ETV Bharat / bharat

Independence Special : কালেক্টরকে হত্যা করে মাত্র পঁচিশেই দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন তামিলনাড়ুর বাঞ্চি - Collector Robert William de'Escort Ashe was shot by Vanchinatha Iyer

তালিমনাড়ুর মানিয়াচ্চি জংশনে ট্রেনের মধ্যে বিপ্লবী বাঞ্চিনাথনের গুলিতে নিহত হন তিরুনেলভেলির কালেক্টর রবার্ট উইলিয়াম দি এসকর্ট অ্যাশ (Vanchinathan shot Collector Robert William de'Escor) ৷ তারপর তিনি নিজেও আত্মঘাতী হন ৷ ঘটনাটি ঘটে 1911 সালে ৷ মাত্র 25 বছর বয়সে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন তামিলনাড়ুর সেনগোট্টাইয়ের এই যুবক ৷

Independence Special Story
মাত্র 25 বছর বয়সেই দেশেকে প্রাণ উৎসর্গ করেন তামিলনাড়ুর সেনগোট্টাইয়ের বাঞ্চি
author img

By

Published : Dec 19, 2021, 6:04 AM IST

Updated : Dec 19, 2021, 12:13 PM IST

চেন্নাই, 19 ডিসেম্বর : 1911 সালের 17 জুলাই ৷ তিরুনেলভেলির তৎকালীন কালেক্টর রবার্ট উইলিয়াম দি এসকর্ট অ্যাশ এবং তাঁর স্ত্রী মেরি যাচ্ছিলেন কোদাইকানাল ৷ সেখানে পড়াশোনা করত তাঁদের সন্তানরা ৷ তাদের দেখতেই যাচ্ছিলেন তাঁরা ৷ ফার্স্ট ক্লাস কোচে নিশ্চিন্তে রওনা দিয়েছিলেন ৷ বোট মেল সংযোগের জন্য মানিয়াচ্চি জংশনে দাঁড়ায় ট্রেন ৷ কালেক্টরের দেহরক্ষী জল আনতে নিচে যান ৷ আচমকা কোচে উঠে আসেন এক যুবক ৷ তখন স্ত্রীর সঙ্গে গল্পে মশগুল রবার্ট অ্যাশ ৷ তাঁকে লক্ষ্য করে গুলি চালালেন ওই যুবক (Vanchinathan shot Collector Robert William de'Escor) ৷ তড়িঘড়ি কোচ থেকে নেমে পালালেন ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ইংরেজ কালেক্টরের ৷ আর পরে ওই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় রেলওয়ে স্টেশনের টয়লেটে ৷ ইংরেজ কালেক্টরকে গুলি করার পর নিজে আত্মঘাতী হন তিনি ৷ দেশের জন্য 25 বছর বয়সে আত্মত্যাগ করা সেই বিপ্লবী হলেন বাঞ্চিনাথন ৷

জন্মভূমি সেনগোট্টাই শহরে স্কুলজীবন কাটে বাঞ্চিনাথনের (Reactionary Vanchinatha Iyer) ৷ এরপর কলেজের পড়াশোনা করেন তিরুবানন্তপুরমে ৷ স্বাধীনতার জন্য লড়াইয়ে নিজেকে উৎসর্গ করে ফরেস্ট গার্ডের চাকরি ছাড়েন ৷ সশস্ত্র বিপ্লবের পথ বেছে নেন তিনি ৷ পুদুচেরিতে ভিভিএস আইয়ারের ভারত মাতা সংগঠনে তিনি অস্ত্র চালানোর কৌশল শেখেন ৷

স্বাধীনতার জন্য বিপ্লব যখন ক্রমশ বাড়ছে , তখন তিরুনেলভেলিতে কালেক্টর হিসেবে আসেন রবার্ট অ্যাশ ৷ তাঁর প্রধান কাজ হল বিপ্লব দমন করা ৷ আর সেজন্য ভি.ও চিদম্বরমের জাহাজ কোম্পানি তাঁর অন্যতম টার্গেট হয়ে ওঠে ৷ রবার্ট অ্যাশকে হত্যার পিছনে এটা একটা অন্যতম কারণ ৷

মাত্র 25 বছর বয়সেই দেশেকে প্রাণ উৎসর্গ করেন তামিলনাড়ুর সেনগোট্টাইয়ের বাঞ্চি

ভারতের স্বাধীনতার ইতিহাসে বাঞ্চিনাথনের সংগ্রাম তেমনভাবে উল্লেখ নেই ৷ এর অন্যতম কারণ তাঁর সুইসাইড নোট ৷ সনাতন ধর্ম রক্ষার জন্যই রবার্ট অ্যাশকে তিনি মেরেছেন বলে উল্লেখ করেছেন ৷ ওই সুইসাইড নোটে লেখা ছিল, ইংরেজ শত্রুরা আমাদের সনাতন ধর্মকে শেষ করছে ৷ শূকরের মাংস খাওয়া পঞ্চম জর্জকে সিংহাসনে বসিয়ে সেই চেষ্টা করে যাচ্ছে ৷ এই ব্রিটিশ শাসন হটিয়ে দেশকে মুক্ত করতে হবে ৷ আমরা 3 হাজার মাদ্রাজি প্রস্তুত হচ্ছি ৷ আমি তার মধ্যে সর্বকনিষ্ঠ ৷ পঞ্চম জর্জ ভারতে এলেই তাঁকে হত্যা করা হবে ৷

বাঞ্চিনাথনের এই আত্মবলিদানকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রাক্তন সাংসদ কুমারী আনন্দনের উদ্যোগে মানিয়াচি রেলওয়ে স্টেশনের নাম হয় বাঞ্চি মানিয়াচি ৷ তামিলনাড়ু সরকার সেনগোট্টাইয়ে তাঁর একটি মূর্তি স্থাপন করে এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ করে ৷

আরও পড়ুন : 75 years of Independence : ভারতকে জানতে হলে ঘুরতে হবে চাঁদনি চকের অলিগলি

চেন্নাই, 19 ডিসেম্বর : 1911 সালের 17 জুলাই ৷ তিরুনেলভেলির তৎকালীন কালেক্টর রবার্ট উইলিয়াম দি এসকর্ট অ্যাশ এবং তাঁর স্ত্রী মেরি যাচ্ছিলেন কোদাইকানাল ৷ সেখানে পড়াশোনা করত তাঁদের সন্তানরা ৷ তাদের দেখতেই যাচ্ছিলেন তাঁরা ৷ ফার্স্ট ক্লাস কোচে নিশ্চিন্তে রওনা দিয়েছিলেন ৷ বোট মেল সংযোগের জন্য মানিয়াচ্চি জংশনে দাঁড়ায় ট্রেন ৷ কালেক্টরের দেহরক্ষী জল আনতে নিচে যান ৷ আচমকা কোচে উঠে আসেন এক যুবক ৷ তখন স্ত্রীর সঙ্গে গল্পে মশগুল রবার্ট অ্যাশ ৷ তাঁকে লক্ষ্য করে গুলি চালালেন ওই যুবক (Vanchinathan shot Collector Robert William de'Escor) ৷ তড়িঘড়ি কোচ থেকে নেমে পালালেন ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ইংরেজ কালেক্টরের ৷ আর পরে ওই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় রেলওয়ে স্টেশনের টয়লেটে ৷ ইংরেজ কালেক্টরকে গুলি করার পর নিজে আত্মঘাতী হন তিনি ৷ দেশের জন্য 25 বছর বয়সে আত্মত্যাগ করা সেই বিপ্লবী হলেন বাঞ্চিনাথন ৷

জন্মভূমি সেনগোট্টাই শহরে স্কুলজীবন কাটে বাঞ্চিনাথনের (Reactionary Vanchinatha Iyer) ৷ এরপর কলেজের পড়াশোনা করেন তিরুবানন্তপুরমে ৷ স্বাধীনতার জন্য লড়াইয়ে নিজেকে উৎসর্গ করে ফরেস্ট গার্ডের চাকরি ছাড়েন ৷ সশস্ত্র বিপ্লবের পথ বেছে নেন তিনি ৷ পুদুচেরিতে ভিভিএস আইয়ারের ভারত মাতা সংগঠনে তিনি অস্ত্র চালানোর কৌশল শেখেন ৷

স্বাধীনতার জন্য বিপ্লব যখন ক্রমশ বাড়ছে , তখন তিরুনেলভেলিতে কালেক্টর হিসেবে আসেন রবার্ট অ্যাশ ৷ তাঁর প্রধান কাজ হল বিপ্লব দমন করা ৷ আর সেজন্য ভি.ও চিদম্বরমের জাহাজ কোম্পানি তাঁর অন্যতম টার্গেট হয়ে ওঠে ৷ রবার্ট অ্যাশকে হত্যার পিছনে এটা একটা অন্যতম কারণ ৷

মাত্র 25 বছর বয়সেই দেশেকে প্রাণ উৎসর্গ করেন তামিলনাড়ুর সেনগোট্টাইয়ের বাঞ্চি

ভারতের স্বাধীনতার ইতিহাসে বাঞ্চিনাথনের সংগ্রাম তেমনভাবে উল্লেখ নেই ৷ এর অন্যতম কারণ তাঁর সুইসাইড নোট ৷ সনাতন ধর্ম রক্ষার জন্যই রবার্ট অ্যাশকে তিনি মেরেছেন বলে উল্লেখ করেছেন ৷ ওই সুইসাইড নোটে লেখা ছিল, ইংরেজ শত্রুরা আমাদের সনাতন ধর্মকে শেষ করছে ৷ শূকরের মাংস খাওয়া পঞ্চম জর্জকে সিংহাসনে বসিয়ে সেই চেষ্টা করে যাচ্ছে ৷ এই ব্রিটিশ শাসন হটিয়ে দেশকে মুক্ত করতে হবে ৷ আমরা 3 হাজার মাদ্রাজি প্রস্তুত হচ্ছি ৷ আমি তার মধ্যে সর্বকনিষ্ঠ ৷ পঞ্চম জর্জ ভারতে এলেই তাঁকে হত্যা করা হবে ৷

বাঞ্চিনাথনের এই আত্মবলিদানকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রাক্তন সাংসদ কুমারী আনন্দনের উদ্যোগে মানিয়াচি রেলওয়ে স্টেশনের নাম হয় বাঞ্চি মানিয়াচি ৷ তামিলনাড়ু সরকার সেনগোট্টাইয়ে তাঁর একটি মূর্তি স্থাপন করে এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ করে ৷

আরও পড়ুন : 75 years of Independence : ভারতকে জানতে হলে ঘুরতে হবে চাঁদনি চকের অলিগলি

Last Updated : Dec 19, 2021, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.