ETV Bharat / bharat

প্রকৃত ভালোবাসা ! ১০ মিনিটের ব্যবধানে প্রয়াত স্বামী-স্ত্রী - চেন্নাইয়ে সত্যিকারের ভালোবাসার উদাহরণ

মহিলার নাম রাজাম্মাল। তাঁর বয়স ছিল ৬০। তিনি চেন্নাইয়ের থিরুমুল্লাইভোয়াল এলাকায় থাকতেন। স্বামীর নাম এলুমালাই। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর দুজনেই বেঁচে থাকার জন্য এখনও কাজ চালিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি অবশ্য অসুস্থতার কারণে দুজনে বাড়িতেই ছিলেন।

chennai-an-elderly-couples-tale-of-true-love
প্রকৃত ভালোবাসার উদাহরণ রেখে ১০ মিনিটের ব্যবধানে প্রয়াত স্বামী-স্ত্রী
author img

By

Published : Dec 27, 2020, 4:37 PM IST

চেন্নাই, ২৭ ডিসেম্বর: সত্যিকারের ভালোবাসা কি শুধু নাটক-উপন্যাসে দেখা যায় ! বাস্তব জীবনেও সত্যিকারের ভালোবাসার উদাহরণও কম নয়। তেমনই একটি ঘটনার কথা প্রকাশ্যে এসেছে গত শনিবার। চেন্নাইয়ের এক মহিলা স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পর পরই মারা যান।

ওই মহিলার নাম রাজাম্মাল। তাঁর বয়স ছিল ৬০। তিনি চেন্নাইয়ের থিরুমুল্লাইভোয়াল এলাকায় থাকতেন। তাঁর স্বামীর নাম এলুমালাই। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর দুজনেই বেঁচে থাকার জন্য এখনও কাজ চালিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি অবশ্য অসুস্থতার কারণে দুজনে বাড়িতেই ছিলেন। শুক্রবার এলুমালাই মারা যান। খবর কানে যেতেই মৃত্যু হয় রাজাম্মালেরও। দুজনের মৃত্যুর ফারাক মাত্র ১০ মিনিট।

আরও পড়ুন: কর্নাটকে বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 5

এই ঘটনায় এলাকার লোকেরা বাকরুদ্ধ। তাঁরাই ওই দম্পতির শেষযাত্রার আয়োজন করেন। শেষশ্রদ্ধা জানাতে হাজির হন অনেকে। একই সঙ্গে রাজাম্মাল ও এলুমালাইয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। প্রত্যেকের মতে, সত্যিকারের ভালোবাসা ছিল বলেই এভাবেই দুজন মানুষ একসঙ্গে ইহলোক ত্যাগ করলেন। এটা সকলের কাছে উদাহরণ হয়ে রইল।

চেন্নাই, ২৭ ডিসেম্বর: সত্যিকারের ভালোবাসা কি শুধু নাটক-উপন্যাসে দেখা যায় ! বাস্তব জীবনেও সত্যিকারের ভালোবাসার উদাহরণও কম নয়। তেমনই একটি ঘটনার কথা প্রকাশ্যে এসেছে গত শনিবার। চেন্নাইয়ের এক মহিলা স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পর পরই মারা যান।

ওই মহিলার নাম রাজাম্মাল। তাঁর বয়স ছিল ৬০। তিনি চেন্নাইয়ের থিরুমুল্লাইভোয়াল এলাকায় থাকতেন। তাঁর স্বামীর নাম এলুমালাই। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর দুজনেই বেঁচে থাকার জন্য এখনও কাজ চালিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি অবশ্য অসুস্থতার কারণে দুজনে বাড়িতেই ছিলেন। শুক্রবার এলুমালাই মারা যান। খবর কানে যেতেই মৃত্যু হয় রাজাম্মালেরও। দুজনের মৃত্যুর ফারাক মাত্র ১০ মিনিট।

আরও পড়ুন: কর্নাটকে বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 5

এই ঘটনায় এলাকার লোকেরা বাকরুদ্ধ। তাঁরাই ওই দম্পতির শেষযাত্রার আয়োজন করেন। শেষশ্রদ্ধা জানাতে হাজির হন অনেকে। একই সঙ্গে রাজাম্মাল ও এলুমালাইয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। প্রত্যেকের মতে, সত্যিকারের ভালোবাসা ছিল বলেই এভাবেই দুজন মানুষ একসঙ্গে ইহলোক ত্যাগ করলেন। এটা সকলের কাছে উদাহরণ হয়ে রইল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.