ETV Bharat / bharat

Helium Balloon Bursts in Bengaluru: বেঙ্গালুরুতে হিলিয়াম গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ 4 শিশু-সহ পাঁচ

বেঙ্গালুরুতে হিলিয়াম গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ 4 শিশু-সহ পাঁচজন ৷ তারা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Helium Balloon Bursts in Bengaluru
হিলিয়াম গ্যাস বেলুন বিস্ফোরণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 3:47 PM IST

বেঙ্গালুরু, 2 অক্টোবর: জন্মদিনের পার্টিতে হিলিয়াম গ্যাস বেলুন বিস্ফোরণ ৷ ঘটনায় গুরুতর আহত চার শিশু-সহ পাঁচ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কাদুগোদি থানার অন্তর্গত বেলাথুরে। শনিবার সন্ধ্যায় যখন সকলে জন্মদিনের পার্টিতে ব্যস্ত ছিল, সে সময় হঠাৎ এই মর্মান্তিক ঘটনা ঘটে । বিজয় কুমার (44), ধ্যান (7), সঞ্জয় (8), সোহিলা (03) এবং অন্য একটি শিশু দগ্ধ হয়েছে । তাদের ভিক্টোরিয়া হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানেই তাদের এখনও চিকিৎসা চলছে ।

জানা গিয়েছে, বেলাথুরের একটি বাড়িতে এক শিশুর জন্মদিন পালন হচ্ছিল ৷ তার জন্য সেখানে হিলিয়াম ভরতি গ্যাস বেলুন আনা হয়েছিল । শিশুরা বেলুনগুলি দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে খেলছিল। বাড়ির দ্বিতীয় তলার সামনে দিয়ে বৈদ্যুতিক তার গিয়েছে, বেলুনটি তাতে স্পর্শ করে । এর জেরেই সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায় এবং আগুনের লেলিহান শিখা ভিড়ের মধ্যে ছড়িয়ে পড়ে । তাতেই শিশু-সহ ব্যক্তিটি গুরুতর আহত হন ৷ কাদুগোদি থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার ফেটে পুড়ল তাজপুর সমুদ্র সৈকতের 4টি হোটেল

হোয়াইটফিল্ড মহকুমা ডিসিপি সঞ্জীব পাটিল বলেছেন, "শনিবার সন্ধ্যায় কাদুগোদি থানার অন্তর্গত বেলাথুরের একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে । একটি মেয়ের জন্মদিন পালনের জন্য গ্যাস ভরতি বেলুন আনা হয়েছিল সেখানে। এই বেলুনগুলি বাড়ির উপরের তলায় নিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিন তারে স্পর্শ হয়ে যায়। যার ফলে বিস্ফোরণে ঘটে ৷ বেলুনে আগুন লেগে চার শিশু-সহ পাঁচজন গুরুতর আহত হয়েছে ।" তিনি জানান, আহতদের ভিক্টোরিয়া হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জন্মদিন পালন করা পরিবার ও আশেপাশের বাসিন্দাদের মধ্যে ৷

বেঙ্গালুরু, 2 অক্টোবর: জন্মদিনের পার্টিতে হিলিয়াম গ্যাস বেলুন বিস্ফোরণ ৷ ঘটনায় গুরুতর আহত চার শিশু-সহ পাঁচ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কাদুগোদি থানার অন্তর্গত বেলাথুরে। শনিবার সন্ধ্যায় যখন সকলে জন্মদিনের পার্টিতে ব্যস্ত ছিল, সে সময় হঠাৎ এই মর্মান্তিক ঘটনা ঘটে । বিজয় কুমার (44), ধ্যান (7), সঞ্জয় (8), সোহিলা (03) এবং অন্য একটি শিশু দগ্ধ হয়েছে । তাদের ভিক্টোরিয়া হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানেই তাদের এখনও চিকিৎসা চলছে ।

জানা গিয়েছে, বেলাথুরের একটি বাড়িতে এক শিশুর জন্মদিন পালন হচ্ছিল ৷ তার জন্য সেখানে হিলিয়াম ভরতি গ্যাস বেলুন আনা হয়েছিল । শিশুরা বেলুনগুলি দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে খেলছিল। বাড়ির দ্বিতীয় তলার সামনে দিয়ে বৈদ্যুতিক তার গিয়েছে, বেলুনটি তাতে স্পর্শ করে । এর জেরেই সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায় এবং আগুনের লেলিহান শিখা ভিড়ের মধ্যে ছড়িয়ে পড়ে । তাতেই শিশু-সহ ব্যক্তিটি গুরুতর আহত হন ৷ কাদুগোদি থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার ফেটে পুড়ল তাজপুর সমুদ্র সৈকতের 4টি হোটেল

হোয়াইটফিল্ড মহকুমা ডিসিপি সঞ্জীব পাটিল বলেছেন, "শনিবার সন্ধ্যায় কাদুগোদি থানার অন্তর্গত বেলাথুরের একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে । একটি মেয়ের জন্মদিন পালনের জন্য গ্যাস ভরতি বেলুন আনা হয়েছিল সেখানে। এই বেলুনগুলি বাড়ির উপরের তলায় নিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিন তারে স্পর্শ হয়ে যায়। যার ফলে বিস্ফোরণে ঘটে ৷ বেলুনে আগুন লেগে চার শিশু-সহ পাঁচজন গুরুতর আহত হয়েছে ।" তিনি জানান, আহতদের ভিক্টোরিয়া হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জন্মদিন পালন করা পরিবার ও আশেপাশের বাসিন্দাদের মধ্যে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.