ETV Bharat / bharat

Centre to SC : মালিয়া-নীরবদের 18 হাজার কোটি টাকা ব্যাঙ্ককে ফেরানো হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র - centre to sc rs 18000 crores returned to banks from mallya nirav and others

তুষার মেহতা (Solicitor General Tushar Mehta at supreme court) জানান, অর্থ তছরূপ প্রতিরোধ আইনের আওতায় 67 হাজার কোটি টাকার অভিযোগ রয়েছে ৷ সব মিলিয়ে 4700 টি মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ প্রতি বছর মামলার সংখ্যাও বাড়ছে ৷

centre-to-sc-rs-18000-crores-returned-to-banks-from-mallya-nirav-and-others
Centre to SC : মালিয়া-নীরবদের 18 হাজার কোটি টাকা ব্যাঙ্ককে ফেরানো হয়েছে, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র
author img

By

Published : Feb 23, 2022, 8:43 PM IST

নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি : প্রতারণায় অভিযুক্ত বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসি-সহ একাধিক অভিযুক্তের 18 হাজার কোটি টাকা ব্যাঙ্ককে ফিরিয়ে দেওয়া হয়েছে (18000 returned to banks from Nirav-Mallya-Choksi) ৷ বুধবার সুপ্রিম কোর্টে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় সরকারের সলিসিটার জেনারেল তুষার মেহতা ৷ একটি মামলার শুনানিতে শীর্ষ আদালতে তিনি এই তথ্য দেন (Solicitor General Tushar Mehta at supreme court) ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চে এদিন ওই মামলার শুনানি হয় ৷

সেখানে তুষার মেহতা জানান, অর্থ তছরূপ প্রতিরোধ আইনের আওতায় 67 হাজার কোটি টাকার অভিযোগ রয়েছে ৷ সব মিলিয়ে 4700 টি মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ প্রতি বছর মামলার সংখ্যাও বাড়ছে ৷ 2015-16 সালে ইডির কাছে এই সংক্রান্ত 111টি মামলা এসেছিল ৷ 2020-21 সেটাই বেড়ে হয়েছে 981টি ৷

এই তথ্য দেওয়ার সময়ই তিনি বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসি-সহ একাধিক অভিযুক্তের প্রসঙ্গ তোলেন ৷ আর শীর্ষ আদলতকে জানান যে ওই পলাতক অভিযুক্তদের 18 হাজার কোটি টাকা ব্যাঙ্ককে ফিরিয়ে দেওয়া হয়েছে (Centre says Rs 18000 crores returned from Mallya-Modi-others) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই তিন অভিযুক্তই ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত ৷ তিনজনই দেশ ছেড়ে পালিয়ে যান ৷ পরে তারা বিদেশে ধরা পড়েন ৷ কিন্তু তাদের প্রত্যাপর্ণের বিষয়টি আইনি জটিলতার মধ্যে রয়েছে ৷ কিন্তু এর মধ্যেই এই তিনজনের বহু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি ৷ সেই বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি থেকেই টাকা ব্যাঙ্ককে ফেরত দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ যদিও এই নিয়ে তুষার মেহতা আদালতে আর কী কী বলেছেন, তা জানা যায়নি ৷

আরও পড়ুন : আর্থিক প্রতারণায় অভিযুক্ত তিন ব্যবসায়ীর 9371 কোটি টাকার সম্পত্তি পেল ব্যাঙ্ক

নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি : প্রতারণায় অভিযুক্ত বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসি-সহ একাধিক অভিযুক্তের 18 হাজার কোটি টাকা ব্যাঙ্ককে ফিরিয়ে দেওয়া হয়েছে (18000 returned to banks from Nirav-Mallya-Choksi) ৷ বুধবার সুপ্রিম কোর্টে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় সরকারের সলিসিটার জেনারেল তুষার মেহতা ৷ একটি মামলার শুনানিতে শীর্ষ আদালতে তিনি এই তথ্য দেন (Solicitor General Tushar Mehta at supreme court) ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চে এদিন ওই মামলার শুনানি হয় ৷

সেখানে তুষার মেহতা জানান, অর্থ তছরূপ প্রতিরোধ আইনের আওতায় 67 হাজার কোটি টাকার অভিযোগ রয়েছে ৷ সব মিলিয়ে 4700 টি মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ প্রতি বছর মামলার সংখ্যাও বাড়ছে ৷ 2015-16 সালে ইডির কাছে এই সংক্রান্ত 111টি মামলা এসেছিল ৷ 2020-21 সেটাই বেড়ে হয়েছে 981টি ৷

এই তথ্য দেওয়ার সময়ই তিনি বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসি-সহ একাধিক অভিযুক্তের প্রসঙ্গ তোলেন ৷ আর শীর্ষ আদলতকে জানান যে ওই পলাতক অভিযুক্তদের 18 হাজার কোটি টাকা ব্যাঙ্ককে ফিরিয়ে দেওয়া হয়েছে (Centre says Rs 18000 crores returned from Mallya-Modi-others) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই তিন অভিযুক্তই ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত ৷ তিনজনই দেশ ছেড়ে পালিয়ে যান ৷ পরে তারা বিদেশে ধরা পড়েন ৷ কিন্তু তাদের প্রত্যাপর্ণের বিষয়টি আইনি জটিলতার মধ্যে রয়েছে ৷ কিন্তু এর মধ্যেই এই তিনজনের বহু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি ৷ সেই বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি থেকেই টাকা ব্যাঙ্ককে ফেরত দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ যদিও এই নিয়ে তুষার মেহতা আদালতে আর কী কী বলেছেন, তা জানা যায়নি ৷

আরও পড়ুন : আর্থিক প্রতারণায় অভিযুক্ত তিন ব্যবসায়ীর 9371 কোটি টাকার সম্পত্তি পেল ব্যাঙ্ক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.