিনেই আপনার উপর বিরূপ মনোভাব তৈরি হতে পারে উল্টোদিকের মানুষটির ৷ কারণ এটি বার্তা দেয় যে সময়ের মূল্য আপনি বোঝেন না ৷
  2. ক্রমাগত ফোন ব্যবহার করা: এটি খুব সাধারণ একটি ভুল, যা অনেকেই করে থাকেন ৷ আসলে এটা কিন্তু বার্তা দিতে পারে যে অন্যের সময়কে সম্মান করেন না ৷ ডেটিংয়ের আগে গুরুত্বপূর্ণ কাজ মিটিয়ে ফেলে তারপরই আপনার বন্ধু বা বান্ধবীটিকে সময় দিন ৷
  3. প্রচুর পরিমাণে মদ্যপান: ডেটিংয়ে হালকা মদ্য়পান সময় বিশেষে চলতে পারে ঠিকই, কিন্তু অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন ৷ ডেটিংয়ের সময় অন্য়ের কথার উপরেও মনোযোগ দিন ৷
  4. কথোপকথন হালকা রাখুন: হালকা চালের কথা বলুন ৷ কোনও গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করতে নিজের প্রথম ডেটকে জটিল এবং বোরিং করে না তোলাই ভাল ৷
  5. জোর করে হাসানোর চেষ্টা করবেন না : কিছু লোক সহজাতভাবে মজাদার ৷ কিন্তু আপনি যদি তাঁদের একজন না হন, তাহলে জোর করে হাসানোর চেষ্টা করবেন না ৷ হাস্যরস ডেটিংয়ের কোনও অপরিহার্য উপাদন নয় ৷
  6. প্রশ্ন না করা: প্রশ্ন জিজ্ঞাসা করা আসলে কোনও কেমিস্ট্রি তৈরি হচ্ছে কি না তা দেখার একটি ভাল সুযোগ । তাঁকেও প্রয়োজনীয় হালকা কিছু প্রশ্ন করুন এবং নিজেও প্রশ্ন করার সুযোগ করে দিন ৷ একে অপরকে জানলেই ভালবাসা গড়ে উঠতে পারে ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.