ETV Bharat / bharat

Mamata Stalin Talk on Governor : রাজ্যপাল ইস্যুতে মমতা-স্তালিন ফোনালাপ, শীঘ্রই বিরোধী মুখ্যমন্ত্রীদের বৈঠক - anti-NEET bill

রাজ্যপাল ইস্যুতে ঐক্যবদ্ধ হচ্ছে বিজেপি বিরোধী শিবির ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় ও মমতা বন্দ্যোপাধ্যায় সংঘাত তুঙ্গে ৷ অন্যদিকে তামিলনাড়ুর আরএন রবির বনাম স্তালিন (Mamata Stalin Talk on Governor ) ৷

Mamata talks to Stalin over Governor
রাজ্যপাল ইস্যুতে মমতা-স্তালিন ফোনালাপ
author img

By

Published : Feb 14, 2022, 9:39 AM IST

চেন্নাই, 14 ফেব্রুয়ারি : রাজ্যপাল ইস্যুতে তৃণমূল সুপ্রিমোর পাশে ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ৷ ‘গৈরিক’ রাজ্যপালের বিরুদ্ধে একজোট দুই মুখ্যমন্ত্রী ৷ রাজ্যপালকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে ৷ নিজেই টুইটে এ বিষয়টি জানিয়েছে স্তালিন (CM Mamata Banerjee calls Tamil Nadu CM Mk Stalin over Governor issue) ৷

প্রথম টুইট করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu CM Mk Stalin) রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রিয় দিদি বলে সম্বোধন করে লেখেন, "প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন ৷ রাজ্যপাল নির্লজ্জ ভাবে ক্ষমতার অপব্যবহার করছেন ৷ সে বিষয়ে তাঁর দুশ্চিন্তা, ক্ষোভের কথা আমাকে বলেন ৷ বিজেপি ছাড়া অন্য দল ক্ষমতায় রয়েছে, এমন রাজ্যগুলিতে রাজ্যপালেরা এসব করছেন ৷ তিনি বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করার পরামর্শ দিয়েছেন ৷"

আরও পড়ুন : Dhankhar Challenge Mamata : কটূক্তিকে ভয় পাই না, মমতাকে পালটা চ্যালেঞ্জ ধনকড়ের

  • Beloved Didi @MamataOfficial telephoned me to share her concern and anguish on the Constitutional overstepping and brazen misuse of power by the Governors of non-BJP ruled states. She suggested for a meeting of Opposition CMs. (1/2)

    — M.K.Stalin (@mkstalin) February 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রস্তাবে স্তালিন সম্মতি জানিয়েছেন ৷ সে বিষয়ে আরেকটি টুইট করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী লেখেন, "আমি তাঁকে আশ্বস্ত করেছি, ডিএমকে রাজ্যের স্বায়ত্তশাসনের (State autonomy) প্রতি দায়বদ্ধ এবং তাকে গুরুত্ব দেয় ৷ এ প্রসঙ্গে বিরোধী দলের মুখ্য়মন্ত্রীরা খুব শিগগিরি দিল্লিতে একটি বৈঠকে বসবেন ৷"

এদিন স্তালিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের 'প্রোরোগ' সিদ্ধান্তের সমালোচনা করেন ৷ তিনি জানান, পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশন এভাবে 'প্রোরোগ' করাটা রীতির বাইরে ৷ এটা সব প্রচলিত নিয়মনীতির বিরুদ্ধে ৷

  • The act of #WestBengal Governor to prorogue the WB Assembly Session is without any propriety expected from the exalted post and goes against the established norms and conventions. (1/2)

    — M.K.Stalin (@mkstalin) February 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল (West Bengal Governor Jagdeep Dhankar) যুদ্ধের আবহে তামিলনাড়ুতেও একই পরিস্থিতি ৷ সেখানে নিট-বিরোধী বিল (anti-NEET bill) নিয়ে রাজ্যপাল আরএন রবির (TN Governor RN Ravi) সঙ্গে বিতর্কে জড়িয়েছেন স্তালিন ৷

চেন্নাই, 14 ফেব্রুয়ারি : রাজ্যপাল ইস্যুতে তৃণমূল সুপ্রিমোর পাশে ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ৷ ‘গৈরিক’ রাজ্যপালের বিরুদ্ধে একজোট দুই মুখ্যমন্ত্রী ৷ রাজ্যপালকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে ৷ নিজেই টুইটে এ বিষয়টি জানিয়েছে স্তালিন (CM Mamata Banerjee calls Tamil Nadu CM Mk Stalin over Governor issue) ৷

প্রথম টুইট করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu CM Mk Stalin) রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রিয় দিদি বলে সম্বোধন করে লেখেন, "প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন ৷ রাজ্যপাল নির্লজ্জ ভাবে ক্ষমতার অপব্যবহার করছেন ৷ সে বিষয়ে তাঁর দুশ্চিন্তা, ক্ষোভের কথা আমাকে বলেন ৷ বিজেপি ছাড়া অন্য দল ক্ষমতায় রয়েছে, এমন রাজ্যগুলিতে রাজ্যপালেরা এসব করছেন ৷ তিনি বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করার পরামর্শ দিয়েছেন ৷"

আরও পড়ুন : Dhankhar Challenge Mamata : কটূক্তিকে ভয় পাই না, মমতাকে পালটা চ্যালেঞ্জ ধনকড়ের

  • Beloved Didi @MamataOfficial telephoned me to share her concern and anguish on the Constitutional overstepping and brazen misuse of power by the Governors of non-BJP ruled states. She suggested for a meeting of Opposition CMs. (1/2)

    — M.K.Stalin (@mkstalin) February 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রস্তাবে স্তালিন সম্মতি জানিয়েছেন ৷ সে বিষয়ে আরেকটি টুইট করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী লেখেন, "আমি তাঁকে আশ্বস্ত করেছি, ডিএমকে রাজ্যের স্বায়ত্তশাসনের (State autonomy) প্রতি দায়বদ্ধ এবং তাকে গুরুত্ব দেয় ৷ এ প্রসঙ্গে বিরোধী দলের মুখ্য়মন্ত্রীরা খুব শিগগিরি দিল্লিতে একটি বৈঠকে বসবেন ৷"

এদিন স্তালিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের 'প্রোরোগ' সিদ্ধান্তের সমালোচনা করেন ৷ তিনি জানান, পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশন এভাবে 'প্রোরোগ' করাটা রীতির বাইরে ৷ এটা সব প্রচলিত নিয়মনীতির বিরুদ্ধে ৷

  • The act of #WestBengal Governor to prorogue the WB Assembly Session is without any propriety expected from the exalted post and goes against the established norms and conventions. (1/2)

    — M.K.Stalin (@mkstalin) February 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল (West Bengal Governor Jagdeep Dhankar) যুদ্ধের আবহে তামিলনাড়ুতেও একই পরিস্থিতি ৷ সেখানে নিট-বিরোধী বিল (anti-NEET bill) নিয়ে রাজ্যপাল আরএন রবির (TN Governor RN Ravi) সঙ্গে বিতর্কে জড়িয়েছেন স্তালিন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.