নয়াদিল্লি, 11 অক্টোবর: দেশের বর্তমান প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের মেয়াদ শেষ হয়ে আসছে ৷ তাই তাঁর উত্তরসূরি হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম ঘোষণা করলেন ললিত ৷ দেশের 50তম প্রধান বিচারপতি হবেন ডি ওয়াই চন্দ্রচূড় ৷ এ বছর 27 অগস্ট 49তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি উদয় উমেশ ললিত ৷ নিয়ম অনুযায়ী 4 অগস্ট তৎকালীন দেশের প্রধান বিচারপতি এন ভা রামানা ইউ ইউ ললিতের নাম ঘোষণা করেছিলেন ৷ তিনি 26 অগস্ট অবসর নেন (CJI UU Lalit recommends Justice DY Chandrachud as 50th CJI) ৷
তবে এবছরেই 8 নভেম্বর অবসর নেবেন দেশের বর্তমান প্রধান বিচারপতি ইউ ইউ ললিত (Chief Justice of India UU Lalit) ৷ তিনি বিচারপতি ইউ ইউ ললিত 3 মাসেরও কম সময়, 74 দিন প্রধান বিচারপতির পদে থাকছেন ৷ 1957 সালের 9 নভেম্বর বিচারপতি ললিত জন্মগ্রহণ করেন ৷ তাই হিসেব অনুযায়ী এ বছর 8 নভেম্বর তিনি 65 বছরে পা রাখছেন ৷ দেশের প্রধান বিচারপতির বয়সসীমা (retirement age of judges) 65 ৷ তাই তিনি অবসর নেবেন ৷
আরও পড়ুন: দেশের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত, রাষ্ট্রপতি ভবনে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান
দেশের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের পর সুপ্রিম কোর্টে প্রবীণতম বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachud) ৷ এই ঘোষণা করার আগে দেশের প্রধান বিচারপতি সব বিচারপতিদের বিচারপতিদের লাউঞ্জে আসার অনুরোধ জানান ৷ বিচারপতি চন্দ্রচূড় 9 নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন ৷ তিনি বছর দুয়েক এই পদে থাকবেন ৷
2016-র 13 মে ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ তার আগে 2013-র 31 অক্টোবর থেকে তিনি এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন ৷ 2000 সালে তিনি বম্বে হাইকোর্টের বিচারপতি ছিলেন ৷ তারও আগে 1998 সালে বিচারপতি চন্দ্রচূড় অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া ৷ আইনজীবী হিসেবে তিনি বম্বে হাইকোর্টে এবং অ্যাডভোকেট হিসেবে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন ৷ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কয়েকটি উল্লেখযোগ্য রায়দানের সঙ্গে যুক্ত ৷ তার মধ্যে 377 ধারার অস্তিত্ব অবলুপ্ত, অযোধ্যা রায়, শবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার ৷