চেন্নাই, 9 জানুয়ারি: থানার ওয়্যারহাউসে রাখা গাঁজা উদরস্থ করেছে ইঁদুর (Rats Eat Ganja)! বছরখানেক আগে আদালতে এমনই তাজ্জব দাবি করেছিল মথুরা পুলিশ ৷ থানায় বাজেয়াপ্ত হওয়া গাঁজার (Rats Gnaw Cannabis) খোঁজ পড়তেই এ বার সেই একই পথে হাঁটল চেন্নাই পুলিশ (Chennai Police)৷ তারাও দাবি করেছে যে থানার ওয়্যারহাউসে রাখা গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর ৷ একটু-আধটু নয় ৷ একেবারে 11 কেজি ! পুলিশের এই যুক্তি শুনে মাদক পাচারে অভিযুক্ত দুজনকে বেকসুর খালাস করেছে আদালত ৷
পুলিশ জানিয়েছে, 2018 সালে চেন্নাই কোয়ামবেদু বাস স্টেশনে গাঁজা বিক্রির ঘটনায় বিশাখাপত্তনম থেকে গ্রেফতার করা হয়েছিল সালেম ও নাগামণিকে ৷ চেন্নাই পুলিশের থেকে দাবি করা হয়েছিল যে, তাদের থেকে 30 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ৷ ধৃতদের শনিবার আদালতে তোলা হয় এবং বাজেয়াপ্ত হওয়া গাঁজাও আদালতে পেশ করা হয় ৷ মাদক পাচারের এই মামলার শুনানি যখন বিশেষ আদালতে হচ্ছিল, তখন বিচারক লক্ষ্য করেন যে, পুলিশ যে পরিমাণ গাঁজা উদ্ধারের কথা দাবি করেছিল তার থেকে কম পরিমাণ গাঁজা আদালতে পেশ করা হয়েছে ৷ তখন তিনি সেই গাঁজা ওজন করার নির্দেশ দেন ৷ দেখা যায়, সেখানে রয়েছে মাত্র 19 কেজি গাঁজা ৷ যখন বিচারক পুলিশকে জিজ্ঞেস করেন যে, বাকি গাঁজা কোথায়, তখন পুলিশ দাবি করে যে বাকি গাঁজা আর নেই ৷
আরও পড়ুন: বেগুনবোঝাই গাড়িতে 4 কুইন্টাল গাঁজা উদ্ধার ! গ্রেফতার 2
বিচারক যখন পুলিশের থেকে এর ব্যাখ্যা চান তখন আজব যুক্তি দেখানো হয় ৷ পুলিশ দাবি করে যে, বাজেয়াপ্ত হওয়া গাঁজা পরীক্ষা-নীরিক্ষার জন্য থানায় রাখা হয়েছিল ৷ তবে প্রবল বৃষ্টিতে জীর্ণ থানায় রাখা সেই গাঁজার অধিকাংশই খেয়ে ফেলেছে ইঁদুর ৷ সেই কারণেই 30 কেজি গাঁজা কমে 19 কেজি হয়ে গিয়েছে ৷ এ কথা শুনে বেজায় ক্ষেপে গিয়ে অভিযুক্তদের বেকসুর খালাস করে দেন বিচারক ৷ তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ দাখিল করতে পারেনি পুলিশ ৷ এরই ধরনের একটি ঘটনায় গত বছর মথুরার আদালতে উত্তরপ্রদেশ পুলিশ দাবি করেছিল যে, থানার ওয়্যারহাউসে বাজেয়াপ্ত হওয়া গাঁজার থেকে 581 কেজি গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুরের দল ৷