ETV Bharat / bharat

Rajiv Kumar at Tripura: ত্রিপুরায় শান্তিপূর্ণ ভোট করানোর প্রতিশ্রুতি মুখ্য নির্বাচন কমিশনারের - রাজীব কুমার

ত্রিপুরায় আসন্ন ভোটপ্রক্রিয়া (Tripura Assembly Election 2023) শান্তিপূর্ণ হবে ৷ রাজ্যে এসে এই প্রতিশ্রুতি (Free and Fair Election) দিলেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) রাজীব কুমার (Rajiv Kumar) ৷

Chief Election Commissioner Rajiv Kumar promises free and fair election in Tripura
ত্রিপুরায় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল ৷
author img

By

Published : Jan 12, 2023, 4:22 PM IST

আগরতলা, 12 জানুয়ারি: ত্রিপুরায় শান্তিপূর্ণ ভোট (Free and Fair Election) করাতে নির্বাচন কমিশন (Election Commission of India) বদ্ধপরিকর ৷ ত্রিপুরা সফরে আসার পর বৃহস্পতিবার একথা বললেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) রাজীব কুমার (Rajiv Kumar) ৷ কথা দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election 2023) রাজ্যে কোনও হিংসা হতে দেবে না কমিশন ৷

ত্রিপুরায় মুখ্য নির্বাচনী আধিকারিক:

বুধবারই ত্রিপুরা সফরে আসেন রাজীব কুমার ৷ ওই দিন সব মিলিয়ে ইসিআইয়ের (ECI) পক্ষ থেকে 15 জনের একটি প্রতিনিধিদল রাজ্যে আসে ৷ বৃহস্পতিবার আসন্ন নির্বাচন সম্পর্কে রাজীব কুমার বলেন, "আমরা গতকালই এখানে এসে পৌঁছেছি ৷ ইতিমধ্য়েই আমরা সমস্ত রাজনৈতিক দল, প্রশাসনিক দফতর ও পুলিশের প্রতিনিধি-সহ সংশ্লিষ্ট সমস্ত আমলা ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি ৷ হিংসামুক্ত, শান্তিপূর্ণ এবং ন্যায্য ভোট করাতে আমরা বদ্ধপরিকর ৷ আর তার জন্য সকলের সহযোগিতা দরকার ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 60টি আসন রয়েছে ৷ এর মধ্যে 10টি তফসিলি জাতি এবং 20টি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ৷ সব মিলিয়ে ভোট দেবেন মোট 28 লক্ষ 13 হাজার 478 জন ৷ এঁদের মধ্যে প্রথমবারের ভোটার হলেন 65 হাজার ৷"

নারী ক্ষমতায়ন:

রাজীব কুমার আরও জানিয়েছেন, রাজ্য়ে সব মিলিয়ে মোট 3 হাজার 328টি ভোটগ্রহণকেন্দ্রে ভোট নেওয়া হবে ৷ এর মধ্য়ে গ্রামীণ এলাকায় থাকছে 2 হাজার 621টি ভোটগ্রহণকেন্দ্র এবং শহরাঞ্চলে থাকবে 707টি ভোটগ্রহণকেন্দ্র ৷ রাজীব জানিয়েছেন, এই বছরের ভোটের আগে ভোটার তালিকা সংশোধন করার সময় মহিলা ও তৃতীয় লিঙ্গের ভোটারদের তালিকায় নাম তোলার ক্ষেত্রে বাড়তি গুরুত্ব আরোপ করা হয়েছে ৷ এই প্রসঙ্গে রাজীব জানান, "আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মোট 60টি ভোটগ্রহণকেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলারা ৷ নির্বাচনী আধিকারিক থেকে নিরাপত্তাকর্মী, সংশ্লিষ্ট ভোটগ্রহণকেন্দ্রগুলিতে সব পদেই থাকবেন মহিলারা ৷ নারী ক্ষমতায়নের বার্তা দিতেই এই ব্যবস্থা করা হয়েছে ৷"

শান্তিপূর্ণ নির্বাচন:

একইসঙ্গে, ভোটের সময় সম্ভাব্য হিংসার ঘটনা নিয়েও মুখ খুলেছেন রাজীব কুমার ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "কিছু কিছু রাজ্যে ভোটের সময় অশান্তি হয়, হিংসা ছড়ায় ৷ কিন্তু, ইদানীংকালে তেমনটা হয়নি ৷ আর আমাদের উদ্দেশ্য হল, সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ নির্বাচন করানো ৷" মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কমিশনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে সর্বক্ষণ সরাসরি যোগাযোগ রাখা হবে ৷

আরও পড়ুন: ত্রিপুরা সিপিআইএম পার্টি অফিসে অগ্নিকাণ্ড, তদন্তের দাবিতে সিইও-কে চিঠি নেতৃত্বের

আগরতলা, 12 জানুয়ারি: ত্রিপুরায় শান্তিপূর্ণ ভোট (Free and Fair Election) করাতে নির্বাচন কমিশন (Election Commission of India) বদ্ধপরিকর ৷ ত্রিপুরা সফরে আসার পর বৃহস্পতিবার একথা বললেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) রাজীব কুমার (Rajiv Kumar) ৷ কথা দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election 2023) রাজ্যে কোনও হিংসা হতে দেবে না কমিশন ৷

ত্রিপুরায় মুখ্য নির্বাচনী আধিকারিক:

বুধবারই ত্রিপুরা সফরে আসেন রাজীব কুমার ৷ ওই দিন সব মিলিয়ে ইসিআইয়ের (ECI) পক্ষ থেকে 15 জনের একটি প্রতিনিধিদল রাজ্যে আসে ৷ বৃহস্পতিবার আসন্ন নির্বাচন সম্পর্কে রাজীব কুমার বলেন, "আমরা গতকালই এখানে এসে পৌঁছেছি ৷ ইতিমধ্য়েই আমরা সমস্ত রাজনৈতিক দল, প্রশাসনিক দফতর ও পুলিশের প্রতিনিধি-সহ সংশ্লিষ্ট সমস্ত আমলা ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি ৷ হিংসামুক্ত, শান্তিপূর্ণ এবং ন্যায্য ভোট করাতে আমরা বদ্ধপরিকর ৷ আর তার জন্য সকলের সহযোগিতা দরকার ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 60টি আসন রয়েছে ৷ এর মধ্যে 10টি তফসিলি জাতি এবং 20টি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ৷ সব মিলিয়ে ভোট দেবেন মোট 28 লক্ষ 13 হাজার 478 জন ৷ এঁদের মধ্যে প্রথমবারের ভোটার হলেন 65 হাজার ৷"

নারী ক্ষমতায়ন:

রাজীব কুমার আরও জানিয়েছেন, রাজ্য়ে সব মিলিয়ে মোট 3 হাজার 328টি ভোটগ্রহণকেন্দ্রে ভোট নেওয়া হবে ৷ এর মধ্য়ে গ্রামীণ এলাকায় থাকছে 2 হাজার 621টি ভোটগ্রহণকেন্দ্র এবং শহরাঞ্চলে থাকবে 707টি ভোটগ্রহণকেন্দ্র ৷ রাজীব জানিয়েছেন, এই বছরের ভোটের আগে ভোটার তালিকা সংশোধন করার সময় মহিলা ও তৃতীয় লিঙ্গের ভোটারদের তালিকায় নাম তোলার ক্ষেত্রে বাড়তি গুরুত্ব আরোপ করা হয়েছে ৷ এই প্রসঙ্গে রাজীব জানান, "আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মোট 60টি ভোটগ্রহণকেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলারা ৷ নির্বাচনী আধিকারিক থেকে নিরাপত্তাকর্মী, সংশ্লিষ্ট ভোটগ্রহণকেন্দ্রগুলিতে সব পদেই থাকবেন মহিলারা ৷ নারী ক্ষমতায়নের বার্তা দিতেই এই ব্যবস্থা করা হয়েছে ৷"

শান্তিপূর্ণ নির্বাচন:

একইসঙ্গে, ভোটের সময় সম্ভাব্য হিংসার ঘটনা নিয়েও মুখ খুলেছেন রাজীব কুমার ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "কিছু কিছু রাজ্যে ভোটের সময় অশান্তি হয়, হিংসা ছড়ায় ৷ কিন্তু, ইদানীংকালে তেমনটা হয়নি ৷ আর আমাদের উদ্দেশ্য হল, সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ নির্বাচন করানো ৷" মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কমিশনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে সর্বক্ষণ সরাসরি যোগাযোগ রাখা হবে ৷

আরও পড়ুন: ত্রিপুরা সিপিআইএম পার্টি অফিসে অগ্নিকাণ্ড, তদন্তের দাবিতে সিইও-কে চিঠি নেতৃত্বের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.