কলকাতা, 2 সেপ্টেম্বর : রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে ফের কেন্দ্র বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগেও বহুবার জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হয়েছেন ৷ পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন ৷ গতকালও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ফের একবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী ৷ টুইটে বিজেপিকে কটাক্ষ করে লেখেন, বিজেপি সরকারের উদাসীনতা ও জনবিরোধী রাজনীতি দেখে তাঁর কষ্ট হয় ৷ পাশাপাশি, জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধিকে ধিক্কার জানিয়েছেন তিনি ৷
গতকাল মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৷ প্রায় 15 দিনের মাথায় এই দাম বাড়ায় এখন কলকাতায় রান্নার গ্যাস কিনতে কড়কড়ে 911 টাকা দিতে হবে ৷ এদিকে করোনা আবহে এমনিতেই সাধারণ মানুষ চরম অর্থ সঙ্কটের মধ্যে রয়েছে ৷ আর বারে বারে পেট্রল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় সরকার ৷
কেন্দ্রের এই নীতি জনবিরোধী বলে কেন্দ্রকে ধিক্কার জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ প্রসঙ্গে "বিজেপি সরকারকে ধিক্কার" (Shame on BJP Government) লেখা একটি পোস্টার দিয়ে টুইট করেন তিনি ৷ সেখানে তিনি বিজেপি সরকারের উদাসীনতাকে কটাক্ষ করে জানান যে "আমরা নজিরবিহীন ভাবে পেট্রল, ডিজেল আর রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি হতে দেখছি ৷ এর জন্য সাধারণ মানুষ আর তাদের পরিবারকে প্রচুর দাম দিতে হচ্ছে ৷ এর ভার বহন করা আর সম্ভব নয় ৷ ক্ষমার অযোগ্য ৷"
-
This is absolutely unacceptable and unpardonable.
— Mamata Banerjee (@MamataOfficial) September 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
I would request the Hon'ble Prime Minister to kindly act upon the concerns of our people and withdraw such hikes, immediately. (2/2)
">This is absolutely unacceptable and unpardonable.
— Mamata Banerjee (@MamataOfficial) September 1, 2021
I would request the Hon'ble Prime Minister to kindly act upon the concerns of our people and withdraw such hikes, immediately. (2/2)This is absolutely unacceptable and unpardonable.
— Mamata Banerjee (@MamataOfficial) September 1, 2021
I would request the Hon'ble Prime Minister to kindly act upon the concerns of our people and withdraw such hikes, immediately. (2/2)
আরও পড়ুন : Rahul on Centre : সরকারের কাছে জিডিপি বৃদ্ধি মানে জ্বালানির মূল্য বৃদ্ধি, কেন্দ্রের সমালোচনায় রাহুল
আরেকটি টুইটে তিনি প্রধানমন্ত্রীকে মানুষের দুর্দশার কথা ভেবে সিদ্ধান্ত নিতে অনুরোধ করেন ৷ তিনি লেখেন, "এখুনি এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে নেওয়া হোক ৷"
1 জুলাই ভর্তুকিবিহীন (non-subsidised) এবং ভর্তুকিযুক্ত (Subsidised) (LPG) সিলিন্ডারের দাম বেড়েছিল 25.50 টাকা করে ৷ 1 অগস্ট ভর্তুকিবিহীন এলপিজি (Non-subsidised LPG) গ্যাসের দাম বাড়ে 25 টাকা ৷ তারপর 18 অগস্ট একই হারে আবারও দাম বাড়ে ৷ গতকাল ফের দাম বেড়েছে এলপিজি সিলন্ডারের ৷