ETV Bharat / bharat

Divorce স্বামীর অফিসে গিয়ে স্ত্রীর অভব্য আচরণ নিষ্ঠুরতার সমান, রায় আদালতের

পারিবারিক আদালতের (Family Court) দেওয়া বিবাহ বিচ্ছেদের রায়ের বিরুদ্ধে ছত্তীশগড় হাইকোর্টের (Chhattisgarh High Court) দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা ৷ কিন্তু তাঁর আর্জি গত 18 অগস্ট আদালতে খারিজ হয়ে যায় ৷ উলটে আদালত জানায়, স্বামীর অফিসে গিয়ে স্ত্রীর অভব্য আচরণ নিষ্ঠুরতার সমান ৷

chhattisgarh-hc-says-wife-visiting-husbands-office-and-creating-scene-with-abusive-language-is-cruelty
Divorce স্বামীর অফিসে গিয়ে স্ত্রীর অভব্য আচরণ নিষ্ঠুরতার সমান, রায় আদালতের
author img

By

Published : Aug 29, 2022, 9:15 PM IST

বিলাসপুর (ছত্তীশগড়), 29 অগস্ট : স্বামীর অফিসে গিয়ে স্ত্রী যদি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেন এবং গালিগালাজ করেন, তাহলে সেটাকে নিষ্ঠুরতা হিসেবে মনে করা হবে ৷ একটি মামলার রায় দিতে গিয়ে এই পর্যবেক্ষণ জানিয়েছে ছত্তীশগড় হাইকোর্ট (Chhattisgarh High Court) ৷ পারিবারিক আদালত (Family Court) এক দম্পতির বিবাহবিচ্ছেদের (Divorce) পক্ষে রায় দিয়েছিল ৷ সেই রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট মহিলা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ কিন্তু হাইকোর্ট এই পর্যবেক্ষণ জানানোর পাশাপাশি পারিবারিক আদালতের রায়ই বহাল রেখেছে ৷

হাইকোর্ট এই রায় দিয়েছে গত 18 অগস্ট ৷ হাইকোর্টের বিচারপতি গৌতম ভাদুড়ি ও রাধাকিষান আগরওয়ালের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, 32 বছর বয়সী এক ব্যক্তি, যিনি ছত্তীশগড়ের ধামাতৃ জেলার বাসিন্দা, তিনি 2010 সালে বছর 34 এর এক বিধবা মহিলাকে বিয়ে করেন ৷ পরে তিনি বিবাহবিচ্ছেদের মামলা করেন ৷ সেখানে তিনি স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন ৷ যার অন্যতম হল স্ত্রী তাঁকে গালিগালাজ করেন এবং মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করতে বাধা দেন ৷

2019 সালে এই মামলায় বিবাহবিচ্ছেদের রায় দেয় পারিবারিক আদালত ৷ তার পর ছত্তীশগড় হাইকোর্টের দ্বারস্থ হন ৷ তিনি আদালতে দাবি করেন যে তাঁর স্বামীর দ্বারা তিনি অত্যাচারিত হয়েছেন ৷ কিন্তু পারিবারিক আদালত সেই বিষয়টিকে গুরুত্ব দেননি ৷ যদিও স্বামীর পক্ষের আইনজীবী দাবি করেন যে ওই মহিলা অফিসে গিয়ে স্বামীর চরিত্রহনন করেছেন ৷ তাঁকে গালিগালাজ করেছেন ৷ আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সরকারি কর্মচারী স্বামীর বদলির আবেদন করেছেন ৷

রায় দিতে গিয়ে স্বামীর অভিযোগকেই মান্যতা দিয়েছে আদালত ৷ স্বামীর কোনও বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital Affairs) প্রমাণও আদালতে স্ত্রী দিতে পারেননি ৷ তবে তিনি যে বারবার স্বামীর অফিসে গিয়ে অভব্য আচরণ করেছেন, সেই বিষয়টি স্পষ্ট হয়েছে ৷ এই ধরনের ঘটনায় অফিসে ওই ব্যক্তির সম্মানহানি হয়েছে বলেই আদালতের পর্যবেক্ষণ ৷ তাই সামগ্রিক ভাবে বিষয়টিকে নিষ্ঠুরতা হিসেবেই দেখছে আদালত ৷ সেই কারণে পারিবারিক আদালতের রায় বহাল রেখে বিবাহবিচ্ছেদে সম্মতি দিয়েছে ছত্তীশগড় হাইকোর্ট ৷

আরও পড়ুন : মানহানি মামলায় জয়ী 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো', বিপুল ক্ষতিপূরণ দেবেন প্রাক্তন স্ত্রী

বিলাসপুর (ছত্তীশগড়), 29 অগস্ট : স্বামীর অফিসে গিয়ে স্ত্রী যদি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেন এবং গালিগালাজ করেন, তাহলে সেটাকে নিষ্ঠুরতা হিসেবে মনে করা হবে ৷ একটি মামলার রায় দিতে গিয়ে এই পর্যবেক্ষণ জানিয়েছে ছত্তীশগড় হাইকোর্ট (Chhattisgarh High Court) ৷ পারিবারিক আদালত (Family Court) এক দম্পতির বিবাহবিচ্ছেদের (Divorce) পক্ষে রায় দিয়েছিল ৷ সেই রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট মহিলা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ কিন্তু হাইকোর্ট এই পর্যবেক্ষণ জানানোর পাশাপাশি পারিবারিক আদালতের রায়ই বহাল রেখেছে ৷

হাইকোর্ট এই রায় দিয়েছে গত 18 অগস্ট ৷ হাইকোর্টের বিচারপতি গৌতম ভাদুড়ি ও রাধাকিষান আগরওয়ালের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, 32 বছর বয়সী এক ব্যক্তি, যিনি ছত্তীশগড়ের ধামাতৃ জেলার বাসিন্দা, তিনি 2010 সালে বছর 34 এর এক বিধবা মহিলাকে বিয়ে করেন ৷ পরে তিনি বিবাহবিচ্ছেদের মামলা করেন ৷ সেখানে তিনি স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন ৷ যার অন্যতম হল স্ত্রী তাঁকে গালিগালাজ করেন এবং মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করতে বাধা দেন ৷

2019 সালে এই মামলায় বিবাহবিচ্ছেদের রায় দেয় পারিবারিক আদালত ৷ তার পর ছত্তীশগড় হাইকোর্টের দ্বারস্থ হন ৷ তিনি আদালতে দাবি করেন যে তাঁর স্বামীর দ্বারা তিনি অত্যাচারিত হয়েছেন ৷ কিন্তু পারিবারিক আদালত সেই বিষয়টিকে গুরুত্ব দেননি ৷ যদিও স্বামীর পক্ষের আইনজীবী দাবি করেন যে ওই মহিলা অফিসে গিয়ে স্বামীর চরিত্রহনন করেছেন ৷ তাঁকে গালিগালাজ করেছেন ৷ আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সরকারি কর্মচারী স্বামীর বদলির আবেদন করেছেন ৷

রায় দিতে গিয়ে স্বামীর অভিযোগকেই মান্যতা দিয়েছে আদালত ৷ স্বামীর কোনও বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital Affairs) প্রমাণও আদালতে স্ত্রী দিতে পারেননি ৷ তবে তিনি যে বারবার স্বামীর অফিসে গিয়ে অভব্য আচরণ করেছেন, সেই বিষয়টি স্পষ্ট হয়েছে ৷ এই ধরনের ঘটনায় অফিসে ওই ব্যক্তির সম্মানহানি হয়েছে বলেই আদালতের পর্যবেক্ষণ ৷ তাই সামগ্রিক ভাবে বিষয়টিকে নিষ্ঠুরতা হিসেবেই দেখছে আদালত ৷ সেই কারণে পারিবারিক আদালতের রায় বহাল রেখে বিবাহবিচ্ছেদে সম্মতি দিয়েছে ছত্তীশগড় হাইকোর্ট ৷

আরও পড়ুন : মানহানি মামলায় জয়ী 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো', বিপুল ক্ষতিপূরণ দেবেন প্রাক্তন স্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.