ETV Bharat / bharat

Centre to Rajya Sabha: কাশ্মীরি পরিযায়ী কর্মীদের জন্য তিন বছরে মোট 880টি ফ্ল্যাট, রাজ্যসভায় জানাল কেন্দ্র

Flats for Kashmiri Migrant Employees: কাশ্মীরি পরিযায়ী কর্মীদের জন্য গত 3 বছরে 880টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে ৷ এমনটাই রাজ্যসভায় জানাল কেন্দ্রীয় সরকার ৷

Rajya Sabha
রাজ্যসভা
author img

By

Published : Aug 2, 2023, 10:33 PM IST

নয়াদিল্লি, 2 অগস্ট: কাশ্মীর উপত্যকায় গত তিন বছরে মোট 880টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে ৷ এই ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে কাশ্মীরি পরিযায়ী কর্মীদের জন্য ৷ যারা সেখানে ফিরে আসতে চান ৷ বুধবার রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই । তিনি বলেন, "জম্মুর পুরখু, মুথি, নাগরোটা এবং জাগতি অঞ্চলে 5 হাজার 248টি দু'কক্ষের ভাড়া বাড়ি (টেনিমেন্ট) তৈরি করা হয়েছে ৷ এগুলি তাদের থাকার জন্য করা হয়েছে যারা 1989-1990 সালে সন্ত্রাসের কারণে কাশ্মীরে তাদের পূর্বপুরুষের বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে । তবে তারা আবার ফিরে আসতে পারেন ৷ 2011 সাল পর্যন্ত দুটি ধাপে এই বাড়িগুলি নির্মিত হয়েছে তদের জন্যই ।"

কংগ্রেস সাংসদ অখিলেশ প্রসাদ সিং জিজ্ঞাসা করেছিলেন, কাশ্মীরি পরিযায়ীদের ফেরানোর জন্য ও পুনর্বাসনের জন্য আগের সরকার 2004 সালে প্রধানমন্ত্রী প্যাকেজের অধীনে জাগতি, পুরখু, মুথি এবং নাগরোটা-সহ জম্মুর বেশ কয়েকটি জায়গায় 5 হাজার 242টি দু'কক্ষের টেনিমেন্ট (টিআরটি) তৈরি করেছিল কি না এবং গত তিন বছরে কোনও নতুন টেনিমেন্ট তৈরি করা হয়েছে কি না । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই অখিলেশের প্রশ্নের উত্তরে স্পষ্ট জানান, 2004 সালে কোনও দু'কক্ষের ভাড়া বাড়ি (টেনিমেন্ট) তৈরি করা হয়নি সেখানে ৷

আরও পড়ুন: 'সাংসদরা সঠিক আচরণ না করা পর্যন্ত লোকসভায় আসব না...', সংসদের শোরগোলে বিরক্ত অধ্যক্ষ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লিখিত জবাবে বলেন, "গত তিন বছরে এই উদ্দেশ্যে কোনও নতুন বাড়ি তৈরি করা হয়নি । সরকার উপত্যকায় ফিরে আসা কাশ্মীরি পরিযায়ী কর্মীদের জন্য 6 হাজার ট্রানজিট আবাসন নির্মাণের প্রকল্প নিয়েছে । যার আওতায় সেখানে গত তিন বছরে 880টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে ৷" নিত্যানন্দ রাই উল্লেখ করেছেন যে কাশ্মীর উপত্যকায় উন্নত নিরাপত্তা পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ।

নয়াদিল্লি, 2 অগস্ট: কাশ্মীর উপত্যকায় গত তিন বছরে মোট 880টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে ৷ এই ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে কাশ্মীরি পরিযায়ী কর্মীদের জন্য ৷ যারা সেখানে ফিরে আসতে চান ৷ বুধবার রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই । তিনি বলেন, "জম্মুর পুরখু, মুথি, নাগরোটা এবং জাগতি অঞ্চলে 5 হাজার 248টি দু'কক্ষের ভাড়া বাড়ি (টেনিমেন্ট) তৈরি করা হয়েছে ৷ এগুলি তাদের থাকার জন্য করা হয়েছে যারা 1989-1990 সালে সন্ত্রাসের কারণে কাশ্মীরে তাদের পূর্বপুরুষের বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে । তবে তারা আবার ফিরে আসতে পারেন ৷ 2011 সাল পর্যন্ত দুটি ধাপে এই বাড়িগুলি নির্মিত হয়েছে তদের জন্যই ।"

কংগ্রেস সাংসদ অখিলেশ প্রসাদ সিং জিজ্ঞাসা করেছিলেন, কাশ্মীরি পরিযায়ীদের ফেরানোর জন্য ও পুনর্বাসনের জন্য আগের সরকার 2004 সালে প্রধানমন্ত্রী প্যাকেজের অধীনে জাগতি, পুরখু, মুথি এবং নাগরোটা-সহ জম্মুর বেশ কয়েকটি জায়গায় 5 হাজার 242টি দু'কক্ষের টেনিমেন্ট (টিআরটি) তৈরি করেছিল কি না এবং গত তিন বছরে কোনও নতুন টেনিমেন্ট তৈরি করা হয়েছে কি না । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই অখিলেশের প্রশ্নের উত্তরে স্পষ্ট জানান, 2004 সালে কোনও দু'কক্ষের ভাড়া বাড়ি (টেনিমেন্ট) তৈরি করা হয়নি সেখানে ৷

আরও পড়ুন: 'সাংসদরা সঠিক আচরণ না করা পর্যন্ত লোকসভায় আসব না...', সংসদের শোরগোলে বিরক্ত অধ্যক্ষ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লিখিত জবাবে বলেন, "গত তিন বছরে এই উদ্দেশ্যে কোনও নতুন বাড়ি তৈরি করা হয়নি । সরকার উপত্যকায় ফিরে আসা কাশ্মীরি পরিযায়ী কর্মীদের জন্য 6 হাজার ট্রানজিট আবাসন নির্মাণের প্রকল্প নিয়েছে । যার আওতায় সেখানে গত তিন বছরে 880টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে ৷" নিত্যানন্দ রাই উল্লেখ করেছেন যে কাশ্মীর উপত্যকায় উন্নত নিরাপত্তা পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.