ETV Bharat / bharat

LPG Cylinder Price: কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম - lpg cylinder price

শুক্রবার থেকে দাম কমেছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ৷ 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে 198 টাকা (LPG Cylinder Price) ৷

lpg cylinder price
কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম
author img

By

Published : Jul 1, 2022, 10:13 AM IST

Updated : Jul 1, 2022, 10:49 AM IST

নয়াদিল্লি, 1 জুলাই: মাসের শুরুতেই দাম কমল রান্নার গ্যাসের ৷ তবে গৃহস্থে ব্যবহৃত রান্নার গ্যাসের নয় ৷ শুক্রবার থেকে দাম কমেছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ৷ 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে 198 টাকা (LPG Cylinder Price) ৷

এই দাম কমার ফলে দিল্লিতে প্রতিটি 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে 2 হাজার 21 টাকা ৷ গত মাসে দিল্লিতে এই গ্যাস সিলিন্ডারের দাম ছিল 2 হাজার 219 টাকা ৷ মূলত হোটেল, রেস্তোরাঁতে রান্নার কাজে এই গ্যাস সিলিল্ডার ব্যবহার করা হয় ৷

আরও পড়ুন : LPG Cylinder Price : মাসের প্রথম দিনে কমল রান্নার গ্য়াসের দাম

চলতি বছরে মে মাসের প্রথম সপ্তাহে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল 50 টাকা করে ৷ এপ্রিল ও মার্চ মাসেও যথাক্রমে 250 ও 105 টাকা করে বেড়েছিল 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৷

নয়াদিল্লি, 1 জুলাই: মাসের শুরুতেই দাম কমল রান্নার গ্যাসের ৷ তবে গৃহস্থে ব্যবহৃত রান্নার গ্যাসের নয় ৷ শুক্রবার থেকে দাম কমেছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ৷ 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে 198 টাকা (LPG Cylinder Price) ৷

এই দাম কমার ফলে দিল্লিতে প্রতিটি 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে 2 হাজার 21 টাকা ৷ গত মাসে দিল্লিতে এই গ্যাস সিলিন্ডারের দাম ছিল 2 হাজার 219 টাকা ৷ মূলত হোটেল, রেস্তোরাঁতে রান্নার কাজে এই গ্যাস সিলিল্ডার ব্যবহার করা হয় ৷

আরও পড়ুন : LPG Cylinder Price : মাসের প্রথম দিনে কমল রান্নার গ্য়াসের দাম

চলতি বছরে মে মাসের প্রথম সপ্তাহে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল 50 টাকা করে ৷ এপ্রিল ও মার্চ মাসেও যথাক্রমে 250 ও 105 টাকা করে বেড়েছিল 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৷

Last Updated : Jul 1, 2022, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.