ETV Bharat / bharat

Mamata-Stalin Meet: চেন্নাই সফরে মুখ্যমন্ত্রী, মমতা-স্তালিন সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা

আগামিকাল চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ সরকারি আমন্ত্রণে সেখানে গিয়ে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিনের সঙ্গে দেখা করবেন ৷ দেশের দু'প্রান্তের বিজেপি বিরোধী দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে কী কথা হবে (BJP Opposition TMC and DMK) ?

Mamata Banerjee and M K Stalin
ETV Bharat
author img

By

Published : Nov 1, 2022, 2:00 PM IST

Updated : Nov 1, 2022, 2:28 PM IST

কলকাতা, 1 নভেম্বর: এক ঢিলে দুই পাখি । বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশণের আমন্ত্রণে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শোনা যাচ্ছে, দক্ষিণে পৌঁছে সর্বভারতীয় ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সঙ্গে বিজেপি-বিরোধী জোট তৈরি নিয়ে বৈঠক করতে পারেন তিনি (Speculation over Mamata Banerjee and MK Stalin meet) ।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই সফরে ডিএমকে সুপ্রিমো স্তালিনের সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী । যদিও এই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে দু'পক্ষের তরফ থেকে আগেভাগে তেমন কিছু আভাস পাওয়া যায়নি । তবে, দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনা হবে না, এই সম্ভাবনা ক্ষীণ । স্বভাবতই, স্তালিন-মমতা সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হচ্ছে ।

অতীতেও পূর্ব ও দক্ষিণের দু'টি অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের আলোচনায় জাতীয় স্তরে আঞ্চলিক দলগুলির জোট প্রসঙ্গ উঠেছে । রাষ্ট্রপতি নির্বাচনের আগেও মমতা ও স্তালিনের মধ্যে একপ্রস্থ কথা হয়েছিল । প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে আগেই 'আঞ্চলিক জোটের' ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "আমি চাই 2024-এর মধ্যে দেশের সব আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হোক, লড়াই করুক এবং বিজেপিকে পরাজিত করুক ।"

আরও পড়ুন: রাজ্যপাল ইস্যুতে মমতা-স্তালিন ফোনালাপ, শীঘ্রই বিরোধী মুখ্যমন্ত্রীদের বৈঠক

2 নভেম্বর, আগামিকাল এই দুই শীর্ষ নেতা মুখোমুখি হলে জাতীয় রাজনীতিতে কোনও তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয় কি না, তা দেখার । যদিও মমতা এবং স্তালিনের সাক্ষাতের খবর প্রকাশে আসতেই তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা স্তালিনের সঙ্গে বৈঠক করছেন, করুন । আগেই তো ধর্মতলায় নিয়ে এসে মহাজোট গঠন করেছিলেন । প্রধানমন্ত্রী হওয়ার জন্য হাত মিলিয়েছিলেন, চপও খাইয়েছিলেন । চাইলে আরও একবার চেষ্টা করে দেখতে পারেন । কিন্তু বাস্তবে সেই মহাজোট আর হবে না ।"

যদিও বিজেপির রাজ্য সভাপতিকে পালটা জবাব দিয়েছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র তাপস রায় । তিনি বলেন, "দিলীপবাবু-সুকান্ত বাবুরা এখন সব ভবিষ্যৎদ্রষ্টা হয়েছেন । আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের কারণে ভয় পেয়েছে বিজেপি । দু'জন দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতা বৈঠক করতেই পারেন । এতে ভীত হওয়ার কারণ কী ! আসলে বিজেপি নেতারা বুঝতে পারছেন, তাঁরা যতই ডবল ইঞ্জিনের কথা বলছেন ৷ কিন্তু যত সময় যাচ্ছে, তাঁদের আসল চেহারা বেরিয়ে পড়ছে ।"

আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দেশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক রাজনৈতিক দল নিজের নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে ৷ সম্প্রতি কংগ্রসের সভাপতি নির্বাচন হয়েছে এবং অশীতিপর প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে দলের প্রধান হয়েছেন ৷ রাহুল গান্ধির নেতৃত্বে চলছে 'ভারত জোড়ো যাত্রা' ৷ তাই বলা যায়, বিজেপিকে হারাতে দেশের প্রাচীনতম ও বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেস খানিকটা গা ঝাড়া দিয়ে উঠেছে ৷ কংগ্রেসের সঙ্গে দক্ষিণের সমীকরণ উত্তরের তুলনায় অনেকটাই আলাদা ৷ রাহুল গান্ধি নিজে কেরলের ওয়েনাড় কেন্দ্রের সাংসদ ৷ ডিএমকে প্রধান এমকে স্তালিনের সঙ্গেও কংগ্রেসের বোঝাপড়া খুব একটা খারাপ নয় ৷

অন্যদিকে বিগত এক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের দূরত্ব আরও বেড়েছে ৷ বিজেপিকে হারাতে বিরোধী দলগুলির মধ্যে 'প্রধান বিরোধী দল' কে হবে, তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে ৷ একদিকে কংগ্রেস, অন্যদিকে বিহারে নীতিশ-লালুর জেডিইউ-আরজেডি, দিল্লি, পঞ্জাবে কেজরিওয়ালের আপ, মহারাষ্ট্রে এনসিপি-কংগ্রেস, শিবসেনা, কেরলে বামপন্থী সিপিআই(এম), তেলেঙ্গানায় টিআরএস, কংগ্রেস মাঠে নেমেছে ৷ 2024-এর ঠিক আগে বিজেপিকে হারাতে কে কার সঙ্গে জোট বাঁধবে (BJP Opposition coalition), নাকি একাই লড়বে ? স্তালিনের সঙ্গে তৃণমূল সুপ্রিমোর আলোচনায় এ প্রসঙ্গ ওঠার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷

আরও পড়ুন: মমতার জয়ে উচ্ছ্বসিত অখিলেশ-স্ট্যালিনরা, টুইটারে শুভেচ্ছাবার্তা

কলকাতা, 1 নভেম্বর: এক ঢিলে দুই পাখি । বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশণের আমন্ত্রণে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শোনা যাচ্ছে, দক্ষিণে পৌঁছে সর্বভারতীয় ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সঙ্গে বিজেপি-বিরোধী জোট তৈরি নিয়ে বৈঠক করতে পারেন তিনি (Speculation over Mamata Banerjee and MK Stalin meet) ।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই সফরে ডিএমকে সুপ্রিমো স্তালিনের সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী । যদিও এই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে দু'পক্ষের তরফ থেকে আগেভাগে তেমন কিছু আভাস পাওয়া যায়নি । তবে, দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনা হবে না, এই সম্ভাবনা ক্ষীণ । স্বভাবতই, স্তালিন-মমতা সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হচ্ছে ।

অতীতেও পূর্ব ও দক্ষিণের দু'টি অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের আলোচনায় জাতীয় স্তরে আঞ্চলিক দলগুলির জোট প্রসঙ্গ উঠেছে । রাষ্ট্রপতি নির্বাচনের আগেও মমতা ও স্তালিনের মধ্যে একপ্রস্থ কথা হয়েছিল । প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে আগেই 'আঞ্চলিক জোটের' ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "আমি চাই 2024-এর মধ্যে দেশের সব আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হোক, লড়াই করুক এবং বিজেপিকে পরাজিত করুক ।"

আরও পড়ুন: রাজ্যপাল ইস্যুতে মমতা-স্তালিন ফোনালাপ, শীঘ্রই বিরোধী মুখ্যমন্ত্রীদের বৈঠক

2 নভেম্বর, আগামিকাল এই দুই শীর্ষ নেতা মুখোমুখি হলে জাতীয় রাজনীতিতে কোনও তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয় কি না, তা দেখার । যদিও মমতা এবং স্তালিনের সাক্ষাতের খবর প্রকাশে আসতেই তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা স্তালিনের সঙ্গে বৈঠক করছেন, করুন । আগেই তো ধর্মতলায় নিয়ে এসে মহাজোট গঠন করেছিলেন । প্রধানমন্ত্রী হওয়ার জন্য হাত মিলিয়েছিলেন, চপও খাইয়েছিলেন । চাইলে আরও একবার চেষ্টা করে দেখতে পারেন । কিন্তু বাস্তবে সেই মহাজোট আর হবে না ।"

যদিও বিজেপির রাজ্য সভাপতিকে পালটা জবাব দিয়েছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র তাপস রায় । তিনি বলেন, "দিলীপবাবু-সুকান্ত বাবুরা এখন সব ভবিষ্যৎদ্রষ্টা হয়েছেন । আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের কারণে ভয় পেয়েছে বিজেপি । দু'জন দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতা বৈঠক করতেই পারেন । এতে ভীত হওয়ার কারণ কী ! আসলে বিজেপি নেতারা বুঝতে পারছেন, তাঁরা যতই ডবল ইঞ্জিনের কথা বলছেন ৷ কিন্তু যত সময় যাচ্ছে, তাঁদের আসল চেহারা বেরিয়ে পড়ছে ।"

আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দেশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক রাজনৈতিক দল নিজের নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে ৷ সম্প্রতি কংগ্রসের সভাপতি নির্বাচন হয়েছে এবং অশীতিপর প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে দলের প্রধান হয়েছেন ৷ রাহুল গান্ধির নেতৃত্বে চলছে 'ভারত জোড়ো যাত্রা' ৷ তাই বলা যায়, বিজেপিকে হারাতে দেশের প্রাচীনতম ও বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেস খানিকটা গা ঝাড়া দিয়ে উঠেছে ৷ কংগ্রেসের সঙ্গে দক্ষিণের সমীকরণ উত্তরের তুলনায় অনেকটাই আলাদা ৷ রাহুল গান্ধি নিজে কেরলের ওয়েনাড় কেন্দ্রের সাংসদ ৷ ডিএমকে প্রধান এমকে স্তালিনের সঙ্গেও কংগ্রেসের বোঝাপড়া খুব একটা খারাপ নয় ৷

অন্যদিকে বিগত এক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের দূরত্ব আরও বেড়েছে ৷ বিজেপিকে হারাতে বিরোধী দলগুলির মধ্যে 'প্রধান বিরোধী দল' কে হবে, তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে ৷ একদিকে কংগ্রেস, অন্যদিকে বিহারে নীতিশ-লালুর জেডিইউ-আরজেডি, দিল্লি, পঞ্জাবে কেজরিওয়ালের আপ, মহারাষ্ট্রে এনসিপি-কংগ্রেস, শিবসেনা, কেরলে বামপন্থী সিপিআই(এম), তেলেঙ্গানায় টিআরএস, কংগ্রেস মাঠে নেমেছে ৷ 2024-এর ঠিক আগে বিজেপিকে হারাতে কে কার সঙ্গে জোট বাঁধবে (BJP Opposition coalition), নাকি একাই লড়বে ? স্তালিনের সঙ্গে তৃণমূল সুপ্রিমোর আলোচনায় এ প্রসঙ্গ ওঠার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷

আরও পড়ুন: মমতার জয়ে উচ্ছ্বসিত অখিলেশ-স্ট্যালিনরা, টুইটারে শুভেচ্ছাবার্তা

Last Updated : Nov 1, 2022, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.