ETV Bharat / bharat

CJI over Same Sex Marriage: 'পুরোপুরি নারী বা পুরুষ, জীববিজ্ঞান এটা বলে না', মন্তব্য প্রধান বিচারপতির - Same Sex Marriage recognition Latest News

আজ সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতির মামলার শুনানি হয় সর্বোচ্চ আদালতে ৷ সেখানে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এর শুনানি করছে ৷ গতকাল কেন্দ্রীয় সরকার এর বিরোধিতা করে আদালতে হলফনামা দিয়েছে ৷

Same Sex Marriage
ডি ওয়াই চন্দ্রচূড়
author img

By

Published : Apr 18, 2023, 1:52 PM IST

Updated : Apr 18, 2023, 4:21 PM IST

নয়াদিল্লি, 18 এপ্রিল: পুরোপুরি পুরুষ এবং পুরোপুরি নারী- জীববিজ্ঞানে এমন কোনও ধারণা নেই ৷ জীববিজ্ঞান এমনটা বলে না ৷ সোমবার সমলিঙ্গ বিবাহের বৈধতা বা আইনি স্বীকৃতি সম্পর্কিত মামলায় এই ঐতিহাসিক মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ এদিন মামলায় কেন্দ্রীয় সরকার আদালতে হলফনামা জমা দিয়েছে ৷ তাতে বিজেপি সরকার জানিয়েছে, সমলিঙ্গ বিবাহকে বৈধতা দেওয়ার দাবি শুধুমাত্র শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি ৷

সমলিঙ্গ বিবাহের আইনি বৈধতা চেয়ে একগুচ্ছ আবেদন জমা পড়েছে সর্বোচ্চ আদালতে ৷ সেই মামলায় সর্বোচ্চ আদালত কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল ৷ কেন্দ্র বরাবরই এর বিরোধিতা করে এসেছে ৷ সোমবারও বিজেপি সরকার জানায়, আদালত যেন সমলিঙ্গ বিয়েকে আইনি স্বীকৃতি দিয়ে 'নতুন সামাজিক প্রতিষ্ঠান' তৈরির চেষ্টা না-করে ৷ এই বিষয়টি সংসদের উপর ছেড়ে দিক ৷ মানুষই ঠিক করবে এই অন্য ধরনের বিয়ে সামাজিক ও ধর্মের দিক দিয়ে গ্রহণযোগ্য কি না ৷

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয় ৷ এই বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিমহা ৷ প্রবীণ আইনজীবী কপিল সিবাল জানান, এই মামলায় রাষ্ট্রের অভিমত জানা দরকার ৷ এর উত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহতা মামলার শুনানির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন । সাংবিধানিক বেঞ্চের কাছে তিনি জানান, কেন্দ্র ইতিমধ্যেই প্রাথমিকভাবে এই আবেদনের বিরোধিতা করে একটি মামলা দায়ের করেছে ৷

  • Chief Justice of India says no such thing as an absolute concept of biological man and woman.

    SG reiterates to first take up the Centre's plea raising preliminary objection on the petition seeking recognition of same-sex marriage.

    — ANI (@ANI) April 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এলজিবিটিকিউ+ গোষ্ঠীর আইনি অধিকার প্রসঙ্গে এসজি তুষার মেহতা জানান, ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য আইনে 'ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট' রয়েছে ৷ তাতে তাঁদের অধিকারেই কোনও ফাঁক রাখা হয়নি । আর প্রশ্নটা সামাজিক-আইনি বৈধতাকে অনুমোদন দেওয়ার নয় ৷ আইন অনুযায়ী, এলজিবিটিকিউ+ ব্যক্তিদের বিরুদ্ধে কেউ কোনও বৈষম্যমূলক আচরণ করতে পারে না ৷ তাদের জন্য সংরক্ষণের সুবিধে রয়েছে ৷

আরও পড়ুন: সমকামী বিবাহের আইনি স্বীকৃতির মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, 18 এপ্রিল: পুরোপুরি পুরুষ এবং পুরোপুরি নারী- জীববিজ্ঞানে এমন কোনও ধারণা নেই ৷ জীববিজ্ঞান এমনটা বলে না ৷ সোমবার সমলিঙ্গ বিবাহের বৈধতা বা আইনি স্বীকৃতি সম্পর্কিত মামলায় এই ঐতিহাসিক মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ এদিন মামলায় কেন্দ্রীয় সরকার আদালতে হলফনামা জমা দিয়েছে ৷ তাতে বিজেপি সরকার জানিয়েছে, সমলিঙ্গ বিবাহকে বৈধতা দেওয়ার দাবি শুধুমাত্র শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি ৷

সমলিঙ্গ বিবাহের আইনি বৈধতা চেয়ে একগুচ্ছ আবেদন জমা পড়েছে সর্বোচ্চ আদালতে ৷ সেই মামলায় সর্বোচ্চ আদালত কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল ৷ কেন্দ্র বরাবরই এর বিরোধিতা করে এসেছে ৷ সোমবারও বিজেপি সরকার জানায়, আদালত যেন সমলিঙ্গ বিয়েকে আইনি স্বীকৃতি দিয়ে 'নতুন সামাজিক প্রতিষ্ঠান' তৈরির চেষ্টা না-করে ৷ এই বিষয়টি সংসদের উপর ছেড়ে দিক ৷ মানুষই ঠিক করবে এই অন্য ধরনের বিয়ে সামাজিক ও ধর্মের দিক দিয়ে গ্রহণযোগ্য কি না ৷

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয় ৷ এই বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিমহা ৷ প্রবীণ আইনজীবী কপিল সিবাল জানান, এই মামলায় রাষ্ট্রের অভিমত জানা দরকার ৷ এর উত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহতা মামলার শুনানির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন । সাংবিধানিক বেঞ্চের কাছে তিনি জানান, কেন্দ্র ইতিমধ্যেই প্রাথমিকভাবে এই আবেদনের বিরোধিতা করে একটি মামলা দায়ের করেছে ৷

  • Chief Justice of India says no such thing as an absolute concept of biological man and woman.

    SG reiterates to first take up the Centre's plea raising preliminary objection on the petition seeking recognition of same-sex marriage.

    — ANI (@ANI) April 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এলজিবিটিকিউ+ গোষ্ঠীর আইনি অধিকার প্রসঙ্গে এসজি তুষার মেহতা জানান, ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য আইনে 'ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট' রয়েছে ৷ তাতে তাঁদের অধিকারেই কোনও ফাঁক রাখা হয়নি । আর প্রশ্নটা সামাজিক-আইনি বৈধতাকে অনুমোদন দেওয়ার নয় ৷ আইন অনুযায়ী, এলজিবিটিকিউ+ ব্যক্তিদের বিরুদ্ধে কেউ কোনও বৈষম্যমূলক আচরণ করতে পারে না ৷ তাদের জন্য সংরক্ষণের সুবিধে রয়েছে ৷

আরও পড়ুন: সমকামী বিবাহের আইনি স্বীকৃতির মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট

Last Updated : Apr 18, 2023, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.