নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি : প্রতারণায় অভিযুক্ত বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসি-সহ একাধিক অভিযুক্তের 18 হাজার কোটি টাকা ব্যাঙ্ককে ফিরিয়ে দেওয়া হয়েছে (18000 returned to banks from Nirav-Mallya-Choksi) ৷ বুধবার সুপ্রিম কোর্টে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় সরকারের সলিসিটার জেনারেল তুষার মেহতা ৷ একটি মামলার শুনানিতে শীর্ষ আদালতে তিনি এই তথ্য দেন (Solicitor General Tushar Mehta at supreme court) ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চে এদিন ওই মামলার শুনানি হয় ৷
সেখানে তুষার মেহতা জানান, অর্থ তছরূপ প্রতিরোধ আইনের আওতায় 67 হাজার কোটি টাকার অভিযোগ রয়েছে ৷ সব মিলিয়ে 4700 টি মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ প্রতি বছর মামলার সংখ্যাও বাড়ছে ৷ 2015-16 সালে ইডির কাছে এই সংক্রান্ত 111টি মামলা এসেছিল ৷ 2020-21 সেটাই বেড়ে হয়েছে 981টি ৷
এই তথ্য দেওয়ার সময়ই তিনি বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসি-সহ একাধিক অভিযুক্তের প্রসঙ্গ তোলেন ৷ আর শীর্ষ আদলতকে জানান যে ওই পলাতক অভিযুক্তদের 18 হাজার কোটি টাকা ব্যাঙ্ককে ফিরিয়ে দেওয়া হয়েছে (Centre says Rs 18000 crores returned from Mallya-Modi-others) ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই তিন অভিযুক্তই ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত ৷ তিনজনই দেশ ছেড়ে পালিয়ে যান ৷ পরে তারা বিদেশে ধরা পড়েন ৷ কিন্তু তাদের প্রত্যাপর্ণের বিষয়টি আইনি জটিলতার মধ্যে রয়েছে ৷ কিন্তু এর মধ্যেই এই তিনজনের বহু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি ৷ সেই বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি থেকেই টাকা ব্যাঙ্ককে ফেরত দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ যদিও এই নিয়ে তুষার মেহতা আদালতে আর কী কী বলেছেন, তা জানা যায়নি ৷
আরও পড়ুন : আর্থিক প্রতারণায় অভিযুক্ত তিন ব্যবসায়ীর 9371 কোটি টাকার সম্পত্তি পেল ব্যাঙ্ক