কলকাতা, 6 জুন : কেন্দ্রের ভ্যাকসিনেশন নীতি "ভুলে ভরা আর বড় বড় কথা মেশানো" বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ৷
পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে তিনি একটি চিঠিতে লেখেন-
আমাদের সরকার ভেবেচিন্তে একটা ডিজিটাল যন্ত্র তৈরি করেছে, যাতে ভ্যাকসিনেশন প্রক্রিয়া ধীরে হয় ৷ আমাদের সরকার ইচ্ছাকৃত ভাবে একই ভ্যাকসিনের বিভিন্ন দামের ব্যবস্থা করেছে রেখেছে, যা অবৈধ ৷
আজকের তারিখ পর্যন্ত 140 কোটি মানুষের জন্য এখনও অবধি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফে "মাত্র" 39 কোটি ভ্যাকসিনের ডোজের অর্ডার দেওয়া হয়েছে ৷ 31 মে পর্যন্ত কেন্দ্রীয় সরকার 21.31 কোটি ভ্যাকসিনের ডোজের ব্যবস্থা করেছে ৷ কিন্তু মাত্র 4.45 কোটি ভারতীয় এখনও পর্যন্ত দুটো ভ্যাকসিনের ডোজ পেয়েছে, যা ভারতের জনসংখ্যার 3.14 শতাংশ ৷ এমনকি রোজ গড়ে 16 লক্ষ ভ্যাকসিনের ডোজ দেওয়া হচ্ছে ৷ এই ভাবে চললে দেশের সাবালক জনসংখ্য়াকে ভ্যাকসিন দিতে তিন বছর সময় লেগে যাবে, জানিয়েছেন অধীর ৷
আরও পড়ুন : নতুন ভ্যাকসিন নীতি সকলের জন্য, মিডিয়ার তথ্য মনগড়া; দাবি কেন্দ্রের
এই সংকটজনক পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকার ভ্য়াকসিন জোগাড় করে বিনামূল্যে রাজ্য আর প্রাইভেট হাসপাতালগুলিকে দেওয়ার ব্যবস্থা করুক ৷ আর 31 ডিসেম্বরের আগে সাবালক জনসংখ্যাকে ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ করা হোক ৷ শুধুমাত্র এই ভাবে বাঁচানো যাবে দেশের মানুষকে ৷
আমরা আপনার কাছে আর্জি জানাচ্ছি, আপনি মোদি সরকারকে নির্দেশ দিন যেন প্রতিদিন এক কোটি ভ্যাকসিন দেওয়া হয় আর সবাই তা বিনামূল্যে পায় ৷