ETV Bharat / bharat

26/11-র পনেরো বছর! দগ্ধ স্মৃতি নিয়েই এগিয়ে চলেছে 'মুম্বই মেরি জান' - লস্কর ই তইবা

26/11 Mumabi Terror Attack: আতঙ্কের সকাল দেখেছিল ভারতবাসী ৷ 2008 সালের 26 নভেম্বর ৷ 10 জন লস্কর-ই-তইবা জঙ্গি মুম্বইয়ে হামলা চালিয়ে তছনছ করে দিয়েছিল জনজীবন ৷ চারদিন ধরে তাণ্ডব চলে ৷ মৃত্যু হয় পুলিশকর্মী-সহ বহু সাধারণ মানুষের ৷

ETV Bharat
26 নভেম্বর মুম্বইয়ে এলইটি জঙ্গি হামলার কথা ভোলেনি মানুষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 10:18 AM IST

মুম্বই, 26 নভেম্বর: নদী বা সময়, কেউই থেমে থাকে না ৷ মুম্বই নগরীও যে থেমে নেই। সদা ব্যস্ত বাণিজ্য নগরীকে দেখে বোঝার উপায় নেই কতটা দুর্বিসহ ছিল সেই চার দিন।

সালটা, 2008 । মুম্বই হামলার পর পনেরোটা বছর কেটে গিয়েছে ৷ আজও সেই স্মৃতি দগদগে ঘায়ের মতো জেগে রয়েছে বাণিজ্য নগরীর বুকে ৷ 10 জন লস্কর-ই-তইবা জঙ্গি করাচি থেকে আরব সাগর দিয়ে মুম্বইয়ে ঢোকে ৷ তারপর...

শহরের তাজ মহল প্যালেস হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশন থেকে নারিমান হাউজ, জনপ্রিয় ক্যাফে লিওপোল্ড - বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালায় জঙ্গিরা ৷ এলোপাথাড়ি গুলি, গ্রেনেডে রক্তাক্ত হয়ে ওঠে মুম্বই ৷ প্রাণ গিয়েছে নিরপরাধ মানুষের ৷ চার দিনের জঙ্গি হামলায় 160 জনেরও বেশি আমজনতা এবং পুলিশ কর্মী নিহত হয়েছে ৷ আর আহতের সংখ্যা একশোরও বেশি ৷

  • #WATCH | Delhi | On the 26/11 Mumbai terror attacks' anniversary, Israel's Ambassador to India, Naor Gilon says, "It's a horrendous phenomena when people come into your safe haven, to your houses in Mumbai to disrupt the life, to create panic. They wanted panic, they wanted to… pic.twitter.com/KvT9TZXvTg

    — ANI (@ANI) November 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বইয়ের বুকে সেদিনের জঙ্গি দাপট আজও যেন শহরবাসীর চোখের সামনে জ্বল জ্বল করে। প্রতি বছরই এই দিনটির স্মৃতিতে মুম্বই ফের যেন শপথ নেয় বেঁচে থাকার বা জীবন সংগ্রামের । নানা অনুষ্ঠানে ভরে ওঠে মুম্বই সহ দেশের বিভিন্ন শহর। ছেড়ে যাওয়া মানুষের শোক, সাহসিকতার অনন্য নজির, মুম্বই নিজের অজান্তেই কখন যেন শিক্ষনীয় হয়ে ওঠে গোটা ভারতবাসীর কাছে। মুম্বই হামলা তো শুধু নয় এর আগে বহু বিস্ফোরণ ও মৃত্যুর সাক্ষী থেকেছে এই বাণিজ্য নগরী। তবে, মুম্বই হামলার পর ভারতের পাশে দাঁড়িয়েছে বহু দেশ।

সম্প্রতি ইজরায়েলে লস্কর-ই-তইবাকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত বললেন, "একটা ভয়ঙ্কর ঘটনা ৷ ভারতীয় নাগরিকদের আমার বার্তা, ভারত যেমন সবসময় ইজরায়েলের পাশে থেকেছে, তেমনই আমরাও তাদের পাশে আছি ৷ জঙ্গিদের নিকেশ করতে হলে কোনও যদি বা কিন্তু নেই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন বলেছেন, সন্ত্রাসবাদ সমগ্র বিশ্বের সমস্যা ৷ একে শেষ করতে হলে একে অপরের হাত ধরতে হবে ৷ আমার মনে হয়, ভারত ও ইজরায়েলের বন্ধুত্বে সেটা দেখা যাচ্ছে ৷ আমরা জঙ্গিবাদকে খতম করতে একসঙ্গে কাজ করছি ৷"

সেদিন 10 জন জঙ্গিরা 3টি দলে বিভক্ত হয়ে শহরে ছড়িয়ে পড়ে ৷ জঙ্গি আজমল কাসাভ ছত্রপতি টার্মিনাস রেলওয়ে স্টেশনে সাধারণ মানুষকে লক্ষ করে গুলি চালাতে থাকে ৷ 2012 সালের 21 নভেম্বর 25 বছর বয়সে তাঁর ফাঁসি হয় ৷

মুম্বই আজও গভীর রাতেও আলোকিত । এই নগরী জেগে থাকে রাত থেকে ভোর । দগ্ধ স্মৃতি নিয়েই 'মুম্বই....মেরি জান'।

আরও পড়ুন:

  1. 13th anniversary of 26/11 Attack: 13 বছরেও ফিকে হয়নি মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলা, টুইট অমিত শাহের
  2. রাষ্ট্রসংঘের বৈঠকে 26/11 চক্রী পাক জঙ্গি সাজিদের অডিয়োটেপ শোনাল দিল্লি
  3. "আমি ওই মুখটা কোনওদিনও ভুলতে পারিনি", দেবিকার পোস্টে 26/11-র দগদগে স্মৃতি

মুম্বই, 26 নভেম্বর: নদী বা সময়, কেউই থেমে থাকে না ৷ মুম্বই নগরীও যে থেমে নেই। সদা ব্যস্ত বাণিজ্য নগরীকে দেখে বোঝার উপায় নেই কতটা দুর্বিসহ ছিল সেই চার দিন।

সালটা, 2008 । মুম্বই হামলার পর পনেরোটা বছর কেটে গিয়েছে ৷ আজও সেই স্মৃতি দগদগে ঘায়ের মতো জেগে রয়েছে বাণিজ্য নগরীর বুকে ৷ 10 জন লস্কর-ই-তইবা জঙ্গি করাচি থেকে আরব সাগর দিয়ে মুম্বইয়ে ঢোকে ৷ তারপর...

শহরের তাজ মহল প্যালেস হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশন থেকে নারিমান হাউজ, জনপ্রিয় ক্যাফে লিওপোল্ড - বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালায় জঙ্গিরা ৷ এলোপাথাড়ি গুলি, গ্রেনেডে রক্তাক্ত হয়ে ওঠে মুম্বই ৷ প্রাণ গিয়েছে নিরপরাধ মানুষের ৷ চার দিনের জঙ্গি হামলায় 160 জনেরও বেশি আমজনতা এবং পুলিশ কর্মী নিহত হয়েছে ৷ আর আহতের সংখ্যা একশোরও বেশি ৷

  • #WATCH | Delhi | On the 26/11 Mumbai terror attacks' anniversary, Israel's Ambassador to India, Naor Gilon says, "It's a horrendous phenomena when people come into your safe haven, to your houses in Mumbai to disrupt the life, to create panic. They wanted panic, they wanted to… pic.twitter.com/KvT9TZXvTg

    — ANI (@ANI) November 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বইয়ের বুকে সেদিনের জঙ্গি দাপট আজও যেন শহরবাসীর চোখের সামনে জ্বল জ্বল করে। প্রতি বছরই এই দিনটির স্মৃতিতে মুম্বই ফের যেন শপথ নেয় বেঁচে থাকার বা জীবন সংগ্রামের । নানা অনুষ্ঠানে ভরে ওঠে মুম্বই সহ দেশের বিভিন্ন শহর। ছেড়ে যাওয়া মানুষের শোক, সাহসিকতার অনন্য নজির, মুম্বই নিজের অজান্তেই কখন যেন শিক্ষনীয় হয়ে ওঠে গোটা ভারতবাসীর কাছে। মুম্বই হামলা তো শুধু নয় এর আগে বহু বিস্ফোরণ ও মৃত্যুর সাক্ষী থেকেছে এই বাণিজ্য নগরী। তবে, মুম্বই হামলার পর ভারতের পাশে দাঁড়িয়েছে বহু দেশ।

সম্প্রতি ইজরায়েলে লস্কর-ই-তইবাকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত বললেন, "একটা ভয়ঙ্কর ঘটনা ৷ ভারতীয় নাগরিকদের আমার বার্তা, ভারত যেমন সবসময় ইজরায়েলের পাশে থেকেছে, তেমনই আমরাও তাদের পাশে আছি ৷ জঙ্গিদের নিকেশ করতে হলে কোনও যদি বা কিন্তু নেই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন বলেছেন, সন্ত্রাসবাদ সমগ্র বিশ্বের সমস্যা ৷ একে শেষ করতে হলে একে অপরের হাত ধরতে হবে ৷ আমার মনে হয়, ভারত ও ইজরায়েলের বন্ধুত্বে সেটা দেখা যাচ্ছে ৷ আমরা জঙ্গিবাদকে খতম করতে একসঙ্গে কাজ করছি ৷"

সেদিন 10 জন জঙ্গিরা 3টি দলে বিভক্ত হয়ে শহরে ছড়িয়ে পড়ে ৷ জঙ্গি আজমল কাসাভ ছত্রপতি টার্মিনাস রেলওয়ে স্টেশনে সাধারণ মানুষকে লক্ষ করে গুলি চালাতে থাকে ৷ 2012 সালের 21 নভেম্বর 25 বছর বয়সে তাঁর ফাঁসি হয় ৷

মুম্বই আজও গভীর রাতেও আলোকিত । এই নগরী জেগে থাকে রাত থেকে ভোর । দগ্ধ স্মৃতি নিয়েই 'মুম্বই....মেরি জান'।

আরও পড়ুন:

  1. 13th anniversary of 26/11 Attack: 13 বছরেও ফিকে হয়নি মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলা, টুইট অমিত শাহের
  2. রাষ্ট্রসংঘের বৈঠকে 26/11 চক্রী পাক জঙ্গি সাজিদের অডিয়োটেপ শোনাল দিল্লি
  3. "আমি ওই মুখটা কোনওদিনও ভুলতে পারিনি", দেবিকার পোস্টে 26/11-র দগদগে স্মৃতি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.