ETV Bharat / bharat

Morbi Bridge Tragedy: মোরবি সেতু দুর্ঘটনা ! সাসপেন্ড পৌরসভার প্রধান আধিকারিক

author img

By

Published : Nov 4, 2022, 11:26 AM IST

Updated : Nov 4, 2022, 12:58 PM IST

আগের রবিবার অর্থাৎ 30 অক্টোবর গুজরাতে মোরবি সেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ মারা গিয়েছেন 130 জনেরও বেশি মানুষ ৷ জখম বহু (Morbi Bridge Accident) ৷ রাজ্য নগরোন্নয়ন দফতর কঠিন পদক্ষেপ করল ৷

Morbi Bridge Tragedy
ETV Bharat

মোরবি (গুজরাত), 4 নভেম্বর: মোরবি সেতু ভেঙে ভয়াবহ বিপর্যয় ঘটে গিয়েছে ৷ এই সেতু মেরামতি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তদন্ত শুরু হয়েছে মোদি রাজ্যে ৷ শুক্রবার এই ঘটনায় সাসপেন্ড করা হল মোরবি পৌরসভার প্রধান আধিকারিক সন্দীপসিং ঝালাকে (Morbi Municipality's Chief Officer Sandipsinh Zala) ৷ 30 অক্টোবর সন্ধে 6টা নাগাদ এই ঝুলন্ত সেতু ভেঙে 130 জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন ৷ জখম আরও বেশি ৷ অনেকেই মোরবি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ৷

মোরবির জেলাশাসক (Morbi District Collector) জি টি পাণ্ডা বলেন, "রাজ্য নগরোন্নয়ন দফতর (state Urban Development Department) মোরবি পৌরসভার চিফ অফিসার সন্দীপসিং ঝালাকে সাসপেন্ড করেছে ৷" সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনার তদন্তে নেমে শুধুমাত্র একজনকে দায়ী করা ঠিক নয় বলে মনে করা হচ্ছে ৷ গুজরাত সরকার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে ৷ তবে ইতিমধ্যে পুলিশ দুর্ঘটনার দিন অর্থাৎ রবিবার, 30 অক্টোবর সেতুর নিরাপত্তা ও ব্যবস্থাপনায় থাকা 9 জনকে গ্রেফতার করেছে (Chief Office of Morbi Nagar Palika suspended over Morbi Bridge accdient) ৷

আরও পড়ুন: সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নামি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা, কিন্ত কেন ? উত্তর অজানা মোরবি প্রশাসনের

মোরবি শহরের মাচ্ছু নদীতে ব্রিটিশ যুগে এই ঝুলন্ত সেতুটি (suspension bridge) তৈরি হয় ৷ দেড়শো বছরের পুরনো এই সেতুটি রক্ষণাবেক্ষণের জন্য ওরেভা গ্রুপের (Oreva Group) সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষরিত হয় ৷ অথচ এর আগে এই সংস্থার সেতু মেরামতি সংক্রান্ত কোনও অভিজ্ঞতাই ছিল না ৷ 8-12 মাসের মধ্যে সেতু মেরামতির কথা ছিল ৷ চুক্তির সাত মাসের মধ্যে সেতু খুলে দেওয়া হয় ৷ এছাড়া, মোরবি পৌরসভা মোরিব সেতু মেরামতি ও তার ব্যবস্থপনার জন্য ওভেরা গ্রুপের সঙ্গে 15 বছরের অর্থাৎ 2037 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ছিল ৷

এর আগে মোরবি পৌরসভার প্রধান আধিকারিক সন্দীপসিং ঝালা ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেছিলেন, "সংস্থাটিকে 15 বছরের জন্য সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ সংস্কারের পর খুলে দেওয়া হয় ৷ কিন্তু কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা অজানা ৷" সেতু মেরামতিতে কী ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল, সেই তথ্যও নেই তাঁর কাছে ৷ তবে চাপের মুখে পৌরসভার এক আধিকারিক জানিয়েছিলেন, কোনও রকম ফিট সার্টিফিকেট ছাড়াই গুজরাতি নতুন বর্ষের প্রথম দিনে এই সেতুটি খুলে দেওয়া হয় ৷ পর্যটকদের ঢল নামে ৷ মানুষের চাপের মুখে ভেঙে পড়ে সেতু ৷ মৃতদের মধ্যে বহু মহিলা ও শিশু ৷

আরও পড়ুন: গুজরাতের সেতু বিপর্যয়ে মর্মাহত বিশ্ব, শোকবার্তা পুতিন-দেউবার

মোরবি (গুজরাত), 4 নভেম্বর: মোরবি সেতু ভেঙে ভয়াবহ বিপর্যয় ঘটে গিয়েছে ৷ এই সেতু মেরামতি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তদন্ত শুরু হয়েছে মোদি রাজ্যে ৷ শুক্রবার এই ঘটনায় সাসপেন্ড করা হল মোরবি পৌরসভার প্রধান আধিকারিক সন্দীপসিং ঝালাকে (Morbi Municipality's Chief Officer Sandipsinh Zala) ৷ 30 অক্টোবর সন্ধে 6টা নাগাদ এই ঝুলন্ত সেতু ভেঙে 130 জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন ৷ জখম আরও বেশি ৷ অনেকেই মোরবি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ৷

মোরবির জেলাশাসক (Morbi District Collector) জি টি পাণ্ডা বলেন, "রাজ্য নগরোন্নয়ন দফতর (state Urban Development Department) মোরবি পৌরসভার চিফ অফিসার সন্দীপসিং ঝালাকে সাসপেন্ড করেছে ৷" সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনার তদন্তে নেমে শুধুমাত্র একজনকে দায়ী করা ঠিক নয় বলে মনে করা হচ্ছে ৷ গুজরাত সরকার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে ৷ তবে ইতিমধ্যে পুলিশ দুর্ঘটনার দিন অর্থাৎ রবিবার, 30 অক্টোবর সেতুর নিরাপত্তা ও ব্যবস্থাপনায় থাকা 9 জনকে গ্রেফতার করেছে (Chief Office of Morbi Nagar Palika suspended over Morbi Bridge accdient) ৷

আরও পড়ুন: সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নামি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা, কিন্ত কেন ? উত্তর অজানা মোরবি প্রশাসনের

মোরবি শহরের মাচ্ছু নদীতে ব্রিটিশ যুগে এই ঝুলন্ত সেতুটি (suspension bridge) তৈরি হয় ৷ দেড়শো বছরের পুরনো এই সেতুটি রক্ষণাবেক্ষণের জন্য ওরেভা গ্রুপের (Oreva Group) সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষরিত হয় ৷ অথচ এর আগে এই সংস্থার সেতু মেরামতি সংক্রান্ত কোনও অভিজ্ঞতাই ছিল না ৷ 8-12 মাসের মধ্যে সেতু মেরামতির কথা ছিল ৷ চুক্তির সাত মাসের মধ্যে সেতু খুলে দেওয়া হয় ৷ এছাড়া, মোরবি পৌরসভা মোরিব সেতু মেরামতি ও তার ব্যবস্থপনার জন্য ওভেরা গ্রুপের সঙ্গে 15 বছরের অর্থাৎ 2037 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ছিল ৷

এর আগে মোরবি পৌরসভার প্রধান আধিকারিক সন্দীপসিং ঝালা ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেছিলেন, "সংস্থাটিকে 15 বছরের জন্য সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ সংস্কারের পর খুলে দেওয়া হয় ৷ কিন্তু কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা অজানা ৷" সেতু মেরামতিতে কী ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল, সেই তথ্যও নেই তাঁর কাছে ৷ তবে চাপের মুখে পৌরসভার এক আধিকারিক জানিয়েছিলেন, কোনও রকম ফিট সার্টিফিকেট ছাড়াই গুজরাতি নতুন বর্ষের প্রথম দিনে এই সেতুটি খুলে দেওয়া হয় ৷ পর্যটকদের ঢল নামে ৷ মানুষের চাপের মুখে ভেঙে পড়ে সেতু ৷ মৃতদের মধ্যে বহু মহিলা ও শিশু ৷

আরও পড়ুন: গুজরাতের সেতু বিপর্যয়ে মর্মাহত বিশ্ব, শোকবার্তা পুতিন-দেউবার

Last Updated : Nov 4, 2022, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.