ETV Bharat / bharat

Chinese Claim: অরুণাচলের 11 জায়গাকে দক্ষিণের তিব্বতের অংশ বলে দাবি চিনের - অরুণাচলের 11 জায়গাকে দক্ষিণের তিব্বতের অংশ

অরুণাচল প্রদেশের 11টি জায়াগাকে চিনের তরফে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করা হয়েছে ৷ এর আগেই দু’বার এই ধরনের দাবি করেছিল চিন ৷

Chinese Claim
Chinese Claim
author img

By

Published : Apr 4, 2023, 12:33 PM IST

তেজপুর (অসম), 4 এপ্রিল: অরুণাচল প্রদেশের 11টি জায়গাকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করল চিন ৷ চিনের নাগরিক বিষয়ক মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ তালিকায় অরুণাচল প্রদেশের নদী, পাহাড়, জমি ও লোকালয়ও রয়েছে ৷ চিনা সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস এই খবর দিয়েছে ৷ যা নিয়ে রীতিমতো হইচই পড়েছে সর্বত্র ৷

তবে এই প্রথম নয়, এর আগেও অরুণাচল প্রদেশের একাধিক জায়গা নিজেদের বলে দাবি করেছিল চিন ৷ এর আগে তারা এই ধরনের ঘোষণা দু’বার করেছিল ৷ প্রথমবার তারা 2017 সালে অরুণাচল প্রদেশের ছ’টি এলাকাকে নিজেদের বলে দাবি করে ৷ তার পর 2021 সালে আবার একই ধরনের দাবি তোলে ৷ সেবার তারা অরুণাচল প্রদেশের 15টি এলাকাকে নিজেদের অংশ বলে দাবি করে ৷ তার পর আবার 2023 এ একই দাবি তোলা হয় ৷ এবার নতুন 11টি জায়গার দাবি করা হয়েছে চিনের তরফে ৷

এবার তারা যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় অরুণচল প্রদেশের দু’টি স্থলভাগ রয়েছে ৷ দু’টি নদীও রয়েছে তালিকায় ৷ পাঁচটি পর্বতকেও ওই তালিকায় রেখেছে চিন ৷ আর রাখা হয়েছে দু’টি লোকালয়কে ৷ প্রতিটি জায়গারই চিনা ভাষায় নতুন করে নাম রাখা হয়েছে ৷ সেই জায়গাগুলি দক্ষিণ তিব্বতের অংশ বলে জানানো হয়েছে চিনের তরফে ৷

প্রসঙ্গত, প্রায়ই চিনের সেনার বিরুদ্ধে অরুণাচল প্রদেশে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ ওঠে ৷ গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে তারা ভারতীয় সীমান্তে ঢুকে পড়ার চেষ্টা করেছিল ৷ কিন্তু ভারতীয় সেনার তরফে তা ব্যর্থ করে দেওয়া হয় ৷ ভারতীয় সেনার তাড়া খেয়ে চিনা সেনা পালিয়ে যায় ৷ সেই ভিডিয়ো সেই সময় প্রকাশ্যে এসেছিল ৷

সেই সরকারি তরফে ভারতীয় সেনার বীরত্বের প্রশংসা করা হয়েছিল ৷ চিন ভারতের কোনও অংশে প্রবেশ করতে পারেনি বলে সরকারি তরফে জানানো হয় ৷ তবে তা নিয়ে রাজনৈতিক বিতর্কও হয়েছিল ৷ চিন প্রশ্নে বিরোধীরা বিদ্ধ করেছিল কেন্দ্রের মোদি সরকারকে ৷

তবে ভারত ও চিনের এই সীমান্ত বিবাদ নতুন নয় ৷ মাঝেমধ্যেই এই নিয়ে দুই দেশের মধ্যে গোলমাল বাঁধে ৷ যেমন ডোকলাম নিয়ে বেঁধেছিল ৷ তার পর 2020 সালে পূর্ব লাদাখের গালওয়ানে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ হয় ৷ সেই সময় বেশ কয়েকজন ভারতীয় সেনা জওয়ান শহিদ হন ৷ চিনের অনেকের মৃত্যু হয় ৷ কিন্তু সেই সংখ্যা চিনের তরফে কখনোই প্রকাশ্যে আনা হয়নি ৷

আরও পড়ুন: অরুণাচল প্রদেশ ভারতের, ম্যাকমোহন লাইনকে স্বীকৃতি দিল আমেরিকা

তেজপুর (অসম), 4 এপ্রিল: অরুণাচল প্রদেশের 11টি জায়গাকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করল চিন ৷ চিনের নাগরিক বিষয়ক মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ তালিকায় অরুণাচল প্রদেশের নদী, পাহাড়, জমি ও লোকালয়ও রয়েছে ৷ চিনা সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস এই খবর দিয়েছে ৷ যা নিয়ে রীতিমতো হইচই পড়েছে সর্বত্র ৷

তবে এই প্রথম নয়, এর আগেও অরুণাচল প্রদেশের একাধিক জায়গা নিজেদের বলে দাবি করেছিল চিন ৷ এর আগে তারা এই ধরনের ঘোষণা দু’বার করেছিল ৷ প্রথমবার তারা 2017 সালে অরুণাচল প্রদেশের ছ’টি এলাকাকে নিজেদের বলে দাবি করে ৷ তার পর 2021 সালে আবার একই ধরনের দাবি তোলে ৷ সেবার তারা অরুণাচল প্রদেশের 15টি এলাকাকে নিজেদের অংশ বলে দাবি করে ৷ তার পর আবার 2023 এ একই দাবি তোলা হয় ৷ এবার নতুন 11টি জায়গার দাবি করা হয়েছে চিনের তরফে ৷

এবার তারা যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় অরুণচল প্রদেশের দু’টি স্থলভাগ রয়েছে ৷ দু’টি নদীও রয়েছে তালিকায় ৷ পাঁচটি পর্বতকেও ওই তালিকায় রেখেছে চিন ৷ আর রাখা হয়েছে দু’টি লোকালয়কে ৷ প্রতিটি জায়গারই চিনা ভাষায় নতুন করে নাম রাখা হয়েছে ৷ সেই জায়গাগুলি দক্ষিণ তিব্বতের অংশ বলে জানানো হয়েছে চিনের তরফে ৷

প্রসঙ্গত, প্রায়ই চিনের সেনার বিরুদ্ধে অরুণাচল প্রদেশে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ ওঠে ৷ গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে তারা ভারতীয় সীমান্তে ঢুকে পড়ার চেষ্টা করেছিল ৷ কিন্তু ভারতীয় সেনার তরফে তা ব্যর্থ করে দেওয়া হয় ৷ ভারতীয় সেনার তাড়া খেয়ে চিনা সেনা পালিয়ে যায় ৷ সেই ভিডিয়ো সেই সময় প্রকাশ্যে এসেছিল ৷

সেই সরকারি তরফে ভারতীয় সেনার বীরত্বের প্রশংসা করা হয়েছিল ৷ চিন ভারতের কোনও অংশে প্রবেশ করতে পারেনি বলে সরকারি তরফে জানানো হয় ৷ তবে তা নিয়ে রাজনৈতিক বিতর্কও হয়েছিল ৷ চিন প্রশ্নে বিরোধীরা বিদ্ধ করেছিল কেন্দ্রের মোদি সরকারকে ৷

তবে ভারত ও চিনের এই সীমান্ত বিবাদ নতুন নয় ৷ মাঝেমধ্যেই এই নিয়ে দুই দেশের মধ্যে গোলমাল বাঁধে ৷ যেমন ডোকলাম নিয়ে বেঁধেছিল ৷ তার পর 2020 সালে পূর্ব লাদাখের গালওয়ানে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ হয় ৷ সেই সময় বেশ কয়েকজন ভারতীয় সেনা জওয়ান শহিদ হন ৷ চিনের অনেকের মৃত্যু হয় ৷ কিন্তু সেই সংখ্যা চিনের তরফে কখনোই প্রকাশ্যে আনা হয়নি ৷

আরও পড়ুন: অরুণাচল প্রদেশ ভারতের, ম্যাকমোহন লাইনকে স্বীকৃতি দিল আমেরিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.