রেওয়ারি (হরিয়না), 24 নভেম্বর: স্কুলে গিয়ে মর্মান্তিক পরিণতি নাবালকের ৷ শৌচালয়ের দেওয়াল চাপা পড়ে প্রাণ হারাল বছর 12-র ওই পড়ুয়া ৷ বৃহস্পতিবার হরিয়ানার রেওয়ারি জেলার ধারুহেরা সরকারি সিনিয়র সেকন্ডারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে ৷ নিহত পডুয়ার বাবা-মা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় সেক্টর 6 থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত ৷
সূত্রের খবর, মৃতের নাম কৃষ্ণ (12) ৷ স্কুলের ষষ্ঠ শ্রণির ছাত্র ছিল সে ৷ বাবা লখন সিং ধারুহেরা এলাকার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন ৷ মাহেশ্বরী এলাকায় ভাড়া থাকে পরিবার ৷ প্রতিদিনের মতো দুর্ঘটনার দিনও ওই পড়ুয়া স্কুলে গিয়েছিল ৷ সকাল 11নাগাদ ওই পড়ুয়ার শৌচালয়ে যায় ৷ সেই সময়েই শৌচালয়ের দেওয়াল ধসে চাপা পড়ে জখম হয় ওই পড়ুয়া ৷ দেওয়াল ভেঙে পড়ার আওয়াজ পেয়েই অন্য পড়ুয়ারা স্কুলের কর্মীদের সেকথা জানান ৷ তাঁরাই এসে ওই পডুয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন ৷
স্কুলে দেওয়াল ধসে পড়ার পড়ুয়া মৃত্যু খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন ধারুহেদা সেক্টর 6 থানার ইনচার্জ সুনীল কুমার ৷ ঘটনা প্রসঙ্গেই তিনি জানান, ইতিমধ্যে ওই পড়ুয়ার পরিবার স্কুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তদন্ত চলছে এবং শীঘ্রই এই মামলায় আরও কিছু ব্যবস্থা হবে। দেহটিও ময়না তদন্তে পাঠানো হয়েছে ৷ রিপোর্ট এলে তদন্ত দিশা পাবে ৷
আরও পড়ুন: