ETV Bharat / bharat

লাদাখ থেকে সেনা সরাচ্ছে চিন, প্রকাশ্যে এল ছবি-ভিডিয়ো - Ladakh Videos

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোর ছবি সামনে এল৷ কয়েকদিন আগেই সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন যে ভারত ও চিন, দুই দেশই সেনা সরাতে ঐকমত্যে পৌঁছেছে৷ এবার সেনা সরানোর ছবি সামনে এল৷ আর তা প্রকাশ্যে এনেছে ভারতীয় সেনা বাহিনী৷

লাদাখ থেকে সেনা সরাচ্ছে চিন, ছবি-ভিডিও প্রকাশ্যে আনল ভারতীয় সেনা
লাদাখ থেকে সেনা সরাচ্ছে চিন, ছবি-ভিডিও প্রকাশ্যে আনল ভারতীয় সেনা
author img

By

Published : Feb 16, 2021, 5:40 PM IST

Updated : Feb 16, 2021, 8:02 PM IST

দিল্লি, 16 ফেব্রুয়ারি : প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোর ছবি সামনে এল৷ কয়েকদিন আগেই সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন যে ভারত ও চিন, দুই দেশই সেনা সরাতে ঐকমত্যে পৌঁছেছে৷ এবার সেনা সরানোর ছবি সামনে এল৷ আর তা প্রকাশ্যে এনেছে ভারতীয় সেনা বাহিনী৷

  • #WATCH: Indian and Chinese troops and tanks disengaging from the banks of Pangong lake area in Eastern Ladakh where they had been deployed opposite each other for almost ten months now.

    (Video Source: Northern Command, Indian Army) pic.twitter.com/HUU7nO4jpo

    — ANI (@ANI) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই ছবি এবং ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে যে চিনা সেনা লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা থেকে সেনা সরানো শুরু করেছে৷ পাশাপাশি চিন সেখানে যে তাঁবু খাঁটিয়েছিল বা পরিকাঠামো গড়ে তুলেছিল, সেগুলি ভাঙতে বা গোটাতে শুরু করেছে৷ পাহাড় থেকে নেমে যেতে দেখা গিয়েছে বহু চিনা সৈন্যকে৷ তবে এই ঘটনা প্যাংগং লেকের দক্ষিণ পাড়ের না উত্তর পাড়ের, তা অবশ্য ভারতীয় সেনা স্পষ্ট করেনি৷

  • More pics of Indian and Chinese troops and tanks disengaging from the banks of Pangong lake area in Eastern Ladakh where they had been deployed opposite each other for almost ten months now.

    (Pics Source: Northern Command, Indian Army) pic.twitter.com/3QjC56Asxk

    — ANI (@ANI) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত বছরের মে মাস থেকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চিনের মধ্যে সংঘাত লেগে রয়েছে৷ একাধিকবার দুই পক্ষের সেনার মধ্যে আলোচনা হয়েছে৷ কিন্তু চিনের অনড় মনোভাবের জন্য সমস্যার সমাধানের পথে বারবার বাধা পড়ছিল৷ শেষপর্যন্ত সমস্যার সমাধান হয়েছে৷

আরও পড়ুন : দিশা রবির গ্রেপ্তারিতে দিল্লি পুলিশকে নোটিস দিল্লির মহিলা কমিশনের

কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হলেও এই নিয়ে দেশের অন্দরে রাজনৈতিক বিবাদ চলছে৷ সরকার জানিয়েছে যে এই সমঝোতায় ভারতের কোনও ক্ষতি হয়নি৷ কিন্তু তা মানতে নারাজ কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ আরও অনেকেই৷

দিল্লি, 16 ফেব্রুয়ারি : প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোর ছবি সামনে এল৷ কয়েকদিন আগেই সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন যে ভারত ও চিন, দুই দেশই সেনা সরাতে ঐকমত্যে পৌঁছেছে৷ এবার সেনা সরানোর ছবি সামনে এল৷ আর তা প্রকাশ্যে এনেছে ভারতীয় সেনা বাহিনী৷

  • #WATCH: Indian and Chinese troops and tanks disengaging from the banks of Pangong lake area in Eastern Ladakh where they had been deployed opposite each other for almost ten months now.

    (Video Source: Northern Command, Indian Army) pic.twitter.com/HUU7nO4jpo

    — ANI (@ANI) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই ছবি এবং ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে যে চিনা সেনা লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা থেকে সেনা সরানো শুরু করেছে৷ পাশাপাশি চিন সেখানে যে তাঁবু খাঁটিয়েছিল বা পরিকাঠামো গড়ে তুলেছিল, সেগুলি ভাঙতে বা গোটাতে শুরু করেছে৷ পাহাড় থেকে নেমে যেতে দেখা গিয়েছে বহু চিনা সৈন্যকে৷ তবে এই ঘটনা প্যাংগং লেকের দক্ষিণ পাড়ের না উত্তর পাড়ের, তা অবশ্য ভারতীয় সেনা স্পষ্ট করেনি৷

  • More pics of Indian and Chinese troops and tanks disengaging from the banks of Pangong lake area in Eastern Ladakh where they had been deployed opposite each other for almost ten months now.

    (Pics Source: Northern Command, Indian Army) pic.twitter.com/3QjC56Asxk

    — ANI (@ANI) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত বছরের মে মাস থেকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চিনের মধ্যে সংঘাত লেগে রয়েছে৷ একাধিকবার দুই পক্ষের সেনার মধ্যে আলোচনা হয়েছে৷ কিন্তু চিনের অনড় মনোভাবের জন্য সমস্যার সমাধানের পথে বারবার বাধা পড়ছিল৷ শেষপর্যন্ত সমস্যার সমাধান হয়েছে৷

আরও পড়ুন : দিশা রবির গ্রেপ্তারিতে দিল্লি পুলিশকে নোটিস দিল্লির মহিলা কমিশনের

কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হলেও এই নিয়ে দেশের অন্দরে রাজনৈতিক বিবাদ চলছে৷ সরকার জানিয়েছে যে এই সমঝোতায় ভারতের কোনও ক্ষতি হয়নি৷ কিন্তু তা মানতে নারাজ কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ আরও অনেকেই৷

Last Updated : Feb 16, 2021, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.