দান্তেওয়াড়া, 31 মে : ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে এনকাউন্টারে নিহত হল এক মহিলা মাওবাদী । তার মাথার দাম রাখা হয়েছিল দু'লাখ টাকা । সোমবার পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয় ।
পুলিশ সুপার জানান, ভোরের দিকে মাওবাদী দমন অভিযানে বেরিয়ে ছিলেন নিরাপত্তারক্ষীরা । সাড়ে ছটা নাগাদ গীদাম থানা এলাকার গুমালনার গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই বাধে । সংক্ষিপ্ত গুলি বিনিময়ের পর মাওবাদীরা পালিয়ে যায় ।
ঘটনাটি রাজধানী রায়পুর থেকে 400 কিমি দূরে । ঘটনাস্থল থেকে ভাইকো পেক্কো(24) নামে এক মহিলা মাওবাদীর দেহ উদ্ধার করা হয় । মৃতের বাড়ি বিজাপুর জেলার ভৈরামগড় এলাকায় । পিপলস লিবারেশন গরিলা আর্মির সদস্য ছিল সে ।
আরও পড়ুন : দন্তেওয়াড়ায় নিকেশ এক নকশাল, মাথার দাম ছিল পাঁচ লাখ টাকা
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি দেশি পিস্তল, দুকেজি বিস্ফোরক পদার্থ, ওষুধপত্র ও দৈনন্দিনের ব্যবহৃত সামগ্রী । আধিকারিক সূত্রে এমনই জানা গিয়েছে ।