ETV Bharat / bharat

উত্তরসূরী হিসাবে এনভি রামান্নার নাম প্রস্তাব বিচারপতি বোবদের

নিজের উত্তরসূরী হিসাবে বিচারপতি এনভি রামান্নার নাম প্রস্তাব করলেন ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে ৷ আগামী 23 এপ্রিল অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি বোবদে ৷ তারপর প্রধান বিচারপতি হিসাবে রামান্নাকেই দেখতে চান তিনি ৷

r
উত্তরসূরী হিসাবে বিচারপতি এনভি রামান্নার নাম প্রস্তাব বিচারপতি বোবদের
author img

By

Published : Mar 24, 2021, 12:19 PM IST

Updated : Mar 24, 2021, 1:27 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ : নিজের উত্তরসূরী হিসাবে বিচারপতি এনভি রামান্নার নাম প্রস্তাব করলেন ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে ৷ আগামী মাসেই অবসর গ্রহণ করছেন বোবদে ৷ তাই তাঁর পর কে প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন, তা নিয়ে আলাপ-আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে প্রধান বিচারপতির পছন্দ রামান্না ৷

তথ্য বলছে, আগামী 23 এপ্রিল অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি ৷ গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারের তরফে তাঁর কাছে জানতে চাওয়া হয়, নিজের উত্তরসূরী হিসাবে কাকে দেখতে চান তিনি ৷ তারই প্রেক্ষিতে রামান্নার নাম প্রস্তাব হিসাবে উল্লেখ করেছেন বিচারপতি বোবদে ৷

সূত্রের খবর, গত শুক্রবার প্রধান বিচারপতি এসএ বোবদেকে একটি চিঠি পাঠান কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ৷ সেখানেই ভারতের পরবর্তী প্রধান বিচারপতি পদে কাকে নিযুক্ত করা যায়, তা জানতে চেয়ে বর্তমান প্রধান বিচারপতির প্রস্তাব চাওয়া হয় ৷

প্রধান বিচারপতি এসএ বোবদেকে বাদ দিলে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সবথেকে প্রবীণ বিচারপতি হলেন বিচারপতি রামান্না ৷ তাঁর জন্ম 1957 সালের 27 অগাস্ট ৷ তাঁকে যদি প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হয়, তাহলে ওই পদে তিনি থাকতে পারবেন 2022 সালের 26 অগাস্ট পর্যন্ত ৷ সেক্ষেত্র প্রধান বিচারপতি হিসাবে রামান্নার কার্যকালের মেয়াদ হবে 1 বছর 4 মাস ৷

আরও পড়ুন : ধর্ষণে অভিযুক্ত ওই নাবালিকাকে বিয়ে করতে রাজি কি না, জানতে চাইল শীর্ষ আদালত !

রামান্না অন্ধ্রপ্রদেশের মানুষ ৷ কৃষক পরিবারের সন্তান ৷ 2000 সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত হন ৷ 2014 সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে নিয়োগের আগে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিরও দায়িত্ব সামলেছেন রামান্না ৷

জম্মু-কাশ্মীরে যখন মাসের পর মাস ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করে রাখা হয়েছিল, তখন কেন্দ্রের এই পদক্ষেপ অবিলম্বে পুনর্বিবেচনা করা উচিত বলে তার পর্যবেক্ষণে জানিয়েছিল শীর্ষ আদালত ৷ যে বেঞ্চ একথা বলেছিল, তার অন্যতম সদস্য ছিলেন বিচারপতি রামান্না ৷

2019 সালের নভেম্বর মাসে দেশের 47তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছিলেন বিচারপতি বোবদে ৷ বিচারপতি রঞ্জন গগৈয়ের উত্তরসূরী ছিলেন তিনি ৷

নয়াদিল্লি, 24 মার্চ : নিজের উত্তরসূরী হিসাবে বিচারপতি এনভি রামান্নার নাম প্রস্তাব করলেন ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে ৷ আগামী মাসেই অবসর গ্রহণ করছেন বোবদে ৷ তাই তাঁর পর কে প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন, তা নিয়ে আলাপ-আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে প্রধান বিচারপতির পছন্দ রামান্না ৷

তথ্য বলছে, আগামী 23 এপ্রিল অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি ৷ গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারের তরফে তাঁর কাছে জানতে চাওয়া হয়, নিজের উত্তরসূরী হিসাবে কাকে দেখতে চান তিনি ৷ তারই প্রেক্ষিতে রামান্নার নাম প্রস্তাব হিসাবে উল্লেখ করেছেন বিচারপতি বোবদে ৷

সূত্রের খবর, গত শুক্রবার প্রধান বিচারপতি এসএ বোবদেকে একটি চিঠি পাঠান কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ৷ সেখানেই ভারতের পরবর্তী প্রধান বিচারপতি পদে কাকে নিযুক্ত করা যায়, তা জানতে চেয়ে বর্তমান প্রধান বিচারপতির প্রস্তাব চাওয়া হয় ৷

প্রধান বিচারপতি এসএ বোবদেকে বাদ দিলে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সবথেকে প্রবীণ বিচারপতি হলেন বিচারপতি রামান্না ৷ তাঁর জন্ম 1957 সালের 27 অগাস্ট ৷ তাঁকে যদি প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হয়, তাহলে ওই পদে তিনি থাকতে পারবেন 2022 সালের 26 অগাস্ট পর্যন্ত ৷ সেক্ষেত্র প্রধান বিচারপতি হিসাবে রামান্নার কার্যকালের মেয়াদ হবে 1 বছর 4 মাস ৷

আরও পড়ুন : ধর্ষণে অভিযুক্ত ওই নাবালিকাকে বিয়ে করতে রাজি কি না, জানতে চাইল শীর্ষ আদালত !

রামান্না অন্ধ্রপ্রদেশের মানুষ ৷ কৃষক পরিবারের সন্তান ৷ 2000 সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত হন ৷ 2014 সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে নিয়োগের আগে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিরও দায়িত্ব সামলেছেন রামান্না ৷

জম্মু-কাশ্মীরে যখন মাসের পর মাস ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করে রাখা হয়েছিল, তখন কেন্দ্রের এই পদক্ষেপ অবিলম্বে পুনর্বিবেচনা করা উচিত বলে তার পর্যবেক্ষণে জানিয়েছিল শীর্ষ আদালত ৷ যে বেঞ্চ একথা বলেছিল, তার অন্যতম সদস্য ছিলেন বিচারপতি রামান্না ৷

2019 সালের নভেম্বর মাসে দেশের 47তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছিলেন বিচারপতি বোবদে ৷ বিচারপতি রঞ্জন গগৈয়ের উত্তরসূরী ছিলেন তিনি ৷

Last Updated : Mar 24, 2021, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.