ETV Bharat / bharat

বিহারে NDA-র জয়ের কৃতিত্ব মোদিকে দিলেন চিরাগ - Bihar election ২০২০

LJP-র প্রতি আস্থা রাখায় বিহারের মানুষকে ধন্যবাদ জানান চিরাগ পাসওয়ান ।

chirag paswan
চিরাগ পাসওয়ান
author img

By

Published : Nov 11, 2020, 7:02 AM IST

পটনা, 11 নভেম্বর : ক্ষোভ ছিল নীতীশ কুমারের বিরুদ্ধে । তাই ভোটের আগে বিহারে NDA সঙ্গ ছেড়েছিলেন । লড়েছিলেন একাই । আর বিহার ভোটে NDA-র জয়ের জন্য পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দিলেন LJP নেতা চিরাগ পাসওয়ান । ফল ঘোষণার পর টুইটারে তিনি লেখেন, বিহারের মানুষ প্রধানমন্ত্রীর উপর ফের ভরসা রেখেছে ।

দলের প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে চিরাগ টুইটারে লেখেন, "প্রত্যেক প্রার্থী নিজেদের মতো করে নির্বাচনে দারুণ লড়াই করেছেন । দলের ভোট বেড়েছে । প্রত্যেক জেলায় দল শক্তি বাড়িয়েছে যা ভবিষ্যতে কাজে আসবে ।" তাঁর দলের প্রতি আস্থা রাখায় বিহারের মানুষকে ধন্যবাদ জানান চিরাগ । যদিও তাঁর দল একটি আসনে জয়ী হয়েছে ।

  • बिहार की जनता ने आदरणीय @narendramodi जी पर भरोसा जताया है।जो परिणाम आए हैं उससे यह साफ़ है की भाजपा के प्रति लोगो में उत्साह है।यह प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी की जीत है।

    — युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) November 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার সকাল আটটা থেকে বিহারে ভোটগণনা শুরু হয় । কখনও এগিয়ে ছিল NDA আবার কখনও মহাজোট । 14 ঘণ্টারও বেশি সময় ধরে চলে গণনা ৷ শেষ পর্যন্ত রাত 2 টা 57 মিনিটে 122টি আসন জিতে ম্যাজিক ফিগার স্পর্শ করে NDA জোট ৷ সবমিলিয়ে NDA-র দখলে আসে 125টি আসন আর মহাজোট পায় 110 টি আসন ৷

পটনা, 11 নভেম্বর : ক্ষোভ ছিল নীতীশ কুমারের বিরুদ্ধে । তাই ভোটের আগে বিহারে NDA সঙ্গ ছেড়েছিলেন । লড়েছিলেন একাই । আর বিহার ভোটে NDA-র জয়ের জন্য পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দিলেন LJP নেতা চিরাগ পাসওয়ান । ফল ঘোষণার পর টুইটারে তিনি লেখেন, বিহারের মানুষ প্রধানমন্ত্রীর উপর ফের ভরসা রেখেছে ।

দলের প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে চিরাগ টুইটারে লেখেন, "প্রত্যেক প্রার্থী নিজেদের মতো করে নির্বাচনে দারুণ লড়াই করেছেন । দলের ভোট বেড়েছে । প্রত্যেক জেলায় দল শক্তি বাড়িয়েছে যা ভবিষ্যতে কাজে আসবে ।" তাঁর দলের প্রতি আস্থা রাখায় বিহারের মানুষকে ধন্যবাদ জানান চিরাগ । যদিও তাঁর দল একটি আসনে জয়ী হয়েছে ।

  • बिहार की जनता ने आदरणीय @narendramodi जी पर भरोसा जताया है।जो परिणाम आए हैं उससे यह साफ़ है की भाजपा के प्रति लोगो में उत्साह है।यह प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी की जीत है।

    — युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) November 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার সকাল আটটা থেকে বিহারে ভোটগণনা শুরু হয় । কখনও এগিয়ে ছিল NDA আবার কখনও মহাজোট । 14 ঘণ্টারও বেশি সময় ধরে চলে গণনা ৷ শেষ পর্যন্ত রাত 2 টা 57 মিনিটে 122টি আসন জিতে ম্যাজিক ফিগার স্পর্শ করে NDA জোট ৷ সবমিলিয়ে NDA-র দখলে আসে 125টি আসন আর মহাজোট পায় 110 টি আসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.