ETV Bharat / bharat

Rahul Gandhi on China: চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ভারত সরকার তথ্য গোপন করছে, কেন্দ্রকে তোপ রাহুলের

শুক্রবার ছিল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) শততম দিন ৷ এদিন রাজস্থানের দৌসায় যাত্রায় অংশ নেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ পরে জয়পুরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানে তিনি চিন ইস্যুতে ভারত সরকারের বিরুদ্ধে তোপ দাগেন (Rahul Gandhi on China) ৷

china-is-preparing-for-war-says-rahul-gandhi-in-jaipur-rajasthan
Rahul Gandhi on China: চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ভারত সরকার তথ্য গোপন করছে, কেন্দ্রকে তোপ রাহুলের
author img

By

Published : Dec 16, 2022, 6:32 PM IST

Updated : Dec 16, 2022, 6:56 PM IST

জয়পুর, 16 ডিসেম্বর: ভারত ও চিনের (India-China Faceoff) মধ্যে তাওয়াংয়ে (Tawang) সীমান্ত বিবাদ নিয়ে যখন বিতর্ক চলছে, সেই সময়ই বড়সড় বিবৃতি দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) । শুক্রবার জয়পুরে এক সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ সেখানে তিনি বলেন, ‘‘চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে । চিনের হুমকি স্পষ্ট দেখা যাচ্ছে । ভারত সরকার তথ্য গোপন করছে ।’’

প্রসঙ্গত, গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াংয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চিনের সেনার সংঘর্ষ হয় ৷ দু‘পক্ষেরই বেশ কয়েকজন আহত হন ৷ 11 ডিসেম্বর এই নিয়ে দুই দেশের সেনার কংমান্ডার পর্যায়ে বৈঠক হয় ৷ তারও পরে বিষয়টি প্রকাশ্যে আসে ৷

তার পর এই নিয়ে হইচই হয় দেশের রাজনীতিতে ৷ উত্তাল হয় সংসদ ৷ সংসদে বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ এবার সামগ্রিক বিষয় নিয়ে পালটা মোদি সরকারকে পালটা আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

তিনি বলেন, "চিনের পক্ষ থেকে একটি স্পষ্ট হুমকি রয়েছে । সরকার এটাকে আড়াল করার চেষ্টা করছে । কিন্তু সেই হুমকি উপেক্ষা করা বা লুকানো যাবে না । চিন লাদাখ এবং অরুণাচল প্রদেশের দিকে আক্রমণাত্মক প্রস্তুতি নিচ্ছে । ভারত সরকার ঘুমিয়ে রয়েছে । এটা শুনতে চায় না । চিন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ শুধু অনুপ্রবেশ করতে চায় না ৷’’

এর পর রাহুলের সংযোজন, "আপনি যদি তাদের অস্ত্রের প্যাটার্ন দেখেন, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে । আমাদের সরকার তা লুকিয়ে রাখছে এবং মেনে নিচ্ছে না ৷" তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকেও (S Jaishankar) কটাক্ষ করেন ৷ জানান যে বিদেশমন্ত্রীর বিষয়টি বোঝা উচিত ৷

তিনি আরও বলেন, "এটা ঘটছে কারণ ভারত সরকার বিষয়ভিত্তিক কাজ করছে এবং কৌশলগতভাবে কাজ করছে না । যখন আন্তর্জাতিক সম্পর্কের বিষয় থাকে, তখন কোনও পৃথক বিষয় সেখানে কাজ করে না । সেখানে শক্তি কাজ করে । আমি একাধিকবার বলেছি যে আমাদের সতর্ক হওয়া উচিত ।’’

আরও পড়ুন: রাহুলের ভারত জোড়ো যাত্রার সেঞ্চুরি, যোগ দিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী

জয়পুর, 16 ডিসেম্বর: ভারত ও চিনের (India-China Faceoff) মধ্যে তাওয়াংয়ে (Tawang) সীমান্ত বিবাদ নিয়ে যখন বিতর্ক চলছে, সেই সময়ই বড়সড় বিবৃতি দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) । শুক্রবার জয়পুরে এক সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ সেখানে তিনি বলেন, ‘‘চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে । চিনের হুমকি স্পষ্ট দেখা যাচ্ছে । ভারত সরকার তথ্য গোপন করছে ।’’

প্রসঙ্গত, গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াংয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চিনের সেনার সংঘর্ষ হয় ৷ দু‘পক্ষেরই বেশ কয়েকজন আহত হন ৷ 11 ডিসেম্বর এই নিয়ে দুই দেশের সেনার কংমান্ডার পর্যায়ে বৈঠক হয় ৷ তারও পরে বিষয়টি প্রকাশ্যে আসে ৷

তার পর এই নিয়ে হইচই হয় দেশের রাজনীতিতে ৷ উত্তাল হয় সংসদ ৷ সংসদে বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ এবার সামগ্রিক বিষয় নিয়ে পালটা মোদি সরকারকে পালটা আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

তিনি বলেন, "চিনের পক্ষ থেকে একটি স্পষ্ট হুমকি রয়েছে । সরকার এটাকে আড়াল করার চেষ্টা করছে । কিন্তু সেই হুমকি উপেক্ষা করা বা লুকানো যাবে না । চিন লাদাখ এবং অরুণাচল প্রদেশের দিকে আক্রমণাত্মক প্রস্তুতি নিচ্ছে । ভারত সরকার ঘুমিয়ে রয়েছে । এটা শুনতে চায় না । চিন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ শুধু অনুপ্রবেশ করতে চায় না ৷’’

এর পর রাহুলের সংযোজন, "আপনি যদি তাদের অস্ত্রের প্যাটার্ন দেখেন, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে । আমাদের সরকার তা লুকিয়ে রাখছে এবং মেনে নিচ্ছে না ৷" তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকেও (S Jaishankar) কটাক্ষ করেন ৷ জানান যে বিদেশমন্ত্রীর বিষয়টি বোঝা উচিত ৷

তিনি আরও বলেন, "এটা ঘটছে কারণ ভারত সরকার বিষয়ভিত্তিক কাজ করছে এবং কৌশলগতভাবে কাজ করছে না । যখন আন্তর্জাতিক সম্পর্কের বিষয় থাকে, তখন কোনও পৃথক বিষয় সেখানে কাজ করে না । সেখানে শক্তি কাজ করে । আমি একাধিকবার বলেছি যে আমাদের সতর্ক হওয়া উচিত ।’’

আরও পড়ুন: রাহুলের ভারত জোড়ো যাত্রার সেঞ্চুরি, যোগ দিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী

Last Updated : Dec 16, 2022, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.