দেরাদুন, 18 জুন : পাঁচতারা হোটেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল নাবালকের বিরুদ্ধে ৷ অভিযোগ, দেরাদুনের রাজপুর থানার অন্তর্গত একটি বিলাসবহুল হোটেলে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে ৷ অভিযুক্ত এক 15 বছরের নাবালক ৷ তরুণী এ রাজ্য থেকে কাজের সন্ধানে পাড়ি দিয়েছিলেন ভিনরাজ্যে (Chhattisgarh Minor allegedly rapes a employee of five star hotel in Dehradun) ৷
তরুণী ওই হোটেলেই হাউজ কিপিংয়ের কাজ করতেন ৷ নাবালক তাঁকে হোটেলের বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ নির্যাতিতা তরুণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে ৷ ইতিমধ্যে পুলিশ মামলা দায়েরও করেছে এবং অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে ৷ তাকে শনিবার জুভেনাইল আদালতে পেশ করা হবে, জানিয়েছে পুলিশ ।
রাজ্যের বাসিন্দা তরুণীর অভিযোগ, শুক্রবার সকালে তিনি মোবাইল ফোনটি বাথরুমে চার্জ দিচ্ছিলেন । তখন সেখানে ঢুকে পড়ে ওই নাবালক । তিনি সঙ্গে সঙ্গে নাবালককে জানান, এটি মহিলাদের বাথরুম ৷ সে যেন বাথরুমটি থেকে তখনই বেরিয়ে যায় ৷ কোনও কিছু দরকার থাকলে বা জিজ্ঞাসা করতে হলে রিসেপশনে গিয়ে সে কথা বলতে পারে ৷
আরও পড়ুন : প্রেমিকের ব্ল্যাকমেলের বিচার চাইতে যাওয়া নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত তৃণমূল নেতা
এরপর অভিযুক্ত বাথরুমের দরজা বন্ধ করে দেয় ৷ তরুণী চিৎকার করে, কিন্তু বাথরুমের দরজা বন্ধ থাকায় কেউই শব্দ শুনতে পায়নি । এরপর তরুণীকে ধর্ষণ করে 15 বছরের নাবালক । রাজপুর থানার ইনচার্জ মোহন সিং এ বিষয়ে জানান, অভিযুক্ত ছত্তিশগড়ের বাসিন্দা । দু'দিন আগে বাবা-মা ও বোনের সঙ্গে হোটেলে থাকতে এসেছিল সে । ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে । নাবালককে শনিবার জুভেনাইল কোর্টে পেশ করা হবে । তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান, নাবালক মানসিক অবসাদগ্রস্ত, তাই এমন ঘটনা ঘটিয়েছে ৷