ETV Bharat / bharat

Cockroach Found in Dal: এইমস-এর ডালে মিলল আরশোলা, কাঠগড়ায় দেশের প্রথমসারির হাসপাতাল - এইমসের খাবারের মান নিয়ে প্রশ্ন

অস্ত্রোপচারের পর শিশুকে খাওয়ার জন্য ডাল দেওয়া হয়েছিল (Cockroach found in pulse served to child) ৷ সেই ডালেই মিলল আরশোলা ৷ ঘটনার পরই দেশের প্রথমসারির হাসপাতালের খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছে ৷ দিল্লি এইমসের এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ৷

Cockroach Found in Dal
ETV Bharat
author img

By

Published : Nov 15, 2022, 9:58 AM IST

Updated : Nov 15, 2022, 12:10 PM IST

নয়াদিল্লি, 15 নভেম্বর: রোগীকে পরিবেশন করা খাবারে আরশোলা ৷ ঘটনাটি ঘটেছে দিল্লি এইমস'য়ে ৷ দেশের প্রথমসারির হাসপাতালের এই ঘটনা ঘটায় খাবারের মান নিয়েও প্রশ্ন উঠেছে ৷ সম্প্রতি টুইটারে এক ব্যক্তি একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ যেখানে দেখা গিয়েছে হাসপাতালে চিকিৎসাধীন একটি শিশুকে খাবার পরিবেশন করা হয়েছে ৷ এইমস হাসপাতালের ওই খাবারেই মিলেছে আরশোলা ৷ ইতিমধ্যেই শিুশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৷

এইমসে চিকিৎসাধীন ওই শিশুর মায়ের অভিযোগ, তাঁর চার বছরের শিশুর পেটে সদ্য অস্ত্রোপচার হয়েছে ৷ তার আটদিন পরে শিশুটিকে চিকিৎসকের পরমর্শে মুসুর ডাল ও দই খেতে দেওয়া হয়েছিল হাসপাতালের চিকিৎসকের পরামর্শে ৷ সেই ডালে একটি আরশোলা দেখতে পান শিশুটির মা ৷ বিষয়টি নজরে আসতেই তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান ৷ এইমসের (All India Institute of Medical Sciences) মতো হাসপাতালের এই ঘটনায় খুবই দুঃখজনক ৷ পরিবারের পক্ষ থেকে অভিযোগ, আরশোলাটি শিশুর মায়ের নজর পড়ে যাওয়ায় শিশুটি বড়সড় সংক্রমণ থেকে রক্ষা পেয়েছে ৷

আরও পড়ুন: ম্যাঙ্গালোর থেকেই পথ চলা শুরু হয়েছিল পুলিশের খাঁকি উর্দির

তবে এই নিয়ে এইমস কর্তৃপক্ষের কাছে ওই রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও, হাসপাতাল কতৃপক্ষ কিছু বলেনি ৷ তবে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আধিকারিকরা ৷

নয়াদিল্লি, 15 নভেম্বর: রোগীকে পরিবেশন করা খাবারে আরশোলা ৷ ঘটনাটি ঘটেছে দিল্লি এইমস'য়ে ৷ দেশের প্রথমসারির হাসপাতালের এই ঘটনা ঘটায় খাবারের মান নিয়েও প্রশ্ন উঠেছে ৷ সম্প্রতি টুইটারে এক ব্যক্তি একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ যেখানে দেখা গিয়েছে হাসপাতালে চিকিৎসাধীন একটি শিশুকে খাবার পরিবেশন করা হয়েছে ৷ এইমস হাসপাতালের ওই খাবারেই মিলেছে আরশোলা ৷ ইতিমধ্যেই শিুশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৷

এইমসে চিকিৎসাধীন ওই শিশুর মায়ের অভিযোগ, তাঁর চার বছরের শিশুর পেটে সদ্য অস্ত্রোপচার হয়েছে ৷ তার আটদিন পরে শিশুটিকে চিকিৎসকের পরমর্শে মুসুর ডাল ও দই খেতে দেওয়া হয়েছিল হাসপাতালের চিকিৎসকের পরামর্শে ৷ সেই ডালে একটি আরশোলা দেখতে পান শিশুটির মা ৷ বিষয়টি নজরে আসতেই তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান ৷ এইমসের (All India Institute of Medical Sciences) মতো হাসপাতালের এই ঘটনায় খুবই দুঃখজনক ৷ পরিবারের পক্ষ থেকে অভিযোগ, আরশোলাটি শিশুর মায়ের নজর পড়ে যাওয়ায় শিশুটি বড়সড় সংক্রমণ থেকে রক্ষা পেয়েছে ৷

আরও পড়ুন: ম্যাঙ্গালোর থেকেই পথ চলা শুরু হয়েছিল পুলিশের খাঁকি উর্দির

তবে এই নিয়ে এইমস কর্তৃপক্ষের কাছে ওই রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও, হাসপাতাল কতৃপক্ষ কিছু বলেনি ৷ তবে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আধিকারিকরা ৷

Last Updated : Nov 15, 2022, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.