নয়াদিল্লি, 27 জানুয়ারি: পরীক্ষায় পাস করার জন্য অনৈতিক পদ্ধতি অবলম্বন না করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ শুক্রবার তিনি নয়াদিল্লিতে ছাত্রছাত্রীদের সঙ্গে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে সামিল হয়েছিলেন ৷ সেই অনুষ্ঠানেই তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে এই পরামর্শ দেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, পড়ুয়াদের উচিত তাদের সৃজনশীলতাকে (Creativity) ভালো পথে চালিত করা ৷ সেই লক্ষ্যেই তাদের এগিয়ে যাওয়া উচতি বলে এই ‘পরীক্ষা পে চর্চা’-র ষষ্ঠ অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷
তিনি বলেন, ‘‘কিছু পড়ুয়া তাদের সৃজনশীলতার সাহায্যে পরীক্ষায় নকল (Cheating) করার কাজ করে ৷ কিন্তু ওই পড়ুয়ারা যদি তাদের সৃজনশীলতাকে ভালো দিকে পরিচালিত করে, তাহলে তারা সাফল্যের শিখরে পৌঁছাতে পারবে ৷’’ তিনি যখন এই পরামর্শ দিচ্ছেন, তখন ওই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন 150টি দেশের পড়ুয়া, 51টি দেশের শিক্ষক-শিক্ষিকা এবং 50টি দেশের অভিভাবক ৷
অনেকে পরীক্ষায় পাস করার জন্য পরিশ্রমের (Hard Work) বদলে সহজে লক্ষ্য়ে পৌঁছানো যায় এমন পদ্ধতি অবলম্বন করেন বলে হামেশাই শোনা যায় ৷ এদিন সেই প্রসঙ্গও উঠে এসেছে প্রধানমন্ত্রী মোদির কথায় ৷ তিনি বলেন, ‘‘জীবনে কখনও শর্টকার্টস (পরিশ্রমের বদলে সহজ পথ) নেওয়া উচিত নয় ৷ আমরা যদি সফল হতে চাই, তাহলে আমাদের নিজেদের দিকেই লক্ষ্যে দেওয়া উচিত ৷’’ তিনি জানিয়েছেন, যে পড়ুয়ারা পরিশ্রম করে, তারা বরাবরই পরীক্ষায় সফল হয় ৷ যদি পড়ুয়ারা পরীক্ষার সময় প্রচুর পড়াশোনা করে, তাহলে তাদের সেই পরিশ্রম কখনও বিফলে যায় না ৷
গত পাঁচ বছর ধরে এই ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ৷ এই অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষামন্ত্রকের (Union Education Ministry) অধীনে কাজ করা স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এই অনুষ্ঠানের মূল বক্তা ৷ পড়ুয়াদের সঙ্গে তিনি অভিজ্ঞতার কথা শেয়ার করেন ৷ নানা পরামর্শ দেন ৷ কোভিড-19 (Covid-19) সংক্রান্ত প্রোটোকলের জন্য 2022 সাল থেকে এই অনুষ্ঠান টাউন হলের মতো বড় কোনও জায়গায় অনুষ্ঠিত হয় ৷
এই অনুষ্ঠানে অংশ নিতে গেলে রেজিস্ট্রেশন করাতে হয় ৷ এবারের অনুষ্ঠানের জন্য 2022 সালের 25 থেকে 30 নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলেছে ৷ সেখানে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রচুর আবেদন জমা পড়ে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রকের এক আধিকারিক ৷
আরও পড়ুন: 'একজন ভারতীয় গড়ে 6 ঘণ্টা স্ক্রিনের জন্য খরচ করেন', উদ্বিগ্ন প্রধানমন্ত্রী