নয়াদিল্লি, 16 অগস্ট: নেমেছে শাস্তির খাঁড়া । সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নির্বাসিত করেছে ফিফা । তারপরেই এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার । সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি কেন্দ্রীয় সরকারের। সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে এআইএফএফ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা (Centre seeks Urgent hearing in AIFF Case in Supreme Court) ।
বুধবার অর্থাৎ আগামীকাল বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি নির্ধারিত ছিল । কেন্দ্রের আবেদনে এবার শীর্ষ আদালতের বিচারপতির বেঞ্চে প্রথম এই মামলার শুনানি হবে ।
কথা ছিল 15 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করে কমিটি গড়ে ফেলতে হবে ভারতের ফুটবল ফেডারেশনকে । নয়তো ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা নির্বাসিত হতে পারে । তবে নির্দিষ্ট দিনের প্রায় এক মাস আগেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ভারতীয় ফুটবলকে ব্যান করেছে ফিফা । 15 অগস্ট মধ্যরাতে মেল পাঠিয়ে ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে এই কথা জানিয়ে দেয় বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা । এর ফলে বিরাট সমস্যায় ভারতীয় ফুটবল ।
-
Supreme Court agrees to hear tomorrow an issue related to FIFA suspending the All India Football Federation (AIFF) with immediate effect.
— ANI (@ANI) August 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The decision of FIFA has stripped the country of the right to host the Under-17 Women's World Cup, scheduled for October. pic.twitter.com/DEUsV9GKXR
">Supreme Court agrees to hear tomorrow an issue related to FIFA suspending the All India Football Federation (AIFF) with immediate effect.
— ANI (@ANI) August 16, 2022
The decision of FIFA has stripped the country of the right to host the Under-17 Women's World Cup, scheduled for October. pic.twitter.com/DEUsV9GKXRSupreme Court agrees to hear tomorrow an issue related to FIFA suspending the All India Football Federation (AIFF) with immediate effect.
— ANI (@ANI) August 16, 2022
The decision of FIFA has stripped the country of the right to host the Under-17 Women's World Cup, scheduled for October. pic.twitter.com/DEUsV9GKXR
আরও পড়ুন : অভিশপ্ত 16 অগস্টে ফের অন্ধকারে ভারতীয় ফুটবল, বিশ বাঁও জলে মহিলা বিশ্বকাপ
ব়্যাঙ্কিংয়ে ফের শূন্য থেকে শুরু করবেন ছেত্রীরা । এএফসি কাপে খেলতে পারবে না সবুজ-মেরুন । ষষ্ঠ বিদেশি সই করাতে পারবে না ইস্টবেঙ্গল । সর্বোপরি বিশ বাঁও জলে অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ । সবমিলিয়ে অন্ধকারে ভারতের ফুটবল ভবিষ্যৎ (FIFA suspends All India Football Federation) । তারপরেই সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানানো হয় কেন্দ্রের তরফে । অন্যদিকে, ফিফার 'সাসপেনশন' তোলার প্রক্রিয়াও শুরু হয়েছে । বৃহস্পতিবার দিল্লিতে আপৎকালীন বৈঠকে COA (কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর)-এর ফুটবলকর্তারা । ডাকা হয়েছে রাজ্য সংস্থার প্রতিনিধিদেরকেও ।