ETV Bharat / bharat

Centre Rejects Hunger Index: বিশ্ব খাদ্য সূচকের রিপোর্টকে ভ্রান্ত বলে খারিজ কেন্দ্রের - বিশ্ব খাদ্য সূচকের রিপোর্টকে

2022-এর বিশ্ব খাদ্য সূচক প্রকাশিত হয়েছে ৷ এতে ভারতের অবস্থান তৃতীয় বিশ্বের অন্য় দেশগুলির থেকে নীচে ৷ এই রিপোর্টকে ভ্রান্ত বলে বিবৃত দিল মোদি সরকারের নারী-শিশু কল্যাণ মন্ত্রক (Erroneous Global Hunger Index) ৷

Global Hunger Index
ETV Bharat
author img

By

Published : Oct 16, 2022, 10:57 AM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর: বিশ্ব খাদ্য সূচকের রিপোর্ট ভুল ৷ শনিবার বিশ্ব খাদ্য সূচকের রিপোর্টে ভারত 107তম স্থানে রয়েছে ৷ প্রতিবেশী দেশ পাকিস্তান (99), বাংলাদেশ (84) এবং আর্থিক সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কাও (64) ভারতের থেকে অনেক ভালো জায়গায় রয়েছে (Centre) ৷

এই রিপোর্ট প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছে দেশের নারী ও শিশু কল্যাণ মন্ত্রক (Women and Child Development Ministry) ৷ সেখানে জানানো হয়েছে, এই সূচক নির্ধারণে মেথডোলজিক্যাল সমস্যা আছে ৷ ক্ষুধার পরিমাপও ত্রুটিপূর্ণ ৷ তাই কেন্দ্র এই সূচককে খারিজ করছে ৷ এখানে দেশের প্রতি অবহেলার ছবি তুলে ধরা হয়েছে ৷ জনসংখ্যাকে খাদ্যের নিরাপত্তা এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ দিতে পারছে না ভারত ৷ এই চেষ্টা ফুটে উঠেছে বিশ্ব খাদ্য সূচকে (Global Hunger Index) ৷

  • Global Hunger Report 2022- Index is an erroneous measure of hunger and suffers from serious methodological issues. Misinformation seems to be hallmark of the annually released Global Hunger Index
    Series of measures taken by Govt. to ensure food security.https://t.co/2tT7e0etnN

    — Ministry of WCD (@MinistryWCD) October 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কার থেকেও খারাপ পরিস্থিতি ভারতে

তবে বিশ্ব খাদ্য সূচক এই বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে, তাও তাদের এই পর্যবেক্ষণ দুঃখজনক, ক্ষোভ মন্ত্রকের ৷ 2022 সালের এই রিপোর্ট প্রকাশ করেছে দু'টি এনজিও সংস্থা- আয়ারল্যান্ডের কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড (Concern Worldwide) এবং জার্মানির ওয়েল্ট হাংগার হিলফ (Welt Hunger Hilfe) ৷ 121টি দেশের মধ্যে ভারতকে তারা 107 নম্বরে রেখেছে ৷ এটি ত্রুটিপূর্ণ বলে মন্ত্রকের দাবি ৷

সূচক পরিমাপের ক্ষেত্রে 4টের মধ্যে 3টি নির্দেশক (Indicator) শিশুদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত ৷ এগুলি সম্পূর্ণ জনসংখ্যার প্রতিনিধিত্ব করতে পারে না ৷ চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশকটি অপুষ্টিতে ভোগা জনসংখ্যার অনুপাত (proportion of undernourished, POU) ৷ তাতে ভারতের হার 16.3 শতাংশ ৷ খুব ক্ষুদ্র মাপের মাত্র 3 হাজার নমুনার ভিত্তিতে এই নির্দেশক নির্ণয় করা হয় ৷

কেন্দ্রীয় সরকার মনে করে, মাটির বাস্তবতার সঙ্গে এই রিপোর্টের কোনও সম্পর্ক নেই ৷ শুধু তাই নয়, সরকার দেশের নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যে প্রচেষ্টা চালাচ্ছে, তাকে জেনেশুনে অবহেলা করা হয়েছে ৷ বিশেষত কোভিড প্যানডেমিকের সময় সরকার সাধারণ মানুষের জন্য যে সব বন্দোবস্ত করেছিল, অভিযোগ কেন্দ্রের ৷

নয়াদিল্লি, 16 অক্টোবর: বিশ্ব খাদ্য সূচকের রিপোর্ট ভুল ৷ শনিবার বিশ্ব খাদ্য সূচকের রিপোর্টে ভারত 107তম স্থানে রয়েছে ৷ প্রতিবেশী দেশ পাকিস্তান (99), বাংলাদেশ (84) এবং আর্থিক সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কাও (64) ভারতের থেকে অনেক ভালো জায়গায় রয়েছে (Centre) ৷

এই রিপোর্ট প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছে দেশের নারী ও শিশু কল্যাণ মন্ত্রক (Women and Child Development Ministry) ৷ সেখানে জানানো হয়েছে, এই সূচক নির্ধারণে মেথডোলজিক্যাল সমস্যা আছে ৷ ক্ষুধার পরিমাপও ত্রুটিপূর্ণ ৷ তাই কেন্দ্র এই সূচককে খারিজ করছে ৷ এখানে দেশের প্রতি অবহেলার ছবি তুলে ধরা হয়েছে ৷ জনসংখ্যাকে খাদ্যের নিরাপত্তা এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ দিতে পারছে না ভারত ৷ এই চেষ্টা ফুটে উঠেছে বিশ্ব খাদ্য সূচকে (Global Hunger Index) ৷

  • Global Hunger Report 2022- Index is an erroneous measure of hunger and suffers from serious methodological issues. Misinformation seems to be hallmark of the annually released Global Hunger Index
    Series of measures taken by Govt. to ensure food security.https://t.co/2tT7e0etnN

    — Ministry of WCD (@MinistryWCD) October 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কার থেকেও খারাপ পরিস্থিতি ভারতে

তবে বিশ্ব খাদ্য সূচক এই বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে, তাও তাদের এই পর্যবেক্ষণ দুঃখজনক, ক্ষোভ মন্ত্রকের ৷ 2022 সালের এই রিপোর্ট প্রকাশ করেছে দু'টি এনজিও সংস্থা- আয়ারল্যান্ডের কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড (Concern Worldwide) এবং জার্মানির ওয়েল্ট হাংগার হিলফ (Welt Hunger Hilfe) ৷ 121টি দেশের মধ্যে ভারতকে তারা 107 নম্বরে রেখেছে ৷ এটি ত্রুটিপূর্ণ বলে মন্ত্রকের দাবি ৷

সূচক পরিমাপের ক্ষেত্রে 4টের মধ্যে 3টি নির্দেশক (Indicator) শিশুদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত ৷ এগুলি সম্পূর্ণ জনসংখ্যার প্রতিনিধিত্ব করতে পারে না ৷ চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশকটি অপুষ্টিতে ভোগা জনসংখ্যার অনুপাত (proportion of undernourished, POU) ৷ তাতে ভারতের হার 16.3 শতাংশ ৷ খুব ক্ষুদ্র মাপের মাত্র 3 হাজার নমুনার ভিত্তিতে এই নির্দেশক নির্ণয় করা হয় ৷

কেন্দ্রীয় সরকার মনে করে, মাটির বাস্তবতার সঙ্গে এই রিপোর্টের কোনও সম্পর্ক নেই ৷ শুধু তাই নয়, সরকার দেশের নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যে প্রচেষ্টা চালাচ্ছে, তাকে জেনেশুনে অবহেলা করা হয়েছে ৷ বিশেষত কোভিড প্যানডেমিকের সময় সরকার সাধারণ মানুষের জন্য যে সব বন্দোবস্ত করেছিল, অভিযোগ কেন্দ্রের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.