ETV Bharat / bharat

1 এপ্রিল থেকে 45 বছর বা তার উর্ধ্বদেরও করোনার ভ্যাকসিন - মন্ত্রিসভা

1 এপ্রিল থেকে 45 বছর ও তার বেশি বয়সীদের করোনার ভ্যাকসিন দেওয়া যাবে ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

citizens-who-are-45-and-older-can-be-vaccinated-from-april-1
1 এপ্রিল থেকে 45 বছর বা তার উর্ধ্বে সবাই পাবে করোনার টিকা
author img

By

Published : Mar 23, 2021, 4:13 PM IST

নয়াদিল্লি, 23 মার্চ : আগামী 1 এপ্রিল থেকে 45 বছর ও তার উর্ধ্বের সবাইকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এনিয়ে বলেন, ‘‘আমি 45 বছর এবং তার বেশি বয়সীদের কাছে আবেদন করছি, আপনারা ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করান ৷’’ এই মুহূর্তে কো-মর্বিডিটি রয়েছে এমন 45 বছর বা তাঁর বেশি বয়সের লোকজন করোনার টিকা নিতে পারেন ৷

জাভড়েকর জানিয়েছেন, আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে করোনা ভাইরাস নিয়ে গঠিত টাস্ক ফোর্স এবং বিশেষজ্ঞদের সুপারিশ মতো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তিনি আরও জানিয়েছেন, দেশে প্রায় 4 কোটি 85 লক্ষ মানুষ করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৷ সেই সঙ্গে প্রায় 80 লক্ষ মানুষের দ্বিতীয় ডোজও নেওয়া হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন :কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজ়ের ব্যবধান বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

আজ পঞ্জাব সরকারের যুবক-যুবতীদের ভ্যাকসিন দিতে চাওয়ার আবেদন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে প্রশ্ন করা হয় ৷ সে নিয়ে তিনি বলেন, ‘‘আমি কোনও স্বাস্থ্য বিশেষজ্ঞ নই এবং করোনার ব্রিটেনের স্ট্রেন নিয়ে আমার কোনও ধারণা নেই ৷’’ প্রসঙ্গত, আজ পঞ্জাব সরকারের তরফে কেন্দ্রের কাছে একটি আবেদন করেছে ৷ আবেদনে বলা হয়েছে, পঞ্জাবের যুবক-যুবতীদেরও যেন করোনার ভ্যাকসিন দেওয়া যায়, সেই ছাড়পত্র দেওয়া হোক ৷ এই আবেদনের পিছনে অন্যতম কারণ, সে রাজ্যে করোনার নয়া সংক্রমণের 81 শতাংশই ব্রিটেনের স্ট্রেন ৷

নয়াদিল্লি, 23 মার্চ : আগামী 1 এপ্রিল থেকে 45 বছর ও তার উর্ধ্বের সবাইকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এনিয়ে বলেন, ‘‘আমি 45 বছর এবং তার বেশি বয়সীদের কাছে আবেদন করছি, আপনারা ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করান ৷’’ এই মুহূর্তে কো-মর্বিডিটি রয়েছে এমন 45 বছর বা তাঁর বেশি বয়সের লোকজন করোনার টিকা নিতে পারেন ৷

জাভড়েকর জানিয়েছেন, আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে করোনা ভাইরাস নিয়ে গঠিত টাস্ক ফোর্স এবং বিশেষজ্ঞদের সুপারিশ মতো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তিনি আরও জানিয়েছেন, দেশে প্রায় 4 কোটি 85 লক্ষ মানুষ করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৷ সেই সঙ্গে প্রায় 80 লক্ষ মানুষের দ্বিতীয় ডোজও নেওয়া হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন :কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজ়ের ব্যবধান বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

আজ পঞ্জাব সরকারের যুবক-যুবতীদের ভ্যাকসিন দিতে চাওয়ার আবেদন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে প্রশ্ন করা হয় ৷ সে নিয়ে তিনি বলেন, ‘‘আমি কোনও স্বাস্থ্য বিশেষজ্ঞ নই এবং করোনার ব্রিটেনের স্ট্রেন নিয়ে আমার কোনও ধারণা নেই ৷’’ প্রসঙ্গত, আজ পঞ্জাব সরকারের তরফে কেন্দ্রের কাছে একটি আবেদন করেছে ৷ আবেদনে বলা হয়েছে, পঞ্জাবের যুবক-যুবতীদেরও যেন করোনার ভ্যাকসিন দেওয়া যায়, সেই ছাড়পত্র দেওয়া হোক ৷ এই আবেদনের পিছনে অন্যতম কারণ, সে রাজ্যে করোনার নয়া সংক্রমণের 81 শতাংশই ব্রিটেনের স্ট্রেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.