ETV Bharat / bharat

CISF Implement One Hand Bag Rule : বিমানযাত্রীরা হাতে একটাই ব্যাগ রাখতে পারবেন, নির্দেশ সিআইএসএফের

বিমানযাত্রীরা এখন থেকে হাতে একটা ব্যাগ নিয়ে বিমান যাত্রা করতে পারবেন ৷ নির্দেশিকা জারি করল সিআইএসএফ (CISF Direction on Hand Bag) ৷

author img

By

Published : Jan 21, 2022, 5:11 PM IST

cisf-direction-on-one-hand-bag-rule-during-air-travel
CISF Implement One Hand Bag Rule : বিমানযাত্রীরা হাতে একটাই ব্যাগ রাখতে পারবেন, নির্দেশ সিআইএসএফের

নয়াদিল্লি, 21 জানুয়ারি : বিমান যাত্রার সময় ব্যাগ নেওয়ার নিয়মে পরিবর্তন করা হল ৷ নতুন নিয়মে কোনও বিমানযাত্রী হাতে একটাই ব্যাগ রাখতে পারবেন (One Hand Bag Rule) ৷ শুক্রবার কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ-এর তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে (CISF Direction on Hand Bag) ৷

সেখানে উল্লেখ করা হয়েছে, বিমান যাত্রার সময় অনেক যাত্রীই হাতে একের বেশি ব্যাগ রাখেন ৷ তার কারণে বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত চেকিংয়ের সময় সমস্যা হয় ৷ ভিড় বাড়ে ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

  • All airlines and airport operators may be instructed to take steps to implement the 'One Hand Bag rule' meticulously on the ground to ease out the congestion and other security concerns: CISF IG (airport sector) Vijay Prakash in a letter to DG, Bureau of Civil Aviation Security pic.twitter.com/bNPujr8itV

    — ANI (@ANI) January 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলিকে এই বিষয়টি দ্রুত যাত্রীদের কাছে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই নির্দেশিকার একটি চিঠি সিআইএসএফ-এর এয়ারপোর্ট সেক্টরের আইজি বিজয় প্রকাশ পাঠিয়েছেন ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির ডিজিকে ৷

আরও পড়ুন : New COVID Guidelines : নয়া কোভিড বিধিনিষেধ জারির পরও স্বাভাবিক দিল্লি বিমানবন্দর

নয়াদিল্লি, 21 জানুয়ারি : বিমান যাত্রার সময় ব্যাগ নেওয়ার নিয়মে পরিবর্তন করা হল ৷ নতুন নিয়মে কোনও বিমানযাত্রী হাতে একটাই ব্যাগ রাখতে পারবেন (One Hand Bag Rule) ৷ শুক্রবার কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ-এর তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে (CISF Direction on Hand Bag) ৷

সেখানে উল্লেখ করা হয়েছে, বিমান যাত্রার সময় অনেক যাত্রীই হাতে একের বেশি ব্যাগ রাখেন ৷ তার কারণে বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত চেকিংয়ের সময় সমস্যা হয় ৷ ভিড় বাড়ে ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

  • All airlines and airport operators may be instructed to take steps to implement the 'One Hand Bag rule' meticulously on the ground to ease out the congestion and other security concerns: CISF IG (airport sector) Vijay Prakash in a letter to DG, Bureau of Civil Aviation Security pic.twitter.com/bNPujr8itV

    — ANI (@ANI) January 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলিকে এই বিষয়টি দ্রুত যাত্রীদের কাছে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই নির্দেশিকার একটি চিঠি সিআইএসএফ-এর এয়ারপোর্ট সেক্টরের আইজি বিজয় প্রকাশ পাঠিয়েছেন ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির ডিজিকে ৷

আরও পড়ুন : New COVID Guidelines : নয়া কোভিড বিধিনিষেধ জারির পরও স্বাভাবিক দিল্লি বিমানবন্দর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.