ETV Bharat / bharat

Chandrababu Naidu: শনিতে দীর্ঘ জেরা, রবি-ভোরে বিজয়ওয়াড়ার আদালতে চন্দ্রবাবু নাইডু - anti corruption bureau court vijayawada

গ্রেফতারির 24 ঘণ্টার মধ্যেই চন্দ্রবাবু নাইডুকে অন্ধ্রপ্রদেশের একটি আদালতে পেশ করল সিআইডি ৷ রবিবার ভোরে বিজয়ওয়াড়ার আদালতে পেশ করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ।

ETV Bharat
চন্দ্রবাবু নাইডু
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 8:31 AM IST

Updated : Sep 10, 2023, 8:57 AM IST

বিজয়ওয়াড়া, 9 সেপ্টেম্বর: আদালতে পেশ করা হল দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ৷ স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে তেলেগু দেশম পার্টি বা টিডিপি প্রধান চন্দ্রবাবুর বিরুদ্ধে ৷ শনিবার ভোর 6টা নাগাদ তাঁকে তাঁর বাসভবন থেকে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ সিআইডি ৷ গ্রেফতারির 24 ঘণ্টার মধ্যে চন্দ্রবাবু নায়ডুকে বিজয়ওয়াড়ার আদালতে পেশ করা হল ৷

শনিবার চন্দ্রবাবুকে গ্রেফতারের পর কুঞ্চনাপল্লিতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি-র কার্যালয়ে নিয়ে আসা হয় ৷ সেখানে তাঁকে দীর্ঘ 10 ঘণ্টা ধরে জেরা করেন তদন্তকারী আধিকারিকরা ৷ এরপর রবিবার ভোর 3.40 মিনিটে প্রবীণ টিডিপি নেতার স্বাস্থ্য পরীক্ষা করা হয় বিজয়ওয়াড়ার সরকারি হাসপাতালে ৷ প্রায় 50 মিনিট ধরে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয় ৷ এরপরে তাঁকে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অফিসে নিয়ে যাওয়া হয় ৷

  • #WATCH | TDP chief and former Andhra Pradesh CM N Chandrababu Naidu produced at ACB court in Vijayawada.

    CM N Chandrababu Naidu was arrested by the CID in connection with the Skill Development cooperation scam, yesterday. pic.twitter.com/QDn8wuVebJ

    — ANI (@ANI) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টিডিপি মুখপাত্র পট্টভি রাম কোম্মারেড্ডি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, এরপর চন্দ্রবাবুকে বিজয়ওয়াড়ার অ্যান্টি-করাপশন আদালতে পেশ করেন তদন্তকারী আধিকারিকরা ৷ টিডিপি প্রধানের ছেলে নেতা নারা লোকেশ, স্ত্রী নারা ভুবনেশ্বরী-সহ আরও অনেকে এসিবি আদালতে অপেক্ষা করছেন ৷ কোম্মারেড্ডি বলেন, "আমরা ভেবেছিলাম তাঁকে (চন্দ্রবাবু নাইডু) সরাসরি আদালতে নিয়ে যাওয়া হবে ৷ কিন্তু এসআইটি অফিসে ফিরিয়ে নিয়ে যাওয়া হল ৷ আদালতে সবাই অপেক্ষা করছেন ৷"

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে রাজ্যের স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে সিআইডি ৷ 300 কোটিরও বেশি টাকার দুর্নীতি হয়েছে স্কিল ডেভেলপমেন্টে ৷ এর অন্যতম প্রধান অভিযুক্ত টিডিপি প্রধান চন্দ্রবাবু ৷ সরকারি সূত্রে খবর, শনিবার ভোরের আলো ফোটার আগেই অন্ধ্রপ্রদেশের জ্ঞানাপুরমে পুলিশ অভিযান চালায় ৷ ভোর 6টা নাগাদ চন্দ্রবাবুকে নাইডুকে গ্রেফতার করে সিআইডি ৷ ঘটনাস্থলে একটি বিয়ের অনুষ্ঠানের জন্য ব্য়বহৃত হলের বাইরে একটি কারাভান গাড়ি পার্ক করা ছিল ৷ সেটি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ সেখানেই ছিলেন চন্দ্রবাবু ৷

আরও পড়ুন: চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারিকে বেআইনি বললেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর

তিনি পালটা অভিযোগ করেন, সিআইডি তাঁকে বেআইনিভাবে গ্রেফতার করেছে ৷ এই ঘটনার প্রতিবাদে দিনভর রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখান তেলেগু দেশম পার্টির নেতা-কর্মীরা ৷ আজ, রবিবার অন্ধ্রের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একদিনের অনশনে বসবে টিডিপি ৷

বিজয়ওয়াড়া, 9 সেপ্টেম্বর: আদালতে পেশ করা হল দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ৷ স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে তেলেগু দেশম পার্টি বা টিডিপি প্রধান চন্দ্রবাবুর বিরুদ্ধে ৷ শনিবার ভোর 6টা নাগাদ তাঁকে তাঁর বাসভবন থেকে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ সিআইডি ৷ গ্রেফতারির 24 ঘণ্টার মধ্যে চন্দ্রবাবু নায়ডুকে বিজয়ওয়াড়ার আদালতে পেশ করা হল ৷

শনিবার চন্দ্রবাবুকে গ্রেফতারের পর কুঞ্চনাপল্লিতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি-র কার্যালয়ে নিয়ে আসা হয় ৷ সেখানে তাঁকে দীর্ঘ 10 ঘণ্টা ধরে জেরা করেন তদন্তকারী আধিকারিকরা ৷ এরপর রবিবার ভোর 3.40 মিনিটে প্রবীণ টিডিপি নেতার স্বাস্থ্য পরীক্ষা করা হয় বিজয়ওয়াড়ার সরকারি হাসপাতালে ৷ প্রায় 50 মিনিট ধরে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয় ৷ এরপরে তাঁকে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অফিসে নিয়ে যাওয়া হয় ৷

  • #WATCH | TDP chief and former Andhra Pradesh CM N Chandrababu Naidu produced at ACB court in Vijayawada.

    CM N Chandrababu Naidu was arrested by the CID in connection with the Skill Development cooperation scam, yesterday. pic.twitter.com/QDn8wuVebJ

    — ANI (@ANI) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টিডিপি মুখপাত্র পট্টভি রাম কোম্মারেড্ডি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, এরপর চন্দ্রবাবুকে বিজয়ওয়াড়ার অ্যান্টি-করাপশন আদালতে পেশ করেন তদন্তকারী আধিকারিকরা ৷ টিডিপি প্রধানের ছেলে নেতা নারা লোকেশ, স্ত্রী নারা ভুবনেশ্বরী-সহ আরও অনেকে এসিবি আদালতে অপেক্ষা করছেন ৷ কোম্মারেড্ডি বলেন, "আমরা ভেবেছিলাম তাঁকে (চন্দ্রবাবু নাইডু) সরাসরি আদালতে নিয়ে যাওয়া হবে ৷ কিন্তু এসআইটি অফিসে ফিরিয়ে নিয়ে যাওয়া হল ৷ আদালতে সবাই অপেক্ষা করছেন ৷"

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে রাজ্যের স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে সিআইডি ৷ 300 কোটিরও বেশি টাকার দুর্নীতি হয়েছে স্কিল ডেভেলপমেন্টে ৷ এর অন্যতম প্রধান অভিযুক্ত টিডিপি প্রধান চন্দ্রবাবু ৷ সরকারি সূত্রে খবর, শনিবার ভোরের আলো ফোটার আগেই অন্ধ্রপ্রদেশের জ্ঞানাপুরমে পুলিশ অভিযান চালায় ৷ ভোর 6টা নাগাদ চন্দ্রবাবুকে নাইডুকে গ্রেফতার করে সিআইডি ৷ ঘটনাস্থলে একটি বিয়ের অনুষ্ঠানের জন্য ব্য়বহৃত হলের বাইরে একটি কারাভান গাড়ি পার্ক করা ছিল ৷ সেটি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ সেখানেই ছিলেন চন্দ্রবাবু ৷

আরও পড়ুন: চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারিকে বেআইনি বললেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর

তিনি পালটা অভিযোগ করেন, সিআইডি তাঁকে বেআইনিভাবে গ্রেফতার করেছে ৷ এই ঘটনার প্রতিবাদে দিনভর রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখান তেলেগু দেশম পার্টির নেতা-কর্মীরা ৷ আজ, রবিবার অন্ধ্রের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একদিনের অনশনে বসবে টিডিপি ৷

Last Updated : Sep 10, 2023, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.