লখনউ, 10 অক্টোবর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের প্রয়াণে উত্তরপ্রদেশে তিনদিনের শোক ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath Declares Three Days Mourning) ৷ এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ তাঁর পূর্বসূরীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন (Three Days Mourning in Uttar Pradesh) ৷ সেই সঙ্গে যোগী জানিয়েছেন, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷ মুলায়মের পুত্র তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই টুইটে শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ।
এ দিন মুলায়মের প্রয়াণে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘‘একটি যুগের অবসান ঘটল ৷ এমন একজন নেতা যিনি পরিশ্রম এবং সমাজতান্ত্রিক চিন্তাধারায় বিশ্বাস করতেন ৷’’ উত্তরপ্রদেশ বিধানসভার সতীশ মহানা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী যোগীর 3 দিনের শোক ঘোষণার পরেই সমস্ত সরকারি দফতরে থাকা জাতীয় পতাকা অর্ধনমিত করে দেওয়া হয়েছে ৷ যোগী জানিয়েছেন, প্রয়াত মুলায়ম সিং যাদবের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে ৷
আরও পড়ুন: প্রয়াত মুলায়ম সিং যাদব, বয়স হয়েছিল 82 বছর
প্রসঙ্গত, আজ সকাল 8টা 16 মিনিটে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিশ্বাসত্যাগ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর ৷ বয়স জনিত কারণে গত 22 অগস্ট থেকে তিনি গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ 1 অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয় ৷ তবে, শেষ রক্ষা হয়নি ৷ আজ সকালে মারা যান বর্তমান ভারতীয় রাজনীতির ‘নেতাজি’ ।