সিমলা, 4 ফেব্রুয়ারি: ট্রাক অপারেটর এবং আদানি গ্রুপ সিমেন্ট কোম্পানির মধ্যে মালবহনের চার্জ নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে ৷ আর তার জেরে অচলাবস্থা দেখা দিয়েছে হিমাচলপ্রদেশে সংস্থার কারখানায় ৷ সেই অচলাবস্থা কাটাতে শুক্রবার বিলাসপুর জেলায় ট্রাক অপারেটরদের সঙ্গে বৈঠক করেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী হর্ষবর্ধন চৌহ্বান এবং বেশ কয়েকজন বিধায়ক ৷ সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর আশ্বাসে পূর্ব ঘোষিত চাক্কা জ্যাম আন্দোলন আপাতত স্থগিত করেছে ট্রাক অপারেটর সংগঠনগুলি (Chakka Jam Over Adani-Truck Unions Tussle Deferred) ৷
আজ অর্থাৎ, 4 ফেব্রুয়ারি থেকে চাক্কা জ্যাম আন্দোলনের ডাক দিয়েছিল হিমাচলে আদানি গোষ্ঠীর সিমেন্ট কারখানায় চলা ট্রাক সংগঠনগুলি ৷ যার জেরে অচলাবস্থা তৈরি হয়েছিল ৷ সিমেন্ট পরিবহণ বা ফ্রেট চার্জ নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে মতপার্থক্য চলছিল ট্রাক অপারেটরদের ৷ তার জেরেই কোম্পানিতে চাক্কা জ্যাম কর্মসূচি ঘোষণা করেছিল ট্রাক সংগঠনগুলি ৷ সেই বৈঠকে মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সিং সুখু আদানিদের সঙ্গে এনিয়ে কথা বলার আশ্বাস দিয়েছে ৷
ওই বৈঠকে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন, ‘‘সরকার সিমেন্ট কোম্পানি ম্যানেজমেন্টের সঙ্গে অপারেটরদের প্রস্তাবিত পরিবহণ চার্জ নিয়ে আলোচনা করবে ৷ আদানি গোষ্ঠী অনড় থাকলে, সরকার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷ তাদের শিল্পের জন্য দেওয়া ভর্তুকি প্রত্যাহার করা হবে এবং আদানি গ্রুপকে দেওয়া 800 বিঘা জমি নিয়ে কঠোর সিদ্ধান্ত নেবে সরকার ৷’’ বৈঠকে উপস্থিত ট্রাক অপারেটররা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে সন্তুষ্ট বলে জানা গিয়েছে ৷ এরপরেই তাঁরা চাক্কা জ্যাম কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ৷
তবে, সাময়িকভাবে এই চাক্কা জ্যাম কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে ৷ যাতে হিমাচলপ্রদেশ সরকার আদানি গোষ্ঠীর সঙ্গে কথা বলে সমস্যার সুরাহা বের করতে পারে ৷ সেই বৈঠক সফল না হলে, ফের আন্দোলন শুরু করার হুঁশিয়ারিও দিয়েছে ৷ তবে, ট্রাক উইনিয়নগুলির পাশে দাঁড়িয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সরব হওয়া বিষয়টি অবাক করেছে রাজনৈতিক মহলকে ৷ কারণ, এর ফল ভয়ানক হলেও হতে পারে ৷ হিমাচলপ্রদেশে আদানি গোষ্ঠী তাদের উৎপাদন ও ব্যবসা তুলেও নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
আরও পড়ুন: 7 দিনে 20 শতাংশ শেয়ার পড়ল আদানি গোষ্ঠীর
তবে, রাজনীতিকদের অন্য একটি অংশ মনে করছে ৷ শেয়ার বাজারে ও বিশ্ব বাজারে আদানিদের অবস্থা খুবই খারাপ ৷ বাজার দর পড়তে পড়তে একসপ্তাহে 20 শতাংশ নেমেছে ৷ যা গত 1 বছরের সবচেয়ে নিচে ৷ এই পরিস্থিতিতে আদানি গোষ্ঠীর ব্যবসা ও লগ্নিকারীদের বিনিয়োগ বাঁচাতে পিএফও প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি ৷ এবার হিমাচলেও সিমেন্ট ব্যবসায় নতুন করে সমস্যা তৈরি হওয়ায় আদানিরা বিপাকে বলে মনে করা হচ্ছে ৷