ETV Bharat / bharat

IED Blast in Jharkhand: ঝাড়খণ্ডের সিংভূমে আইইডি বিস্ফোরণ, আহত কোবরা কমান্ডো - আইইডি বিস্ফোরণ

শনিবার পশ্চিম সিংভূমের নকশাল প্রভাবিত অঞ্চলে আইইডি বিস্ফোরণ হল (IED Blast in Jharkhand) ৷ তল্লাশি অভিযান চালানোর সময় সিআরপিএফ-এর কোবরা কমান্ডো আহত হয়েছেন । তাঁকে চিকিৎসার জন্য এয়ারলিফট করে সেরাঞ্চিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

IED Blast in Jharkhand
IED Blast in Jharkhand
author img

By

Published : Dec 10, 2022, 1:46 PM IST

Updated : Dec 10, 2022, 2:19 PM IST

চাইবাসা (ঝাড়খণ্ড), 10 ডিসেম্বর: শনিবার ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণ ৷ এই ঘটনায় আহত হয়েছেন 1 কোবরা কমান্ডো । পশ্চিম সিংভূম জেলার (West Singbhum of Jharkhand) রেংরা এলাকায় ঘটেছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণটি ৷ আহত ব্যক্তি কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন (কোবরা)-এর বিশেষ বাহিনীর সদস্য ৷ তিনি পায়ে আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে (CoBRA commando injured at IED Blast in Jharkhand) ।

পশ্চিম সিংভূমের নকশাল প্রভাবিত অঞ্চলে তল্লাশি অভিযান চালানোর সময় সিআরপিএফ-এর কোবরা কমান্ডো (CoBRA commando) আহত হন । কোবরা বাহিনী হল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) একটি অবিচ্ছেদ্য অঙ্গ ৷ যেখান থেকে এর সৈন্যদের নির্বাচন করা হয় ।

আরও পড়ুন: তরন তারনের পুলিশ স্টেশনে রকেট লঞ্চার হামলা !

ঝাড়খণ্ডের বারকেলা এলাকায় তল্লাশি অভিযান (search operation) চালাচ্ছিল বাহিনী । সিআরপিএফ সৈন্যরা নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী) এর কিছু সদস্যকে অস্ত্র শূন্য করার চেষ্টা করছিল । এর মধ্যেই আইইডি বিস্ফোরণটি ঘটে । তাতেই আহত হন কোবরা কমান্ডো ৷ এরপরেই তাঁকে চিকিৎসার জন্য এয়ারলিফট করে সেরাঞ্চিতে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর ।

চাইবাসা (ঝাড়খণ্ড), 10 ডিসেম্বর: শনিবার ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণ ৷ এই ঘটনায় আহত হয়েছেন 1 কোবরা কমান্ডো । পশ্চিম সিংভূম জেলার (West Singbhum of Jharkhand) রেংরা এলাকায় ঘটেছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণটি ৷ আহত ব্যক্তি কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন (কোবরা)-এর বিশেষ বাহিনীর সদস্য ৷ তিনি পায়ে আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে (CoBRA commando injured at IED Blast in Jharkhand) ।

পশ্চিম সিংভূমের নকশাল প্রভাবিত অঞ্চলে তল্লাশি অভিযান চালানোর সময় সিআরপিএফ-এর কোবরা কমান্ডো (CoBRA commando) আহত হন । কোবরা বাহিনী হল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) একটি অবিচ্ছেদ্য অঙ্গ ৷ যেখান থেকে এর সৈন্যদের নির্বাচন করা হয় ।

আরও পড়ুন: তরন তারনের পুলিশ স্টেশনে রকেট লঞ্চার হামলা !

ঝাড়খণ্ডের বারকেলা এলাকায় তল্লাশি অভিযান (search operation) চালাচ্ছিল বাহিনী । সিআরপিএফ সৈন্যরা নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী) এর কিছু সদস্যকে অস্ত্র শূন্য করার চেষ্টা করছিল । এর মধ্যেই আইইডি বিস্ফোরণটি ঘটে । তাতেই আহত হন কোবরা কমান্ডো ৷ এরপরেই তাঁকে চিকিৎসার জন্য এয়ারলিফট করে সেরাঞ্চিতে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর ।

Last Updated : Dec 10, 2022, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.