বেঙ্গালুরু, 20 মে: কংগ্রেসের কাছে আজ সেই বহু প্রতীক্ষিত দিন ৷ কর্ণাটকে সরকার গড়বে শতাব্দী প্রাচীন দলটি ৷ দুপুর সাড়ে 12টায় বেঙ্গালুরুর কান্থিরাভা স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৷ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া ৷ উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার ৷ তবে সম্পূর্ণ মন্ত্রিসভা আজই হচ্ছে না ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ৷
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি থেকে শুরু করে কংগ্রেসের শীর্ষ নেতারা ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপি বিরোধী দলগুলির নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন ৷ সেই মতো অনুষ্ঠানের থাকার কথা তৃণমূলের লোকসভা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারেরও ৷
-
Shri @siddaramaiah & Shri @DKShivakumar are scheduled to take oath as the Chief Minister & Deputy Chief Minister of Karnataka, respectively, at 12:30 PM today at the Kanteerava Stadium in Bengaluru.
— Congress (@INCIndia) May 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
📍 Karnataka
Stay tuned to our social media handles for live updates.
📺… pic.twitter.com/IC1nFSbcuU
">Shri @siddaramaiah & Shri @DKShivakumar are scheduled to take oath as the Chief Minister & Deputy Chief Minister of Karnataka, respectively, at 12:30 PM today at the Kanteerava Stadium in Bengaluru.
— Congress (@INCIndia) May 20, 2023
📍 Karnataka
Stay tuned to our social media handles for live updates.
📺… pic.twitter.com/IC1nFSbcuUShri @siddaramaiah & Shri @DKShivakumar are scheduled to take oath as the Chief Minister & Deputy Chief Minister of Karnataka, respectively, at 12:30 PM today at the Kanteerava Stadium in Bengaluru.
— Congress (@INCIndia) May 20, 2023
📍 Karnataka
Stay tuned to our social media handles for live updates.
📺… pic.twitter.com/IC1nFSbcuU
শনিবার মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও কয়েকজন বিধায়কও মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে জানা গিয়েছে ৷ তাঁদের মধ্যে অন্যতম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে ৷ কংগ্রেস সূত্রে খবর, আটজন বিধায়ক আজ মন্ত্রী হিসেবে শপথ নেবেন ৷ এর মধ্যে রয়েছেন- প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ডাঃ জি পরমেশ্বরা, কেএইচ মুনিয়াপ্পা, প্রাক্তন মন্ত্রী কেজে জর্জ, এমবি পাটিল, সতীশ জারকিহোলি, কর্ণাটক প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি রামলিঙ্গ রেড্ডি, জামির আহমেদ খান ৷ পাশাপাশি আরও কয়েকজন বিধায়কের নাম সম্ভাব্য মন্ত্রী হিসেবে উঠে আসছে ৷ তবে এখনও এ বিষয়ে নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি ৷
-
#WATCH | Delhi | "Today is the swearing-in ceremony of the CM, Deputy CM and eight MLAs who will take oath as the ministers (in the state cabinet), everyone is attending it. I am going for the same. It is a matter of delight that a new & strong Congress Govt has come to power in… pic.twitter.com/t0fiEMvX1j
— ANI (@ANI) May 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Delhi | "Today is the swearing-in ceremony of the CM, Deputy CM and eight MLAs who will take oath as the ministers (in the state cabinet), everyone is attending it. I am going for the same. It is a matter of delight that a new & strong Congress Govt has come to power in… pic.twitter.com/t0fiEMvX1j
— ANI (@ANI) May 20, 2023#WATCH | Delhi | "Today is the swearing-in ceremony of the CM, Deputy CM and eight MLAs who will take oath as the ministers (in the state cabinet), everyone is attending it. I am going for the same. It is a matter of delight that a new & strong Congress Govt has come to power in… pic.twitter.com/t0fiEMvX1j
— ANI (@ANI) May 20, 2023
প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী-সহ 28 জন বিধায়ককে মন্ত্রী হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ এদিকে যে সব বিধায়করা মন্ত্রিত্ব পাননি তাঁরা ক্ষোভ প্রকাশ করেন ৷ এই পরিস্থিতিতে কংগ্রেস সভাপতি সম্পূর্ণ মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত থেকে পিছু হঠেন ৷ প্রথম দফায় আজ 8 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেবেন ৷
শুক্রবার রাতেই দলের সব নেতা-বিধায়কদের দুপুর সাড়ে 12টার আগেই কান্থিরাভা স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা জানানো হয়েছে ৷ ভাবী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কর্ণাটক প্রদেশ সভাপতি ডিকে শিবকুমার এবং কংগ্রেস নেতারা শনিবার সকালে দিল্লি থেকে রাজ্যে ফিরে আসছেন ৷ আজ সকালেই সিদ্দারামাইয়া মন্ত্রী হিসেবে শপথ নেবেন এমন বিধায়কদের নামের তালিকা রাজভবনে পাঠিয়ে দিয়েছেন বলে খবর ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাজ্য কংগ্রেসের নেতাদের সঙ্গে আলোচনা করবেন ৷ তারপর আগামী সপ্তাহে অথবা এ মাসের শেষে দ্বিতীয় দফায় বাকি মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ৷
আরও পড়ুন: সিদ্দারামাইয়ার শপথে আমন্ত্রিত মমতা, জোরালো বিরোধী জোটের ঐক্য