ETV Bharat / bharat

Maharashtra COVID-19 Unlock : কমছে সংক্রমণ, আজ থেকে মহারাষ্ট্রে খুলে গেল সিনেমা হল, থিয়েটার - উদ্ধব ঠাকরে

মহারাষ্ট্রে কমছে করোনা সংক্রমণ ৷ তাই খুলে দেওয়া হল সিনেমা হল, থিয়েটার এবং অডিটোরিয়াম ৷ আজ থেকেই 50 শতাংশ দর্শক নিয়ে চালু হল পরিষেবা ৷ দিওয়ালির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে বাড়ানো হবে দর্শক সংখ্যা ৷

cinema halls, theatres reopening from today in Maharashtra as number of covid cases declining
Maharashtra COVID-19 Unlock : কমছে সংক্রমণ, আজ থেকে মহারাষ্ট্রে খুলে গেল সিনেমা হল, থিয়েটার
author img

By

Published : Oct 22, 2021, 7:23 PM IST

মুম্বই (মহারাষ্ট্র), 22 অক্টোবর : শুক্রবার রাজ্যের সমস্ত সিনেমা হল, থিয়েটার এবং অডিটোরিয়াম খুলে দিল মহারাষ্ট্র সরকার ৷ আপাতত একত্রে সর্বোচ্চ 50 শতাংশ আসনে দর্শকদের বসিয়ে পরিষেবা চালু করা হবে ৷ পরে রাজ্যের কোভিড পরিস্থিতি আরও উন্নত হলে ধাপে ধাপে বাড়ানো হবে দর্শক সংখ্যা ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই কিছুটা হলেও সংক্রমণ কমেছে পশ্চিমের এই রাজ্যে ৷ সেই কারণেই সিনেমা হল, থিয়েটার এবং অডিটোরিয়াম খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার ৷

আরও পড়ুন : Mumbai corona : এই প্রথম করোনায় মৃত্যুহীন মুম্বই

বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar) ৷ যদিও দিওয়ালির পরও রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই থাকে, তাহলে সিনেমা হল, থিয়েটার এবং অডিটোরিয়ামগুলির দর্শক সংখ্যা আরও বাড়ানো হবে ৷ তিনি বলেন, ‘‘আজ থেকে আমরা সিনেমা হল খুলে দিচ্ছি ৷ 50 শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল চালু করা হচ্ছে ৷ হল মালিকদের দাবি ছিল, 100 শতাংশ দর্শক নিয়েই সিনেমা হল চালু করার অনুমতি দেওয়া হোক ৷ কিন্তু আমরা ওঁদের দিওয়ালি পর্যন্ত অপেক্ষা করতে বলেছি ৷ যদি দিওয়ালির পরও পরিস্থিতি নাগালে থাকে, তাহলে আমরা দর্শক সংখ্যা বাড়াব ৷’’

প্রসঙ্গত, এর আগে গত সোমবারই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) জানিয়েছিলেন, 22 তারিখ (আজ) থেকেই রাজ্যে অ্যামিউজমেন্ট পার্ক, অডিটোরিয়াম এবং থিয়েটার খুলে দেওয়া হবে ৷ একটি টুইটে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ‘‘করোনা আক্রান্তের সংখ্যা কমায় বিধিনিষেধ ক্রমশ কমানো হচ্ছে ৷ 22 অক্টোবর থেকেই অ্যামিউজমেন্ট পার্ক, অডিটোরিয়াম এবং থিয়েটার খুলে যাবে ৷ খুব শীঘ্রই গাইডলাইন মেনে রাজ্যের রেস্তোরাঁ এবং দোকানগুলি খুলে রাখার সময়সীমাও বাড়ানো হবে ৷’’

আরও পড়ুন : Corona in India : করোনা গ্রাফের ওঠানামা জারি, সংক্রমণ কমে দাঁড়াল 15 হাজারে

প্রসঙ্গত, করোনার দাপট প্রথম থেকেই বেশি ছিল মহারাষ্ট্রে ৷ 2020 সালের মার্চ মাসে রাজ্যে সমস্ত সিনেমা হল এবং থিয়েটার বন্ধ করে দেওয়া হয় ৷ ওই বছরেরই নভেম্বর মাসে সেগুলি ফের খোলার অনুমতি দেয় সরকার ৷ কিন্তু, তারপরই দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ ৷ ফলে চলতি বছরের এপ্রিল মাসে আবারও বিনোদনের এই কেন্দ্রগুলি বন্ধ করে দিতে হয় ৷ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের হিসাব বলছে, এই মুহূর্তে মহারাষ্ট্রে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 27 হাজার 899 ৷

মুম্বই (মহারাষ্ট্র), 22 অক্টোবর : শুক্রবার রাজ্যের সমস্ত সিনেমা হল, থিয়েটার এবং অডিটোরিয়াম খুলে দিল মহারাষ্ট্র সরকার ৷ আপাতত একত্রে সর্বোচ্চ 50 শতাংশ আসনে দর্শকদের বসিয়ে পরিষেবা চালু করা হবে ৷ পরে রাজ্যের কোভিড পরিস্থিতি আরও উন্নত হলে ধাপে ধাপে বাড়ানো হবে দর্শক সংখ্যা ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই কিছুটা হলেও সংক্রমণ কমেছে পশ্চিমের এই রাজ্যে ৷ সেই কারণেই সিনেমা হল, থিয়েটার এবং অডিটোরিয়াম খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার ৷

আরও পড়ুন : Mumbai corona : এই প্রথম করোনায় মৃত্যুহীন মুম্বই

বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar) ৷ যদিও দিওয়ালির পরও রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই থাকে, তাহলে সিনেমা হল, থিয়েটার এবং অডিটোরিয়ামগুলির দর্শক সংখ্যা আরও বাড়ানো হবে ৷ তিনি বলেন, ‘‘আজ থেকে আমরা সিনেমা হল খুলে দিচ্ছি ৷ 50 শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল চালু করা হচ্ছে ৷ হল মালিকদের দাবি ছিল, 100 শতাংশ দর্শক নিয়েই সিনেমা হল চালু করার অনুমতি দেওয়া হোক ৷ কিন্তু আমরা ওঁদের দিওয়ালি পর্যন্ত অপেক্ষা করতে বলেছি ৷ যদি দিওয়ালির পরও পরিস্থিতি নাগালে থাকে, তাহলে আমরা দর্শক সংখ্যা বাড়াব ৷’’

প্রসঙ্গত, এর আগে গত সোমবারই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) জানিয়েছিলেন, 22 তারিখ (আজ) থেকেই রাজ্যে অ্যামিউজমেন্ট পার্ক, অডিটোরিয়াম এবং থিয়েটার খুলে দেওয়া হবে ৷ একটি টুইটে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ‘‘করোনা আক্রান্তের সংখ্যা কমায় বিধিনিষেধ ক্রমশ কমানো হচ্ছে ৷ 22 অক্টোবর থেকেই অ্যামিউজমেন্ট পার্ক, অডিটোরিয়াম এবং থিয়েটার খুলে যাবে ৷ খুব শীঘ্রই গাইডলাইন মেনে রাজ্যের রেস্তোরাঁ এবং দোকানগুলি খুলে রাখার সময়সীমাও বাড়ানো হবে ৷’’

আরও পড়ুন : Corona in India : করোনা গ্রাফের ওঠানামা জারি, সংক্রমণ কমে দাঁড়াল 15 হাজারে

প্রসঙ্গত, করোনার দাপট প্রথম থেকেই বেশি ছিল মহারাষ্ট্রে ৷ 2020 সালের মার্চ মাসে রাজ্যে সমস্ত সিনেমা হল এবং থিয়েটার বন্ধ করে দেওয়া হয় ৷ ওই বছরেরই নভেম্বর মাসে সেগুলি ফের খোলার অনুমতি দেয় সরকার ৷ কিন্তু, তারপরই দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ ৷ ফলে চলতি বছরের এপ্রিল মাসে আবারও বিনোদনের এই কেন্দ্রগুলি বন্ধ করে দিতে হয় ৷ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের হিসাব বলছে, এই মুহূর্তে মহারাষ্ট্রে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 27 হাজার 899 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.