ETV Bharat / bharat

Charanjit Singh Channi : পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ চরণজিতের - কংগ্রেস

পঞ্জাবের ষোড়শ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নি ৷ 58 বছরের এই নেতার মন্ত্রিসভায় আপাতত দু’জন উপ-মুখ্যমন্ত্রীও শপথ নিয়েছেন ৷

charanjit-singh-channi-takes-oath-as-punjab-cm
Charanjit Singh Channi : পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ চরণজিতের
author img

By

Published : Sep 20, 2021, 4:36 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর : পঞ্জাবের ষোড়শ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নি ৷ সোমবার চণ্ডিগড়ে রাজভবনে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয় ৷ দলিত সম্প্রদায় থেকে তিনিই প্রথম ব্যক্তি, যিনি এই পদে বসলেন ৷ 58 বছরের এই নেতার মন্ত্রিসভায় আপাতত দু’জন উপ-মুখ্যমন্ত্রীও শপথ নিয়েছেন ৷ তাঁরা হলেন সুখজিন্দর সিং রানধাওয়া এবং ওপি সাইনি ৷

আরও পড়ুন : Sunil Jakhar : সিধুর নেতৃত্বে ভোটে লড়া নিয়ে পঞ্জাব কংগ্রেসে কলহ তুঙ্গে

প্রসঙ্গত, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন চরণজিৎ সিং চান্নি ৷ পরে তিনি প্রকাশ্যে ক্যাপ্টেনের বিরোধিতা করা শুরু করেন ৷ দলের ভিতরে ক্যাপ্টেনকে পদ থেকে সরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি ৷ সেটা তাঁর এই পদপ্রাপ্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেই মনে করা হচ্ছে ৷

তথ্যভিজ্ঞ মহলের দাবি, তাঁর মুখ্যমন্ত্রিত্ব প্রাপ্তির পিছনে দলিত ফ্যাক্টরও কাজ করেছে ৷ কারণ, পরবর্তী ভোটে শিরোমণি অকালি দল বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট করেছে ৷ তাই তাদের চাপে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল কংগ্রেস হাইকমান্ডের ৷

আরও পড়ুন : Terrorist : কাবুল বিমানবন্দরের আত্মঘাতী জঙ্গি দিল্লিতে ভাড়ায় থেকে ইঞ্জিনিয়ারিং পড়ত

শপথ নেওয়ার পর চান্নিকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধু ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীকে ৷

1963 সালে পঞ্জাবের কুরালির কাছে ভজৌলি গ্রামে জন্ম নেওয়া চান্নি ছাত্রবস্থা থেকেই রাজনীতি করছেন ৷ তবে রাজনীতি কখনও তার লেখাপড়ার অন্তরায় হয়নি ৷ তিনি একজন আইনজীবী ৷ আবার তাঁর দু’টি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে ৷ একটি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ৷ আর দ্বিতীয়টি রাষ্ট্রবিজ্ঞানে ৷ বর্তমানে তিনি পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভারতের জাতীয় কংগ্রেসের উপর পিএইচডি করছেন বলে খবর ৷

আরও পড়ুন : Amarinder Singh : ক্যাপ্টেন অমরিন্দরের অধিনায়কত্বেই পঞ্জাবে সুদিন ফিরেছিল কংগ্রেসের

নির্বাচনী রাজনীতিতে তাঁর হাতেখড়ি একেবারে কাউন্সিলর হিসেবে জয় দিয়ে ৷ তিনবার তিনি কাউন্সিলর হন ৷ তার মধ্যে দু’বার তিনি খার মিউনিসিপ্যাল কাউন্সিলের সভাপতি ছিলেন ৷ 2007 সালে তিনি প্রথম বিধায়ক হন ৷ চমকৌর সাহিব বিধানসভা থেকে তিনি পর পর তিনবার জিতেছেন ৷ 2012 থেকে 2017 তিনি কংগ্রেসের পরিষদীয় দলের নেতাও ছিলেন ৷

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর : পঞ্জাবের ষোড়শ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নি ৷ সোমবার চণ্ডিগড়ে রাজভবনে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয় ৷ দলিত সম্প্রদায় থেকে তিনিই প্রথম ব্যক্তি, যিনি এই পদে বসলেন ৷ 58 বছরের এই নেতার মন্ত্রিসভায় আপাতত দু’জন উপ-মুখ্যমন্ত্রীও শপথ নিয়েছেন ৷ তাঁরা হলেন সুখজিন্দর সিং রানধাওয়া এবং ওপি সাইনি ৷

আরও পড়ুন : Sunil Jakhar : সিধুর নেতৃত্বে ভোটে লড়া নিয়ে পঞ্জাব কংগ্রেসে কলহ তুঙ্গে

প্রসঙ্গত, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন চরণজিৎ সিং চান্নি ৷ পরে তিনি প্রকাশ্যে ক্যাপ্টেনের বিরোধিতা করা শুরু করেন ৷ দলের ভিতরে ক্যাপ্টেনকে পদ থেকে সরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি ৷ সেটা তাঁর এই পদপ্রাপ্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেই মনে করা হচ্ছে ৷

তথ্যভিজ্ঞ মহলের দাবি, তাঁর মুখ্যমন্ত্রিত্ব প্রাপ্তির পিছনে দলিত ফ্যাক্টরও কাজ করেছে ৷ কারণ, পরবর্তী ভোটে শিরোমণি অকালি দল বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট করেছে ৷ তাই তাদের চাপে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল কংগ্রেস হাইকমান্ডের ৷

আরও পড়ুন : Terrorist : কাবুল বিমানবন্দরের আত্মঘাতী জঙ্গি দিল্লিতে ভাড়ায় থেকে ইঞ্জিনিয়ারিং পড়ত

শপথ নেওয়ার পর চান্নিকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধু ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীকে ৷

1963 সালে পঞ্জাবের কুরালির কাছে ভজৌলি গ্রামে জন্ম নেওয়া চান্নি ছাত্রবস্থা থেকেই রাজনীতি করছেন ৷ তবে রাজনীতি কখনও তার লেখাপড়ার অন্তরায় হয়নি ৷ তিনি একজন আইনজীবী ৷ আবার তাঁর দু’টি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে ৷ একটি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ৷ আর দ্বিতীয়টি রাষ্ট্রবিজ্ঞানে ৷ বর্তমানে তিনি পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভারতের জাতীয় কংগ্রেসের উপর পিএইচডি করছেন বলে খবর ৷

আরও পড়ুন : Amarinder Singh : ক্যাপ্টেন অমরিন্দরের অধিনায়কত্বেই পঞ্জাবে সুদিন ফিরেছিল কংগ্রেসের

নির্বাচনী রাজনীতিতে তাঁর হাতেখড়ি একেবারে কাউন্সিলর হিসেবে জয় দিয়ে ৷ তিনবার তিনি কাউন্সিলর হন ৷ তার মধ্যে দু’বার তিনি খার মিউনিসিপ্যাল কাউন্সিলের সভাপতি ছিলেন ৷ 2007 সালে তিনি প্রথম বিধায়ক হন ৷ চমকৌর সাহিব বিধানসভা থেকে তিনি পর পর তিনবার জিতেছেন ৷ 2012 থেকে 2017 তিনি কংগ্রেসের পরিষদীয় দলের নেতাও ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.