পিথোরগড়, 14 সেপ্টেম্বর: চিকিৎসকের 'গাফিলতি'তে প্রাণ গেল শিশুর ৷ এমনই একটি ঘটনা সামনে এসেছে ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখান থেকে জানা গিয়েছে, অসুস্থ শিশুকে নিয়ে মা উত্তরাখণ্ডের বিডি পাণ্ডে হাসপাতালে পৌঁছন ৷ কিন্তু সময়মতো চিকিৎসা না পেয়ে অকালে মৃত্যু হয় শিশুটির ৷ যদিও ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি (Child death in Pithoragarh Hospital due to Doctor negligence in Uttarakand) ৷
শিশুটির বয়স 4 বছর ৷ তার বাবা ও মা তাকে পিথোরগড়ের বিডি পাণ্ডে হাসপাতালে (BD Pandey Hospital Pithoragarh) নিয়ে আসেন ৷ শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে ইমার্জেন্সি বা জরুরি বিভাগে ডাক্তারদের কাছে নিয়ে যান ৷ সেখানে ডাক্তার বাবা-মাকে বাচ্চাটিকে নিয়ে ওপিডি অর্থাৎ বহির্বিভাগে দেখানোর পরামর্শ দেন ৷
আরও পড়ুন: বুনিয়াদপুরে সদ্যোজাত ও প্রসূতি মৃত্যুর ঘটনায় নার্সিংহোমে ভাঙচুর
সেই অনুযায়ী অসুস্থ বাচ্চাটিকে নিয়ে মা ওপিডি বিভাগের টিকিট করতে যান ৷ সেখানেও প্রচুর রোগীর ভিড় ছিল ৷ এর মধ্যেই বাচ্চাটি মারা যায় ৷ হাসপাতালে কোনও এক ব্যক্তি এই পুরো ঘটনাটির ভিডিয়ো করেন বলে জানা গিয়েছে ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাচ্চাটির বাবা তার মৃত সন্তানকে কাঁধে নিয়েছেন এবং নিজের মাথা ধরে বসে আছেন ৷ বাচ্চাটির মা কেঁদেই চলেছেন ৷
এই ঘটনায় আবারও দেশে চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে ৷ সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এভাবে আর কত বাচ্চা, তরুণ, প্রবীণ প্রাণ হারাবে ?