ETV Bharat / bharat

Chandrayaan-3: ভবিষ্যতে মনুষ্যবাহী চন্দ্রাভিযানের উৎসাহ দিতে পুনরায় ‘সফট-ল্যান্ড’ বিক্রম ল্যান্ডারের! - Enthuses Future Human Missions

Vikram Lander Soft-lands Again to Enthuses Future Human Missions: ভবিষ্যতে চাঁদের মাটিকে ফের অবতরণ করবে ভারত ৷ আর তাও মানুষ অবতরণ করবে ৷ এই আশা নিয়ে চাঁদের মাটি থেকে হাওয়ায় উড়ল বিক্রম ল্যান্ডার ৷ আর তার পর আগের অবস্থান বদল করে ফের নিরাপদে অবতরণ করল ভারতের চন্দ্রযান-3 ৷

Image Courtesy: ISRO Twitter
Image Courtesy: ISRO Twitter
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 2:24 PM IST

বেঙ্গালুরু, 4 সেপ্টেম্বর: ঘুমিয়ে পড়ার আগে চাঁদের মাটিতে আরেকবার লাফ দিল বিক্রম ল্যান্ডার ৷ হ্যাঁ, সোমবার ইসরোর তরফে জানানো হয়েছে, গতকাল স্লিপ-মোডে যাওয়ার আগে চাঁদের মাটি থেকে 40 সেন্টিমিটার উপরে উড়ে যায় বিক্রম ল্যান্ডার ৷ এর পর নিজের আগের অবস্থানের 30-40 সেন্টিমিটার দূরে ফের সফট-ল্যান্ডিং করে ইসরোর মহাকাশযান ৷ কিন্তু, কেন ? ইসরো জানাচ্ছে, ভবিষ্যতে মনুষ্যবাহী চন্দ্রযান অভিযানে উৎসাহ দিতে এই ‘কিক-স্টার্ট’ দেওয়া হয়েছিল ৷

ইসরো এ দিন সকালে একটি টুইট করে ৷ সেখানে বিক্রম ল্যান্ডারের ক্যামেরা থেকে তোলা ভিডিয়ো শেয়ার করা হয় ৷ সেই সঙ্গে জানানো হয়-

  • Chandrayaan-3 Mission:
    🇮🇳Vikram soft-landed on 🌖, again!

    Vikram Lander exceeded its mission objectives. It successfully underwent a hop experiment.

    On command, it fired the engines, elevated itself by about 40 cm as expected and landed safely at a distance of 30 – 40 cm away.… pic.twitter.com/T63t3MVUvI

    — ISRO (@isro) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

‘‘বিক্রম আবারও চাঁদে সফট-ল্যান্ড করল ! বিক্রম ল্যান্ডার তার মিশনের উদ্দেশ্যে সফল হয়েছে ৷ তার পরেই বিক্রম ল্যান্ডারের লাফ দেওয়ার একটি পরীক্ষা করা হয়, যেটি সফল হয়েছে ৷ নির্দেশ অনুযায়ী, বিক্রম ল্যান্ডার তার ইঞ্জিনকে রিস্টার্ট দেয় ৷ এর পর নিজেকে মাটি থেকে 40 সেন্টিমিটার উপরে নিয়ে যায় এবং আবারও আগের অবস্থানের 30-40 সেন্টিমিটার দূরে গিয়ে নিরাপদে অবতরণ করে ৷’’

কিন্তু, কেন এই অবতরণ করানো হল বিক্রম ল্যান্ডারের ?

ইসরোর মতে, ‘‘এই ‘কিক-স্টার্ট’ ভবিষ্যতের মনুষ্যবাহী চন্দ্রযানের ফিরে আসার প্রতীক ছিল ৷ বিক্রমের সব ব্যবস্থাপনা স্বাভাবিকভাবে কাজ করছে এবং একেবারে ঠিক রয়েছে ৷ ল্যান্ডারে প্রতিস্থাপিত চ্যাসট এবং আইএলএসএ গুটি নেওয়া হয় এবং পরীক্ষার পর সেগুলিকে সফলভাবে পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে ৷’’ গতকালই বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে ৷ আগামী 22 সেপ্টেম্বর আবার চাঁদের দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো পৌঁছাবে ৷ আশা করা হচ্ছে, সেদিন ফের বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারকে জাগানো সম্ভব হবে ৷

আরও পড়ুন: 14 দিনের আগেই কাজ শেষ করে চন্দ্রপৃষ্ঠে ঘুমোচ্ছে 'প্রজ্ঞান', জানাল ইসরো

গত 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে ভারতীয় সময় সন্ধ্যে 6টা 3 মিনিটে সফল অবতরণ করে চন্দ্রযান-3 ৷ এর পর দীর্ঘ 11 দিন চাঁদের মাটিতে ঘুরে নানা পরীক্ষা নিরীক্ষা করেছে প্রজ্ঞান রোভার ৷ আর সেই পরীক্ষার ফল ল্যান্ডারে থাকা স্যাটলাইটের মাধ্যমে ইসরোর কাছে পাঠিয়েছে ৷ এবার 20 দিনের বিশ্রাম ৷ তবে, 20 দিন পর চন্দ্রযান-3 আবারও জেগে উঠবে কিনা, তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারছেন না ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা ৷

বেঙ্গালুরু, 4 সেপ্টেম্বর: ঘুমিয়ে পড়ার আগে চাঁদের মাটিতে আরেকবার লাফ দিল বিক্রম ল্যান্ডার ৷ হ্যাঁ, সোমবার ইসরোর তরফে জানানো হয়েছে, গতকাল স্লিপ-মোডে যাওয়ার আগে চাঁদের মাটি থেকে 40 সেন্টিমিটার উপরে উড়ে যায় বিক্রম ল্যান্ডার ৷ এর পর নিজের আগের অবস্থানের 30-40 সেন্টিমিটার দূরে ফের সফট-ল্যান্ডিং করে ইসরোর মহাকাশযান ৷ কিন্তু, কেন ? ইসরো জানাচ্ছে, ভবিষ্যতে মনুষ্যবাহী চন্দ্রযান অভিযানে উৎসাহ দিতে এই ‘কিক-স্টার্ট’ দেওয়া হয়েছিল ৷

ইসরো এ দিন সকালে একটি টুইট করে ৷ সেখানে বিক্রম ল্যান্ডারের ক্যামেরা থেকে তোলা ভিডিয়ো শেয়ার করা হয় ৷ সেই সঙ্গে জানানো হয়-

  • Chandrayaan-3 Mission:
    🇮🇳Vikram soft-landed on 🌖, again!

    Vikram Lander exceeded its mission objectives. It successfully underwent a hop experiment.

    On command, it fired the engines, elevated itself by about 40 cm as expected and landed safely at a distance of 30 – 40 cm away.… pic.twitter.com/T63t3MVUvI

    — ISRO (@isro) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

‘‘বিক্রম আবারও চাঁদে সফট-ল্যান্ড করল ! বিক্রম ল্যান্ডার তার মিশনের উদ্দেশ্যে সফল হয়েছে ৷ তার পরেই বিক্রম ল্যান্ডারের লাফ দেওয়ার একটি পরীক্ষা করা হয়, যেটি সফল হয়েছে ৷ নির্দেশ অনুযায়ী, বিক্রম ল্যান্ডার তার ইঞ্জিনকে রিস্টার্ট দেয় ৷ এর পর নিজেকে মাটি থেকে 40 সেন্টিমিটার উপরে নিয়ে যায় এবং আবারও আগের অবস্থানের 30-40 সেন্টিমিটার দূরে গিয়ে নিরাপদে অবতরণ করে ৷’’

কিন্তু, কেন এই অবতরণ করানো হল বিক্রম ল্যান্ডারের ?

ইসরোর মতে, ‘‘এই ‘কিক-স্টার্ট’ ভবিষ্যতের মনুষ্যবাহী চন্দ্রযানের ফিরে আসার প্রতীক ছিল ৷ বিক্রমের সব ব্যবস্থাপনা স্বাভাবিকভাবে কাজ করছে এবং একেবারে ঠিক রয়েছে ৷ ল্যান্ডারে প্রতিস্থাপিত চ্যাসট এবং আইএলএসএ গুটি নেওয়া হয় এবং পরীক্ষার পর সেগুলিকে সফলভাবে পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে ৷’’ গতকালই বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে ৷ আগামী 22 সেপ্টেম্বর আবার চাঁদের দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো পৌঁছাবে ৷ আশা করা হচ্ছে, সেদিন ফের বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারকে জাগানো সম্ভব হবে ৷

আরও পড়ুন: 14 দিনের আগেই কাজ শেষ করে চন্দ্রপৃষ্ঠে ঘুমোচ্ছে 'প্রজ্ঞান', জানাল ইসরো

গত 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে ভারতীয় সময় সন্ধ্যে 6টা 3 মিনিটে সফল অবতরণ করে চন্দ্রযান-3 ৷ এর পর দীর্ঘ 11 দিন চাঁদের মাটিতে ঘুরে নানা পরীক্ষা নিরীক্ষা করেছে প্রজ্ঞান রোভার ৷ আর সেই পরীক্ষার ফল ল্যান্ডারে থাকা স্যাটলাইটের মাধ্যমে ইসরোর কাছে পাঠিয়েছে ৷ এবার 20 দিনের বিশ্রাম ৷ তবে, 20 দিন পর চন্দ্রযান-3 আবারও জেগে উঠবে কিনা, তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারছেন না ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.