ETV Bharat / bharat

Covid Vaccine for Below 15 Yrs : 15 বছরের নিচে করোনার টিকাকরণে বৈজ্ঞানিক প্রমাণের অপেক্ষায় স্বাস্থ্য মন্ত্রক

দেশের 72 শতাংশ প্রাপ্তবয়স্ক করোনার টিকার দু’টি ডোজ নিয়েছেন ৷ 15-18 বছরের পড়ুয়াদের 52 শতাংশ প্রথম ডোজ নিয়েছেন ৷ তার নিচের পড়ুয়াদের টিকার জন্য বৈজ্ঞানিক প্রমাণের অপেক্ষায় স্বাস্থ্য মন্ত্রক (centre waiting for scientific evidence for covid vaccination of below 15 yrs) ৷

centre waiting for scientific evidence for covid vaccination of below 15 yrs
Covid Vaccine for Below 15 Yrs : 15-র নিচে করোনার টিকাকরণে বৈজ্ঞানিক প্রমাণের অপেক্ষায় স্বাস্থ্য মন্ত্রক
author img

By

Published : Jan 20, 2022, 8:33 PM IST

নয়াদিল্লি, 20 জানুয়ারি : বৈজ্ঞানিক প্রমাণ মিললে, তবেই 15 বছরের থেকে কম বয়সিদের করোনার টিকাকরণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে (centre waiting for scientific evidence for covid vaccination of below 15 yrs) ৷ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ৷

তিনি জানিয়েছেন, চলতি বছরের 16 জানুয়ারি থেকে বৈজ্ঞানিক প্রমাণের উপর ভিত্তি করেই টিকাকরণের কাজ শুরু হয়েছে ৷ আর যাঁদের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি রয়েছে, তাঁদেরই টিকা দেওয়া হচ্ছে ৷

তবে নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভিকে পাল জানিয়েছেন যে 12 বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়া এখন তাঁদের লক্ষ্য ৷ সেই লক্ষ্যেই কাজ চলছে ৷

গত বছর থেকে ভারতে করোনার টিকাকরণ (Covid Vaccination) শুরু হয়েছে ৷ বিভিন্ন ধাপে এই টিকাকরণের কাজ চলছে ৷ আজ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে 72 শতাংশর পুরোপুরি টিকাকরণ শেষ হয়েছে ৷

অন্যদিকে চলতি বছরের গোড়া থেকে শুরু হয়েছে 15-18 বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়ার কাজ (Covid Vaccination for Students) ৷ এখনও পর্যন্ত 52 শতাংশ পড়ুয়া করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে ৷ এখন দেখার এদের থেকেও কম বয়সিদের টিকা দেওয়ার কাজ কবে শুরু হয় ৷

আরও পড়ুন : Corona Update In India : তৃতীয় ঢেউয়ে প্রথমবার দৈনিক সংক্রমণ ছাড়াল 3 লক্ষ

নয়াদিল্লি, 20 জানুয়ারি : বৈজ্ঞানিক প্রমাণ মিললে, তবেই 15 বছরের থেকে কম বয়সিদের করোনার টিকাকরণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে (centre waiting for scientific evidence for covid vaccination of below 15 yrs) ৷ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ৷

তিনি জানিয়েছেন, চলতি বছরের 16 জানুয়ারি থেকে বৈজ্ঞানিক প্রমাণের উপর ভিত্তি করেই টিকাকরণের কাজ শুরু হয়েছে ৷ আর যাঁদের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি রয়েছে, তাঁদেরই টিকা দেওয়া হচ্ছে ৷

তবে নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভিকে পাল জানিয়েছেন যে 12 বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়া এখন তাঁদের লক্ষ্য ৷ সেই লক্ষ্যেই কাজ চলছে ৷

গত বছর থেকে ভারতে করোনার টিকাকরণ (Covid Vaccination) শুরু হয়েছে ৷ বিভিন্ন ধাপে এই টিকাকরণের কাজ চলছে ৷ আজ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে 72 শতাংশর পুরোপুরি টিকাকরণ শেষ হয়েছে ৷

অন্যদিকে চলতি বছরের গোড়া থেকে শুরু হয়েছে 15-18 বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়ার কাজ (Covid Vaccination for Students) ৷ এখনও পর্যন্ত 52 শতাংশ পড়ুয়া করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে ৷ এখন দেখার এদের থেকেও কম বয়সিদের টিকা দেওয়ার কাজ কবে শুরু হয় ৷

আরও পড়ুন : Corona Update In India : তৃতীয় ঢেউয়ে প্রথমবার দৈনিক সংক্রমণ ছাড়াল 3 লক্ষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.