ETV Bharat / bharat

Xi Jinping on India-China Relations: ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে আগ্রহী শি জিনপিং, দাবি চিনা বিদেশ মন্ত্রকের - সীমান্ত সমস্যা মেটাতে আগ্রহী শি জিনপিং

Xi Jinping Shows Interest on Improving India-China Relations: দুটি দেশ ও দেশের জনগণের স্বার্থে, বিশ্ব ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে উদ্যোগী চিন ৷ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমনই জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷

Xi Jinping on India-China Relations ETV BHARAT
Xi Jinping on India-China Relations
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 11:26 AM IST

বেজিং, 25 অগস্ট: ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে আগ্রহ প্রকাশ করল চিন ৷ এমনটাই দাবি চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিনের ৷ তাঁর দাবি, জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টি উঠে আসে ৷ জিনপিং নিজে মোদির কাছে দু'দেশের মধ্যে সম্পর্কের উন্নতির প্রস্তাব রাখেন বলে দাবি করেছেন ওয়াং ওয়েনবিন ৷ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ওই বৈঠকে ভারত-চিন সম্পর্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর আলোচনা হয় ৷

ওয়েনবিনের মতে, জিনপিং মনে করেন ভারত ও চিনের পারস্পরিক সম্পর্কের উন্নতি দুটি দেশ ও তাদের জনগণের জন্য জরুরি। পাশাপাশি বিশ্ব ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সামগ্রিক উন্নয়নের জন্যও সহায়ক ৷ ওয়েনবিনের কথায়, "দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক স্বার্থের কথা মাথায় রাখা উচিত ৷ আর তাই সীমান্ত সমস্যা যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে ৷ যাতে যৌথভাবে সীমান্ত অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা যায় ৷’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দ্বিপাক্ষিক বৈঠকে লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে চলতে থাকা সমস্যা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন ৷ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রের দাবি, দুই রাষ্ট্রপ্রধান সংশ্লিষ্ট আধিকারিকদের মাধ্যমে দ্রুত সীমান্ত নিয়ে সমস্যা মেটানোর চেষ্টা জোরদার করতে সম্মত হয়েছেন ৷ উল্লেখ্য, এ নিয়ে ভারতের তরফে বিদেশ সচিব বিনয় মোহন কোয়াতরা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস সম্মেলনে সকল সদস্য দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ৷ যেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় সীমান্তে শান্তি বজায় রাখার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মোদি ৷

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে করমর্দন মোদি-জিনপিংয়ের

বিশেষত, লাইন অফ অ্যাকচুয়ার কন্ট্রোলের গুরুত্বকে সম্মান জানিয়ে দুই দেশের মধ্যে থাকা চুক্তিগুলিকে সহজভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷ আর তা করার জন্য সীমান্তে শান্তি-শৃঙ্খলা এবং কূটনৈতিক সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা এএনআই)

বেজিং, 25 অগস্ট: ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে আগ্রহ প্রকাশ করল চিন ৷ এমনটাই দাবি চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিনের ৷ তাঁর দাবি, জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টি উঠে আসে ৷ জিনপিং নিজে মোদির কাছে দু'দেশের মধ্যে সম্পর্কের উন্নতির প্রস্তাব রাখেন বলে দাবি করেছেন ওয়াং ওয়েনবিন ৷ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ওই বৈঠকে ভারত-চিন সম্পর্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর আলোচনা হয় ৷

ওয়েনবিনের মতে, জিনপিং মনে করেন ভারত ও চিনের পারস্পরিক সম্পর্কের উন্নতি দুটি দেশ ও তাদের জনগণের জন্য জরুরি। পাশাপাশি বিশ্ব ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সামগ্রিক উন্নয়নের জন্যও সহায়ক ৷ ওয়েনবিনের কথায়, "দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক স্বার্থের কথা মাথায় রাখা উচিত ৷ আর তাই সীমান্ত সমস্যা যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে ৷ যাতে যৌথভাবে সীমান্ত অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা যায় ৷’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দ্বিপাক্ষিক বৈঠকে লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে চলতে থাকা সমস্যা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন ৷ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রের দাবি, দুই রাষ্ট্রপ্রধান সংশ্লিষ্ট আধিকারিকদের মাধ্যমে দ্রুত সীমান্ত নিয়ে সমস্যা মেটানোর চেষ্টা জোরদার করতে সম্মত হয়েছেন ৷ উল্লেখ্য, এ নিয়ে ভারতের তরফে বিদেশ সচিব বিনয় মোহন কোয়াতরা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস সম্মেলনে সকল সদস্য দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ৷ যেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় সীমান্তে শান্তি বজায় রাখার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মোদি ৷

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে করমর্দন মোদি-জিনপিংয়ের

বিশেষত, লাইন অফ অ্যাকচুয়ার কন্ট্রোলের গুরুত্বকে সম্মান জানিয়ে দুই দেশের মধ্যে থাকা চুক্তিগুলিকে সহজভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷ আর তা করার জন্য সীমান্তে শান্তি-শৃঙ্খলা এবং কূটনৈতিক সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.