গুয়াহাটি, 16 জুন : এবার ভারতে আশ্রয় নিতে এলেন মায়ানমারের শিন রাজ্যের মুখ্যমন্ত্রী সালাই লিয়ান লুয়াই ৷ বুধবার মিজোরামের স্বরাষ্ট্র দফতর জানিয়েছে মায়ানমারে সামরিক অভ্যুত্থানের জেরে মিজোরামে এসেছেন তিনি ৷ 2016 সালে মুখ্যমন্ত্রী হন সালাই ৷
মায়ানমারের পশ্চিমে অবস্থিত শিন-ভারত 510 কিলোমিটার দীর্ঘ সীমান্তে ওই প্রদেশের ছ'টি জেলা রয়েছে ৷ এ ছাড়া এই রাজ্যের উত্তরে মণিপুর আর দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশ ৷ সূত্র থেকে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সালাই সোমবার রাতে ভারত-শিন সীমান্তের চাম্পাই শহরের মধ্যে দিয়ে মিজোরামে প্রবেশ করেন ৷ চাম্পাই আর মিজোরামের রাজধানী আইজলের মধ্যে দূরত্ব 185 কিলোমিটার ৷ নাম বলতে না-চাওয়া এক আধিকারিক জানিয়েছেন মুখ্যমন্ত্রী ছাড়া 23 জন আইনপ্রণেতাও এসেছেন মিজোরামে ৷ এঁরা সবাই সু কি-র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)-র সদস্য ৷
আরও পড়ুন : সৌদি আরবের ঘোষণার পর ভারতীয়দের হজ বাতিল করল কমিটি
1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে এখনও পর্যন্ত 9247 জন মায়ানমারবাসী ভারতে এসেছে নিরাপদ আশ্রয়ের জন্যে ৷ এর মধ্যে রাজধানী আইজলেই রয়েছেন 1633 জন ৷ মঙ্গলবার মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানান যে, মায়ানমার থেকে পালিয়ে মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণের জন্য আর্থিক অনুদান ধার্য করেছেন ৷ খুব শীঘ্রই সেই টাকা পাওয়া যাবে ৷
শিন থেকে যাঁরা মিজোরামে আশ্রয় নিয়েছেন, তাঁরা জো নামে পরিচিত ৷ তাঁদের আর মিজোরামের অধিবাসী মিজোসদের পূর্বসূরি, জাতি আর সংস্কৃতি একই ৷