হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি : মঙ্গলবার তেলাঙ্গানা সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেকে স্কুল পুনরায় খুলছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ।
মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও এর নির্দেশে মুখ্যসচিব সোমেশ কুমার জেলা সমাহর্তা সহ , জেলা শিক্ষা আধিকারিক , জেলা অনগ্রসর জাতি কল্যাণ আধিকারিক , সংখ্যালঘু ও উপজাতি কল্যাণ আধিকারিক ও তফসিলি জাতি উন্নয়ন বিভাগের সঙ্গে টেলি কনফারেন্সে বৈঠকের পর এই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল খোলার সিদ্ধান্ত নেন ।
মুখ্যসচিবের নির্দেশ অনুযায়ী ফেব্রুয়ারির 24 থেকে 1 মার্চের মধ্যে ক্লাস শুরু করতে হবে বলে জানানো হয়েছে প্রকাশিত সরকারি হলফনামায় ।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় 17 লাখ 24 হাজার ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হতে পারবে ।
মুখ্যসচিব সোমেশ কুমার বলেন , শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য সবরকম সতর্কতা মূলক ব্যবস্থা নিতে হবে । প্রথমবার স্কুলগুলি খোলার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম বারের মতো স্কুলগুলি পুনরায় শুরু হওয়ার জন্য (কোভিড -19 অতিমারি এবং লকডাউনের এই দীর্ঘ বিরতির পরে) বিশেষ ব্যবস্থা রাখা উচিত ।
প্রায় 11 মাসের ব্যবধানের পর নবম শ্রেণি থেকে পরবর্তী উচ্চশ্রেণির স্কুল পুনরায় খোলে 1 ফেব্রুয়ারি ।
দেশজুড়ে লকডাউন হওয়ার কিছুদিন আগে মার্চের মাঝামাঝি সময় থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যায় ।
2020 -21 শিক্ষাবর্ষে 1 সেপ্টেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু হয় । বহু শিক্ষার্থীর অভিভাবকদের অনুরোধের পরে কর্তৃপক্ষ নবম এবং তার পরবর্তী উচ্চশ্রেণির ক্লাস শুরু করার জন্য পুনরায় স্কুল খোলার সিদ্ধান্ত গ্রহণ করে ।