ETV Bharat / bharat

CJI D Y Chandrachud: 42 মহিলা বিচারক নিয়োগ, 'সময় বদলানোর ইঙ্গিত', বললেন দেশের প্রধান বিচারপতি - মহিলা বিচারক

মহারাষ্ট্রের জেলা দায়রা আদালতে 75 জন নতুন বিচারক নিয়োগ করলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ তাঁদের মধ্যে 42 জনই মহিলা ৷ বিচারক পদে মহিলাদের এই নিয়োগে উচ্ছ্বসিত দেশের প্রধান বিচারপতি ৷

ETV Bharat
দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 7:37 AM IST

Updated : Oct 7, 2023, 7:49 AM IST

নয়াদিল্লি, 7 অক্টোবর: "জেলা দায়রা আদালতে আরও বেশি সংখ্যায় মহিলা বিচারক যোগ দিচ্ছেন ৷ সময় যে বদলাচ্ছে এটা তারই ইঙ্গিত ৷" শুক্রবার এমনটাই বললেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ এদিনমহারাষ্ট্রে 75 জন বিচারককে নিয়োগ করেন তিনি ৷ তিনি এদিন ঘোষণা করেন, 75 জন বিচারকের মধ্যে 42 জন মহিলা ৷ নবনিযুক্ত এই বিচারকদের মধ্যে জাতীয় স্তরের খেলোয়াড়, সফল গায়িকা, চিত্রশিল্পীরাও আছেন ৷

তিনি বলেন, "75 জনের এই ব্যাচের মধ্যে 42 জন মহিলা এবং 33 জন পুরুষ ৷ 5 জন জেলা বিচারককে সরাসরি নিযুক্ত করা হচ্ছে ৷ এর মধ্যে 2 জন মহিলা ৷ সময়ের পরিবর্তন হচ্ছে ৷ এই ঘটনা সে কথাই বলছে ৷ প্রায় 40 শতাংশ মহিলা বিচারক হিসেবে জেলার বিচার ব্যবস্থায় যোগ দিয়েছেন ৷" তিনি আরও জানান, আদালতে মহিলা বিচারকের নিযুক্ত হওয়ার বিষয়টি অনুপ্রেরণা দেয় ৷

এদিন আদালতের বিচার প্রক্রিয়া দেখতে মহারাষ্ট্রের বিচারকরা দেশের প্রধান বিচারপতির কক্ষে উপস্থিত হন ৷ সেখানে একটি মামলার সওয়াল-জবাবে হাজির ছিলেন প্রবীণ আইনজীবী দুষ্মন্ত দাবে ৷ তিনি বলেন, "সাংবিধানিক আদালতগুলিতে মহিলারা যোগ দিন ৷ তাঁদের আমরা স্বাগত জানাই ৷"

কোনও আইনজীবীর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের ক্ষেত্রে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন ৷ প্রধান বিচারপতি উপস্থিত বিচারকদের এই কথা জানিয়ে বলেন, "15 বছর আগে যে যাত্রার সূচনা হয়েছিল আজ তা পূর্ণতা পাচ্ছে ৷ আজ আমরা যাঁদের এই বিচারক হিসেবে নিযুক্ত করছি, তাঁরা সেটা প্রমাণ করছেন ৷"

বহু আইনজীবী ঠিকঠাক শুনতে পান না ৷ তাঁদের সহযোগিতা করতে সম্প্রতি আদালতে ইন্টারপ্রিটার নিয়োগ করা হয়েছে ৷ সুপ্রিম কোর্টে এই ধরনের নিয়োগের মাধ্যমে ইতিহাস তৈরি করেছে ৷ এই ঘটনার উল্লেখ করে দেশের প্রধান বিচারপতি বলেন, "আমি সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে বলছিলাম, এবার থেকে সাংবিধানিক বেঞ্চের মামলাগুলিতেও ইন্টারপ্রিটার নিয়োগের বন্দোবস্ত করতে হবে ৷ যাতে আদালত কক্ষে উপস্থিত আরও বেশি শ্রোতার কাছে বিচার-প্রক্রিয়াটি পৌঁছে দেওয়া যায় ৷" আইনজীবী সারাহ সানির শ্রবণের সমস্যা রয়েছে ৷ সর্বোচ্চ আদালত রেজিস্ট্রিকে নির্দেশ দিয়েছে, তাঁর জন্য একজন ইন্টারপ্রিটার নিয়োগ করতে হবে ৷ এই পদক্ষেপকে স্বাগত জানান আরেক প্রবীণ আইনজীবী মেনকা গুরুস্বামী ৷

আরও পড়ুন: আইনজীবীর পারিশ্রমিক হিসেবে মিলেছিল মায়ের জন্য শাড়ি! স্মৃতিচারণে দেশের প্রধান বিচারপতি

নয়াদিল্লি, 7 অক্টোবর: "জেলা দায়রা আদালতে আরও বেশি সংখ্যায় মহিলা বিচারক যোগ দিচ্ছেন ৷ সময় যে বদলাচ্ছে এটা তারই ইঙ্গিত ৷" শুক্রবার এমনটাই বললেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ এদিনমহারাষ্ট্রে 75 জন বিচারককে নিয়োগ করেন তিনি ৷ তিনি এদিন ঘোষণা করেন, 75 জন বিচারকের মধ্যে 42 জন মহিলা ৷ নবনিযুক্ত এই বিচারকদের মধ্যে জাতীয় স্তরের খেলোয়াড়, সফল গায়িকা, চিত্রশিল্পীরাও আছেন ৷

তিনি বলেন, "75 জনের এই ব্যাচের মধ্যে 42 জন মহিলা এবং 33 জন পুরুষ ৷ 5 জন জেলা বিচারককে সরাসরি নিযুক্ত করা হচ্ছে ৷ এর মধ্যে 2 জন মহিলা ৷ সময়ের পরিবর্তন হচ্ছে ৷ এই ঘটনা সে কথাই বলছে ৷ প্রায় 40 শতাংশ মহিলা বিচারক হিসেবে জেলার বিচার ব্যবস্থায় যোগ দিয়েছেন ৷" তিনি আরও জানান, আদালতে মহিলা বিচারকের নিযুক্ত হওয়ার বিষয়টি অনুপ্রেরণা দেয় ৷

এদিন আদালতের বিচার প্রক্রিয়া দেখতে মহারাষ্ট্রের বিচারকরা দেশের প্রধান বিচারপতির কক্ষে উপস্থিত হন ৷ সেখানে একটি মামলার সওয়াল-জবাবে হাজির ছিলেন প্রবীণ আইনজীবী দুষ্মন্ত দাবে ৷ তিনি বলেন, "সাংবিধানিক আদালতগুলিতে মহিলারা যোগ দিন ৷ তাঁদের আমরা স্বাগত জানাই ৷"

কোনও আইনজীবীর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের ক্ষেত্রে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন ৷ প্রধান বিচারপতি উপস্থিত বিচারকদের এই কথা জানিয়ে বলেন, "15 বছর আগে যে যাত্রার সূচনা হয়েছিল আজ তা পূর্ণতা পাচ্ছে ৷ আজ আমরা যাঁদের এই বিচারক হিসেবে নিযুক্ত করছি, তাঁরা সেটা প্রমাণ করছেন ৷"

বহু আইনজীবী ঠিকঠাক শুনতে পান না ৷ তাঁদের সহযোগিতা করতে সম্প্রতি আদালতে ইন্টারপ্রিটার নিয়োগ করা হয়েছে ৷ সুপ্রিম কোর্টে এই ধরনের নিয়োগের মাধ্যমে ইতিহাস তৈরি করেছে ৷ এই ঘটনার উল্লেখ করে দেশের প্রধান বিচারপতি বলেন, "আমি সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে বলছিলাম, এবার থেকে সাংবিধানিক বেঞ্চের মামলাগুলিতেও ইন্টারপ্রিটার নিয়োগের বন্দোবস্ত করতে হবে ৷ যাতে আদালত কক্ষে উপস্থিত আরও বেশি শ্রোতার কাছে বিচার-প্রক্রিয়াটি পৌঁছে দেওয়া যায় ৷" আইনজীবী সারাহ সানির শ্রবণের সমস্যা রয়েছে ৷ সর্বোচ্চ আদালত রেজিস্ট্রিকে নির্দেশ দিয়েছে, তাঁর জন্য একজন ইন্টারপ্রিটার নিয়োগ করতে হবে ৷ এই পদক্ষেপকে স্বাগত জানান আরেক প্রবীণ আইনজীবী মেনকা গুরুস্বামী ৷

আরও পড়ুন: আইনজীবীর পারিশ্রমিক হিসেবে মিলেছিল মায়ের জন্য শাড়ি! স্মৃতিচারণে দেশের প্রধান বিচারপতি

Last Updated : Oct 7, 2023, 7:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.