ETV Bharat / bharat

Centre Letter on Covid-19 : সংক্রমণ ও মৃত্যু বাড়ায় একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি স্বাস্থ্য মন্ত্রকের - রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি স্বাস্থ্য মন্ত্রকের

কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, জম্মু-কাশ্মীর-সহ দেশের বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার (Covid-19) সাপ্তাহিক সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে ৷ পরিস্থিতি বাগে আনতে শনিবার এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠাল স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health and Family Welfare) ৷ তাতে কোভিড নিয়ন্ত্রণে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে ৷

centre writes letter to states and union territories over rising weekly positivity rates and deaths of covid-19
Covid-19 : সংক্রমণ ও মৃত্যু বাড়ায় একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি স্বাস্থ্য মন্ত্রকের
author img

By

Published : Dec 4, 2021, 8:05 PM IST

নয়াদিল্লি, 4 ডিসেম্বর : করোনা (Covid-19) নিয়ন্ত্রণে আরও উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়ে একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি পাঠল স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health and Family Welfare) ৷ শনিবার কর্নাটক, কেরালা, তামিলনাড়ু, জম্মু-কাশ্মীর, ওড়িশা ও মিজোরামকে এই চিঠি পাঠানো হয়েছে ৷ তাদের বলা হয়েছে, করোনার সংক্রমণ বাগে আনতে ‘পরীক্ষা, পর্যবেক্ষণ, চিকিৎসা, টিকাকরণ ও কোভিডবিধি’-র (Test-Track-Treat-Vaccinate-Covid Appropriate Behaviour) কৌশল আরও কঠোরভাবে মানতে হবে ৷ সূত্রের দাবি, সম্প্রতি দেশের বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার সংক্রমণ ও করোনায় মৃত্যুর সাপ্তাহিক পরিসংখ্যান ফের বাড়তে শুরু করেছে ৷ তার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷

আরও পড়ুন : Omicron in India : এবার ওমিক্রন হানা গুজরাতেও

এই প্রসঙ্গে, গত 27 নভেম্বরের একটি চিঠির কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Union Health Secretary Rajesh Bhushan) ৷ শনিবার তিনি বলেন, ‘‘করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন সম্পর্কে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করতেই 27 নভেম্বর ওই চিঠি পাঠান হয়েছিল ৷’’ তাতে বিদেশ থেকে আসা পর্যটক এবং ঘন ঘন বিদেশে যান, এমন বাসিন্দাদের উপর নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয় ৷ একইসঙ্গে, করোনাপ্রবণ বিভিন্ন এলাকা ও করোনা আক্রান্তদের উপর নজরদারি এবং কোভিডবিধি কঠোরভাবে পালনের উপরও জোর দেওয়া হয় ৷

শনিবারের চিঠিটি লেখা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যের প্রধান স্বাস্থ্যসচিবদের উদ্দেশ্যে ৷ তথ্য বলছে, 2021 সালের 3 ডিসেম্বর পর্যন্ত শেষ 30 দিনে কর্নাটকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 8 হাজার 73 জন ৷ চিন্তার বিষয় হল, সংশ্লিষ্ট 30 দিনের মধ্যে শেষ সাতদিনে সাপ্তাহিক সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা বেড়েছে ৷ যেখানে তার আগের সপ্তাহে করোনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল যথাক্রমে 1 হাজার 664 এবং 22, সেখানে শেষ সাতদিনে তা বেড়ে হয়েছে 2 হাজার 272 এবং 29 ৷

আরও পড়ুন : Corona in India : কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু

কেরালা, জম্মু-কাশ্মীর-সহ অন্যান্য কয়েকটি রাজ্যের ক্ষেত্রেও এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে ৷ আর তাতেই ঘুম ছুটেছে স্বাস্থ্য মন্ত্রকের ৷ এমনিতেই ওমিক্রনের আগমনে চিন্তা বেড়েছে প্রশাসনের, এখন যদি নতুন করে গোটা দেশে আবারও করোনার সংক্রমণের হার উর্ধ্বমুখী হয়, তাহলে পরিস্থিতি আবারও হাতের বাইরে চলে যেতে পারে ৷ তা এড়াতেই সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে ৷

নয়াদিল্লি, 4 ডিসেম্বর : করোনা (Covid-19) নিয়ন্ত্রণে আরও উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়ে একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি পাঠল স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health and Family Welfare) ৷ শনিবার কর্নাটক, কেরালা, তামিলনাড়ু, জম্মু-কাশ্মীর, ওড়িশা ও মিজোরামকে এই চিঠি পাঠানো হয়েছে ৷ তাদের বলা হয়েছে, করোনার সংক্রমণ বাগে আনতে ‘পরীক্ষা, পর্যবেক্ষণ, চিকিৎসা, টিকাকরণ ও কোভিডবিধি’-র (Test-Track-Treat-Vaccinate-Covid Appropriate Behaviour) কৌশল আরও কঠোরভাবে মানতে হবে ৷ সূত্রের দাবি, সম্প্রতি দেশের বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার সংক্রমণ ও করোনায় মৃত্যুর সাপ্তাহিক পরিসংখ্যান ফের বাড়তে শুরু করেছে ৷ তার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷

আরও পড়ুন : Omicron in India : এবার ওমিক্রন হানা গুজরাতেও

এই প্রসঙ্গে, গত 27 নভেম্বরের একটি চিঠির কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Union Health Secretary Rajesh Bhushan) ৷ শনিবার তিনি বলেন, ‘‘করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন সম্পর্কে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করতেই 27 নভেম্বর ওই চিঠি পাঠান হয়েছিল ৷’’ তাতে বিদেশ থেকে আসা পর্যটক এবং ঘন ঘন বিদেশে যান, এমন বাসিন্দাদের উপর নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয় ৷ একইসঙ্গে, করোনাপ্রবণ বিভিন্ন এলাকা ও করোনা আক্রান্তদের উপর নজরদারি এবং কোভিডবিধি কঠোরভাবে পালনের উপরও জোর দেওয়া হয় ৷

শনিবারের চিঠিটি লেখা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যের প্রধান স্বাস্থ্যসচিবদের উদ্দেশ্যে ৷ তথ্য বলছে, 2021 সালের 3 ডিসেম্বর পর্যন্ত শেষ 30 দিনে কর্নাটকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 8 হাজার 73 জন ৷ চিন্তার বিষয় হল, সংশ্লিষ্ট 30 দিনের মধ্যে শেষ সাতদিনে সাপ্তাহিক সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা বেড়েছে ৷ যেখানে তার আগের সপ্তাহে করোনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল যথাক্রমে 1 হাজার 664 এবং 22, সেখানে শেষ সাতদিনে তা বেড়ে হয়েছে 2 হাজার 272 এবং 29 ৷

আরও পড়ুন : Corona in India : কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু

কেরালা, জম্মু-কাশ্মীর-সহ অন্যান্য কয়েকটি রাজ্যের ক্ষেত্রেও এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে ৷ আর তাতেই ঘুম ছুটেছে স্বাস্থ্য মন্ত্রকের ৷ এমনিতেই ওমিক্রনের আগমনে চিন্তা বেড়েছে প্রশাসনের, এখন যদি নতুন করে গোটা দেশে আবারও করোনার সংক্রমণের হার উর্ধ্বমুখী হয়, তাহলে পরিস্থিতি আবারও হাতের বাইরে চলে যেতে পারে ৷ তা এড়াতেই সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.