ETV Bharat / bharat

Commercial LPG Cylinder Price: প্রায় 100 টাকা দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, বদল নেই রান্নার গ্যাসে - বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

অগস্ট মাসের প্রথম দিনে কিছুটা হলেও সুখের খবর দিল কেন্দ্রীয় সরকার ৷ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল প্রায় 100 টাকা ৷

ETV Bharat
বাণিজ্যিক গ্যাসের দাম
author img

By

Published : Aug 1, 2023, 1:47 PM IST

Updated : Aug 1, 2023, 2:04 PM IST

নয়াদিল্লি, 1 অগস্ট: বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল ৷ মাসের প্রথম দিনে 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 99.75 টাকা কমেছে ৷ মঙ্গলবার থেকে দিল্লিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম হল 1 হাজার 680 টাকা ৷ তবে রান্নার এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি ৷ তাই মধ্যবিত্তের হেঁশেলের জন্য কোনও সুখবর নেই !

তৈল বিপণনকারী সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে রদবদল করেছে ৷ তাই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৷ তবে সংস্থাগুলি রান্নার গ্যাসের ক্ষেত্রে কোনও বদল করেনি ৷ প্রতি মাসের প্রথম দিন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এবং রান্নার এলপিজি সিলিন্ডারের দামের পর্যালোচনা করা হয় ৷ আজও তেমনটাই হয়েছে ৷

  • Oil marketing companies have reduced the prices of commercial LPG gas cylinders. The rate of 19 KG commercial LPG gas cylinders has been slashed by Rs 99.75 with effect from today. Delhi retail sales price of 19kg commercial LPG cylinder is Rs 1,680 from today: Sources

    No change…

    — ANI (@ANI) August 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1 অগস্ট থেকে নয়াদিল্লিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হল 1 হাজার 680 টাকা, কলকাতায় 1 হাজার 802 টাকা 50 পয়সা, মুম্বইতে 1 হাজার 640 টাকা 50 পয়সা এবং চেন্নাইতে 1852 টাকা 50 পয়সা ৷ এর আগে জুলাই মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ছিল- দিল্লিতে 1 হাজার 780 টাকা, মুম্বইয়ে 1 হাজার 733 টাকা 50 পয়সা, চেন্নাইতে 1 হাজার 945 টাকা, কলকাতায় 1 হাজার 895 টাকা 50 পয়সা ৷ এর আগে 1 মার্চ রান্নার গ্যাসের দামে পরিবর্তন করা হয়েছিল ৷ আর জুলাই মাসের প্রথম দিন বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 7 টাকা করে বেড়েছিল ৷ সেবারও রান্নার গ্যাসে কোনও পরিবর্তন হয়নি ৷

আর পড়ুন: তিন মাস পর ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

মে মাসে তৈল বিপণনকারী সংস্থাগুলি 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 172 টাকা কমিয়েছিল ৷ 1 জুন, সেই দাম 83.50 টাকা কমানো হয় ৷ বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয় 1 হাজার 773 টাকা ৷ এপ্রিল মাসে 91 টাকা 50 পয়সা কমানো হয় ৷ 14.2 কেজি রান্নার গ্যাসের দাম কলকাতায় এখন 1 হাজার 129 টাকা ৷

নয়াদিল্লি, 1 অগস্ট: বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল ৷ মাসের প্রথম দিনে 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 99.75 টাকা কমেছে ৷ মঙ্গলবার থেকে দিল্লিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম হল 1 হাজার 680 টাকা ৷ তবে রান্নার এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি ৷ তাই মধ্যবিত্তের হেঁশেলের জন্য কোনও সুখবর নেই !

তৈল বিপণনকারী সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে রদবদল করেছে ৷ তাই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৷ তবে সংস্থাগুলি রান্নার গ্যাসের ক্ষেত্রে কোনও বদল করেনি ৷ প্রতি মাসের প্রথম দিন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এবং রান্নার এলপিজি সিলিন্ডারের দামের পর্যালোচনা করা হয় ৷ আজও তেমনটাই হয়েছে ৷

  • Oil marketing companies have reduced the prices of commercial LPG gas cylinders. The rate of 19 KG commercial LPG gas cylinders has been slashed by Rs 99.75 with effect from today. Delhi retail sales price of 19kg commercial LPG cylinder is Rs 1,680 from today: Sources

    No change…

    — ANI (@ANI) August 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1 অগস্ট থেকে নয়াদিল্লিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হল 1 হাজার 680 টাকা, কলকাতায় 1 হাজার 802 টাকা 50 পয়সা, মুম্বইতে 1 হাজার 640 টাকা 50 পয়সা এবং চেন্নাইতে 1852 টাকা 50 পয়সা ৷ এর আগে জুলাই মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ছিল- দিল্লিতে 1 হাজার 780 টাকা, মুম্বইয়ে 1 হাজার 733 টাকা 50 পয়সা, চেন্নাইতে 1 হাজার 945 টাকা, কলকাতায় 1 হাজার 895 টাকা 50 পয়সা ৷ এর আগে 1 মার্চ রান্নার গ্যাসের দামে পরিবর্তন করা হয়েছিল ৷ আর জুলাই মাসের প্রথম দিন বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 7 টাকা করে বেড়েছিল ৷ সেবারও রান্নার গ্যাসে কোনও পরিবর্তন হয়নি ৷

আর পড়ুন: তিন মাস পর ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

মে মাসে তৈল বিপণনকারী সংস্থাগুলি 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 172 টাকা কমিয়েছিল ৷ 1 জুন, সেই দাম 83.50 টাকা কমানো হয় ৷ বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয় 1 হাজার 773 টাকা ৷ এপ্রিল মাসে 91 টাকা 50 পয়সা কমানো হয় ৷ 14.2 কেজি রান্নার গ্যাসের দাম কলকাতায় এখন 1 হাজার 129 টাকা ৷

Last Updated : Aug 1, 2023, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.